ETV Bharat / sitara

নতুন ছবির শুটিং শুরু করবেন রাজর্ষি দে

author img

By

Published : Sep 30, 2020, 7:46 PM IST

টলিউডে আবার নতুন ছবির খবর । পরিচালক রাজর্ষি দে-র পরিচালনায় আসছে 'আ সেপারেট স্কাই' ।

bony sengupta and sudipta chakrabarty latest news
bony sengupta and sudipta chakrabarty latest news

কলকাতা : শোনা যাচ্ছে, 3 অক্টোবর থেকে পরিচালক রাজর্ষি দে-র একটি ফিল্মের শুটিং শুরু হচ্ছে । ছবির নাম 'আ সেপারেট স্কাই' । অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, বনি সেনগুপ্তর মতো তারকারা ।

এর আগে 'পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই', 'শুভ নববর্ষ'র মতো ছবি পরিচালনা করেছেন রাজর্ষি । অভিনয়ও করেছেন । ছবির চিত্রনাট্য লিখেছেন । থিয়েটারের সঙ্গে জড়িয়ে ছিলেন অনেকগুলো বছর ।

সেই রাজর্ষি দে তাঁর পরবর্তী ছবির শুটিং শুরু করছেন 3 অক্টোবর থেকে । ছবিটির নাম 'আ সেপারেট স্কাই' । অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বনি সেনগুপ্ত, দেবপ্রিয় মুখার্জি, দেবলীনা কুমার, রিচা শর্মা, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো একাধিক তারকা ।

bony sengupta and sudipta chakrabarty latest news
সূদীপ্তা

আমরা জানতে পেরেছি, এই ছবির গল্প বর্তমান সময়কে কেন্দ্র করে । একটা ধর্মীয় জটিলতার মধ্যে কাটছে জীবন । সাধারণ জীবনযাপনেও সেটা ঢুকে পড়ছে দিন দিন । কলেজ জীবনও প্রভাবিত হচ্ছে । এখানে দেবপ্রিয় ও বনির চরিত্রটি দুই কলেজ পড়ুয়ার, এরা দুজনে দুই আলাদা ধর্মাবলম্বী মানুষ । তাঁদের ব্যবহার করে রাজনীতিবিদরা কীভাবে কলেজের ভিতরে রাজনীতি করছে, মূলত সেটা নিয়েই এই ছবির গল্প ।

কলকাতা : শোনা যাচ্ছে, 3 অক্টোবর থেকে পরিচালক রাজর্ষি দে-র একটি ফিল্মের শুটিং শুরু হচ্ছে । ছবির নাম 'আ সেপারেট স্কাই' । অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, বনি সেনগুপ্তর মতো তারকারা ।

এর আগে 'পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই', 'শুভ নববর্ষ'র মতো ছবি পরিচালনা করেছেন রাজর্ষি । অভিনয়ও করেছেন । ছবির চিত্রনাট্য লিখেছেন । থিয়েটারের সঙ্গে জড়িয়ে ছিলেন অনেকগুলো বছর ।

সেই রাজর্ষি দে তাঁর পরবর্তী ছবির শুটিং শুরু করছেন 3 অক্টোবর থেকে । ছবিটির নাম 'আ সেপারেট স্কাই' । অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বনি সেনগুপ্ত, দেবপ্রিয় মুখার্জি, দেবলীনা কুমার, রিচা শর্মা, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো একাধিক তারকা ।

bony sengupta and sudipta chakrabarty latest news
সূদীপ্তা

আমরা জানতে পেরেছি, এই ছবির গল্প বর্তমান সময়কে কেন্দ্র করে । একটা ধর্মীয় জটিলতার মধ্যে কাটছে জীবন । সাধারণ জীবনযাপনেও সেটা ঢুকে পড়ছে দিন দিন । কলেজ জীবনও প্রভাবিত হচ্ছে । এখানে দেবপ্রিয় ও বনির চরিত্রটি দুই কলেজ পড়ুয়ার, এরা দুজনে দুই আলাদা ধর্মাবলম্বী মানুষ । তাঁদের ব্যবহার করে রাজনীতিবিদরা কীভাবে কলেজের ভিতরে রাজনীতি করছে, মূলত সেটা নিয়েই এই ছবির গল্প ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.