ETV Bharat / state

আরজি কর থেকে টালা থানা, দায়িত্ব বুঝে নিয়েই শহর চষে বেড়ালেন নয়া নগরপাল - Manoj Verma - MANOJ VERMA

Kolkata Police Commissioner Manoj Verma: দায়িত্ব বুঝে নেওয়ার পরই শহর চষে বেড়ালেন নয়া নগরপাল মনোজ ভার্মা ৷ আরজি কর থেকে টালা থানা, সিঁথি থানা - ঘুরে দেখলেন বিভিন্ন এলাকা ৷ লালবাজারে করলেন একাধিক বৈঠক ৷ সারাদিন ঠিক কী কী করলেন তিনি, দেখে নেব একনজরে ৷

ETV BHARAT
দায়িত্ব নিয়েই শহর চষে বেড়ালেন নয়া নগরপাল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 8:13 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে আন্দোলনকারীদের চাপে মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে মনোজ ভার্মাকে ৷ বুধবার ছিল তাঁর দায়িত্ব বুঝে নেওয়ার পালা ৷ অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে করেছেন একাধিক বৈঠক ৷ সাসপেন্ড করেছেন টালা থানার প্রাক্তন ওসি-কে ৷ এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে জোরকদমে কাজ শুরু করে দিলেন নগরপাল ৷ লালবাজারে একের পর এক উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি ঘুরে দেখলেন আরজি কর হাসপাতাল, টালা থানা, সিঁথি থানা-সহ আরও বিভিন্ন এলাকা ৷

আরজি কর-কাণ্ডে মুখ পুড়েছে কলকাতা পুলিশের ৷ পদ খোয়াতে হয়েছে বিনীত গোয়েলকে ৷ এবার তাঁর উত্তরসূরী মনোজ ভার্মা শুরু থেকেই পুলিশের ভাবমূর্তি ফেরাতে তৎপর ৷ দায়িত্ব বুঝে নেওয়ার পর আজ দিনভর শহর চষে বেড়ালেন নয়া নগরপাল ৷ আজ সারাদিনে তিনি ঠিক কী কী করলেন, দেখে নেব একনজরে...

দায়িত্ব নিয়েই শহর চষে বেড়ালেন নগরপাল

  • সকাল 10টায় সিপি বাংলো থেকে সোজা লালবাজারে
  • লালবাজারে নগরপালের ঘরে একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক
  • কলকাতা পুলিশের ট্র্যাফিকের পদস্থ আধিকারিকদের নিয়ে পুজোয় ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে বিশেষ বৈঠক
  • এরপর নিজের ঘর থেকে বেরিয়ে লালবাজারেই ট্রাফিক কন্ট্রোল রুমের কাজ ঘুরে দেখেন নগরপাল
  • এর পরে যান ওসি কন্ট্রোলের ঘরে
  • সেখান থেকে সমস্ত পদস্থ আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন লালবাজারের গোয়েন্দা বিল্ডিং
  • এরপর গাড়িতে চেপে চলে যান সিঁথি থানায়
  • সেখানেই উত্তর কলকাতার বেশ কয়েকজন ওসি ও পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক
  • সেখান থেকে বেরিয়ে আরজি করের সেমিনার হল ও ইমার্জেন্সিতে যান
  • কথা বলেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গে
  • হাসপাতালের কোথায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন বাকি, তা খতিয়ে দেখেন
  • আরজি করের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে বৈঠক
  • হাসপাতালের পুলিশ আউটপোস্টের আধিকারিকদের সঙ্গে কথা
  • টালা থানায় গিয়ে কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের প্রত্যেক ওসি-র সঙ্গে আলোচনা
  • বেলা একটায় সোজা পৌঁছে যান কাশীপুর থানায়, গোটা থানা ঘুরে দেখেন
  • নর্থ ডিভিশনের অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গে কথা
  • সেখান থেকে সোজা চলে আসেন লালবাজারে
  • দুপুরে খাওয়া-দাওয়া সেরে বিকেলে ফের বৈঠক
  • কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা

অনেকের মতে, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে পুলিশ ৷ তবে প্রথম থেকেই নগরপাল মনোজ ভার্মার তৎপরতায় এটা স্পষ্ট যে, সুরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের দিকে আর কোনও আঙুল উঠুক, এটা আর চাইছে না কলকাতা পুলিশ । তার উপরে সামনেই দুর্গা পুজো ৷ ফলে মহানগরীর নিরাপত্তায় কোনও ফাঁকফোঁকড় যাতে না-থাকে, সেজন্য বদ্ধপরিকর টিম মনোজ ভার্মা ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে আন্দোলনকারীদের চাপে মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে মনোজ ভার্মাকে ৷ বুধবার ছিল তাঁর দায়িত্ব বুঝে নেওয়ার পালা ৷ অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে করেছেন একাধিক বৈঠক ৷ সাসপেন্ড করেছেন টালা থানার প্রাক্তন ওসি-কে ৷ এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে জোরকদমে কাজ শুরু করে দিলেন নগরপাল ৷ লালবাজারে একের পর এক উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি ঘুরে দেখলেন আরজি কর হাসপাতাল, টালা থানা, সিঁথি থানা-সহ আরও বিভিন্ন এলাকা ৷

আরজি কর-কাণ্ডে মুখ পুড়েছে কলকাতা পুলিশের ৷ পদ খোয়াতে হয়েছে বিনীত গোয়েলকে ৷ এবার তাঁর উত্তরসূরী মনোজ ভার্মা শুরু থেকেই পুলিশের ভাবমূর্তি ফেরাতে তৎপর ৷ দায়িত্ব বুঝে নেওয়ার পর আজ দিনভর শহর চষে বেড়ালেন নয়া নগরপাল ৷ আজ সারাদিনে তিনি ঠিক কী কী করলেন, দেখে নেব একনজরে...

দায়িত্ব নিয়েই শহর চষে বেড়ালেন নগরপাল

  • সকাল 10টায় সিপি বাংলো থেকে সোজা লালবাজারে
  • লালবাজারে নগরপালের ঘরে একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক
  • কলকাতা পুলিশের ট্র্যাফিকের পদস্থ আধিকারিকদের নিয়ে পুজোয় ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে বিশেষ বৈঠক
  • এরপর নিজের ঘর থেকে বেরিয়ে লালবাজারেই ট্রাফিক কন্ট্রোল রুমের কাজ ঘুরে দেখেন নগরপাল
  • এর পরে যান ওসি কন্ট্রোলের ঘরে
  • সেখান থেকে সমস্ত পদস্থ আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন লালবাজারের গোয়েন্দা বিল্ডিং
  • এরপর গাড়িতে চেপে চলে যান সিঁথি থানায়
  • সেখানেই উত্তর কলকাতার বেশ কয়েকজন ওসি ও পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক
  • সেখান থেকে বেরিয়ে আরজি করের সেমিনার হল ও ইমার্জেন্সিতে যান
  • কথা বলেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গে
  • হাসপাতালের কোথায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন বাকি, তা খতিয়ে দেখেন
  • আরজি করের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে বৈঠক
  • হাসপাতালের পুলিশ আউটপোস্টের আধিকারিকদের সঙ্গে কথা
  • টালা থানায় গিয়ে কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের প্রত্যেক ওসি-র সঙ্গে আলোচনা
  • বেলা একটায় সোজা পৌঁছে যান কাশীপুর থানায়, গোটা থানা ঘুরে দেখেন
  • নর্থ ডিভিশনের অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গে কথা
  • সেখান থেকে সোজা চলে আসেন লালবাজারে
  • দুপুরে খাওয়া-দাওয়া সেরে বিকেলে ফের বৈঠক
  • কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা

অনেকের মতে, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে পুলিশ ৷ তবে প্রথম থেকেই নগরপাল মনোজ ভার্মার তৎপরতায় এটা স্পষ্ট যে, সুরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের দিকে আর কোনও আঙুল উঠুক, এটা আর চাইছে না কলকাতা পুলিশ । তার উপরে সামনেই দুর্গা পুজো ৷ ফলে মহানগরীর নিরাপত্তায় কোনও ফাঁকফোঁকড় যাতে না-থাকে, সেজন্য বদ্ধপরিকর টিম মনোজ ভার্মা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.