কলকাতা : দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি আছেন বাংলার কিংবদন্তি গায়িকা নির্মলা মিশ্র । তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে সঙ্গীতজগৎ এবং অগণিত শ্রোতা । দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন বছর 79-এর নির্মলা । বর্ষীয়ান শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন আচার্য সঞ্জয় চক্রবর্তী । ETV ভারত সিতারা কথা বলে তাঁর সঙ্গে ।
সঞ্জয় আমাদের বলেন, "নির্মলাদি হলেন সেই সময়কার শিল্পী, যখন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ ছিল না । সেই সময় যাঁরা শিল্পী ছিলেন, প্রত্যেকের গুণগতমান একইরকম ভালো ছিল । তাঁদের মধ্যে নির্মলাদিও অত্যন্ত আন্তরিকভাবে গানকে গ্রহণ করেছিলেন । দুনিয়ার সঙ্গে তাঁর বেঁচে থাকার যোগ সূত্রই ছিল সংগীত । যেটা এখন পাওয়া যায় না । এখন ততটা আন্তরিকতার সঙ্গে গান তৈরিও হয় না ।"
খানিকটা উপলব্ধি থেকে সঞ্জয় বলেন, "এখন অতটা আন্তরিকতার দরকার পড়ে না । আরও অন্য কিছুর প্রয়োজন আছে । টাকা, পয়সা, ইত্যাদি... তাই অনেকদিন হল, এই ধরনের শিল্পীরা বেঁচে থেকেও খুব একটা প্রাসঙ্গিক নন । প্রায় কুড়ি বছর ধরেই সেটা শুরু হয়েছে । সঙ্গীত শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হয়, সম্মান দেওয়া হয়... কিন্তু এঁদের হৃদয়ের উপরে চাপ বহুদিনের । অডিও আর্ট নিয়ে তো ভিশুয়াল ব্যবসা হচ্ছে । তাই এঁদের হার্ট অ্যাট্যাক হবে না তো কাঁদের হবে ? আমি এটাও শুনেছি, নির্মলাদির পরবর্তী প্রজন্ম খুব ডিস্টার্বড, সেখান থেকেও একটা মনোকষ্ট আছে । আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করি ।"
নির্মলা মিশ্রের আরোগ্য কামনা করে ETV ভারত সিতারাও ।