ETV Bharat / sitara

'শব্দ জব্দ' ওয়েবসিরিজ় নিয়ে টুইট অমিতাভের, আনন্দে বাকরুদ্ধ পরিচালক - অমিতাভ বচ্চনের খবর

মুক্তি পেয়েছে সৌরভ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ় 'শব্দ জব্দ'-র টিজা়র । সেই টিজ়ার দেখে টুইট করলেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন । টুইট দেখে আনন্দে শব্দ হারিয়েছেন সৌরভ । ETV ভারত সিতারাকে নিজের অনুভূতি জানালেন পরিচালক ।

Sourav Chakrabarty reacts on Amitabh Bachchan's tweet
Sourav Chakrabarty reacts on Amitabh Bachchan's tweet
author img

By

Published : Jan 27, 2020, 4:08 PM IST

Updated : Jan 27, 2020, 4:57 PM IST

কলকাতা : সৌরভ চক্রবর্তীর 'শব্দ জব্দ' ওয়েব সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজত কাপুর । এছাড়াও রয়েছেন পায়েল সরকার, কঙ্কনা, মুমতাজ সরকার, সুব্রত দত্তের মতো অভিনেতা-অভিনেত্রীরা । কঙ্কনা অমিতাভের পূর্ব পরিচিত..'শব্দ জব্দ'-তে অভিনয় করলেও কঙ্কনা নিজে একজন পরিচালক । ছবির সূত্রেই বিগ বি-র সঙ্গে আলাপ তাঁর । টুইটের মাধ্যমে টিম 'শব্দ জব্দ'-এর সঙ্গে কঙ্কনাকে বিশষ শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ ।

Amitabh Bachchan on Bengali web series Shabda Jabda
অমিতাভের সঙ্গে কঙ্কনা

এই টুইট প্রসঙ্গে সৌরভ বলেন, "বিষয়টা জানতে পেরে প্রথম 10-15 মিনিট বিশ্বাসই করতে পারিনি । ভেবেছিলাম বিগ বি'র ফেক অ্যাকাউন্টে কেউ পোস্ট করেছে এটা । আমি প্রথমে ভেরিফাই করতে বলি । তারপর দেখলাম, সত্যিই বিগ বি পোস্ট করেছেন । এটা আমাদের পরম প্রাপ্তি । সিরিজ়ের অভিনেত্রী কঙ্কণা ওর প্রত্যেকটা কাজই বিগ বিকে পাঠায়। এই টিজ়ারটি বেরোনোর পর ও অমিতাভ বচ্চনকে একটি মেইল করে । বিগ বি যে সেটা টুইট করবেন, আমরা কেউই বুঝতে পারিনি । আমরা তো খুবই ছোটো মানুষ, নিজেদের লড়াই লড়ছি । সেখানে দাঁড়িয়ে বিগ বি'র মতো একজন এত বড় স্টার বিষয়টা নিয়ে দু'কথা লিখেছেন, সেটা আমরা আশাই করিনি ।"

  • T 3422 - Kankana , came on as an Ef on Blog, passionate about films, studied in US, made Award winning film and now this ..
    Proud of you .. keep moving
    Poster and Teaser of her first Bengali Webseries as an actor. It’s called ‘Shobdo-Jobdo.”

    Teaser: https://t.co/dLmM4dE4ao

    — Amitabh Bachchan (@SrBachchan) January 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়েব সিরিজ়টির কনটেন্ট সম্পর্কেও দু'চার কথা শেয়ার করেন সৌরভ । তিনি বলেন, "এটা একটা সাইকোলজিকাল থ্রিলার । একজন লেখক, যারঁ লেখা কোনও বড় হাউজ় ছাপেনি । সেখান থেকে তাঁর একটি ক্ষোভের জায়গা তৈরি হয় । তবে একদিন তাঁর লেখা একটা বই বেস্ট সেলার হয় । জীবনে আমূল পরিবর্তন আসে । তবে লেখকের আরও একটি সমস্যা রয়েছে, তিনি অ্যালজ়াইমার্সের শিকার । কিন্তু সেটা সে কারো সামনে প্রকাশ করতে চায় না ।" এই সব মিলে একটা রহস্য তৈরি হয় তার মানসিক অবস্থা, তার সৃষ্টি, তার জীবনে জড়িয়ে থাকা মানুষগুলোকে নিয়ে । জট ছাড়াবে 'শব্দ জব্দ' ।

টিজ়ার নিয়ে বিগ বি-র টুইটে উচ্ছ্বসিত টিম 'শব্দ জব্দ' । কেমন ছিল সেই টিজ়ার ? দেখে নিন..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : সৌরভ চক্রবর্তীর 'শব্দ জব্দ' ওয়েব সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজত কাপুর । এছাড়াও রয়েছেন পায়েল সরকার, কঙ্কনা, মুমতাজ সরকার, সুব্রত দত্তের মতো অভিনেতা-অভিনেত্রীরা । কঙ্কনা অমিতাভের পূর্ব পরিচিত..'শব্দ জব্দ'-তে অভিনয় করলেও কঙ্কনা নিজে একজন পরিচালক । ছবির সূত্রেই বিগ বি-র সঙ্গে আলাপ তাঁর । টুইটের মাধ্যমে টিম 'শব্দ জব্দ'-এর সঙ্গে কঙ্কনাকে বিশষ শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ ।

Amitabh Bachchan on Bengali web series Shabda Jabda
অমিতাভের সঙ্গে কঙ্কনা

এই টুইট প্রসঙ্গে সৌরভ বলেন, "বিষয়টা জানতে পেরে প্রথম 10-15 মিনিট বিশ্বাসই করতে পারিনি । ভেবেছিলাম বিগ বি'র ফেক অ্যাকাউন্টে কেউ পোস্ট করেছে এটা । আমি প্রথমে ভেরিফাই করতে বলি । তারপর দেখলাম, সত্যিই বিগ বি পোস্ট করেছেন । এটা আমাদের পরম প্রাপ্তি । সিরিজ়ের অভিনেত্রী কঙ্কণা ওর প্রত্যেকটা কাজই বিগ বিকে পাঠায়। এই টিজ়ারটি বেরোনোর পর ও অমিতাভ বচ্চনকে একটি মেইল করে । বিগ বি যে সেটা টুইট করবেন, আমরা কেউই বুঝতে পারিনি । আমরা তো খুবই ছোটো মানুষ, নিজেদের লড়াই লড়ছি । সেখানে দাঁড়িয়ে বিগ বি'র মতো একজন এত বড় স্টার বিষয়টা নিয়ে দু'কথা লিখেছেন, সেটা আমরা আশাই করিনি ।"

  • T 3422 - Kankana , came on as an Ef on Blog, passionate about films, studied in US, made Award winning film and now this ..
    Proud of you .. keep moving
    Poster and Teaser of her first Bengali Webseries as an actor. It’s called ‘Shobdo-Jobdo.”

    Teaser: https://t.co/dLmM4dE4ao

    — Amitabh Bachchan (@SrBachchan) January 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়েব সিরিজ়টির কনটেন্ট সম্পর্কেও দু'চার কথা শেয়ার করেন সৌরভ । তিনি বলেন, "এটা একটা সাইকোলজিকাল থ্রিলার । একজন লেখক, যারঁ লেখা কোনও বড় হাউজ় ছাপেনি । সেখান থেকে তাঁর একটি ক্ষোভের জায়গা তৈরি হয় । তবে একদিন তাঁর লেখা একটা বই বেস্ট সেলার হয় । জীবনে আমূল পরিবর্তন আসে । তবে লেখকের আরও একটি সমস্যা রয়েছে, তিনি অ্যালজ়াইমার্সের শিকার । কিন্তু সেটা সে কারো সামনে প্রকাশ করতে চায় না ।" এই সব মিলে একটা রহস্য তৈরি হয় তার মানসিক অবস্থা, তার সৃষ্টি, তার জীবনে জড়িয়ে থাকা মানুষগুলোকে নিয়ে । জট ছাড়াবে 'শব্দ জব্দ' ।

টিজ়ার নিয়ে বিগ বি-র টুইটে উচ্ছ্বসিত টিম 'শব্দ জব্দ' । কেমন ছিল সেই টিজ়ার ? দেখে নিন..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:এখনও বিশ্বাস করতে অবাক হচ্ছে পরিচালক সৌরভ চক্রবর্তী, যে স্বয়ং অমিতাভ বচ্চন তাঁর ওয়েব সিরিজের টিজার দেখে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে বাহবা দেবেন। সৌরভ নিজেই সেই কথা আমাদের জানিয়েছেন।


Body:গতকাল ছিল প্রজাতন্ত্র দিবস। আর সেই দিনই প্রকাশ্যে আসে সৌরভ চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজ 'শব্দজব্দ'র টিজার। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন রজত কাপুর। রয়েছেন পায়েল সরকার, মুমতাজ সরকার, সুব্রত দত্ত, কঙ্কনার মতো অভিনেতা-অভিনেত্রীরাও।

SVF এন্টারটেইনমেন্টের ডিজিটাল প্লাটফর্ম হইচই আসতে চলেছে এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজের পরিচালক সৌরভ চক্রবর্তী ETV ভারত সিতারাকে জানিয়েছেন, "এটা একটা সাইকোলজিকাল থ্রিলার। একজন লেখককে নিয়ে গল্প, যিনি একসময় কল্কে পাননি। কোনও বড় ইনস্টিটিউশন তাঁর লেখা ছাপেনি। সেখান থেকে তাঁর একটি ক্ষোভের জায়গা তৈরি হয়। কলকাতা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর, আমেরিকায় চাকরি সূত্রে থাকতে শুরু করে স্ত্রীকে নিয়ে, বাচ্চাও আছে। সেখানে বসে সখের লেখালেখি করতেন। অভিমানের জায়গা থেকে ইংরেজিতেই লিখতেন। বইও ছাপিয়েছিলেন। একটি বই তার মধ্যে বেস্টসেলার হয়। এবং জীবনের রাতারাতি আমূল পরিবর্তন আসে। এই লেখকেরঅ্যালজাইমার রয়েছে। যা তিনি কারোর সামনে আসতে আনতে বিশ্বাস করেন না। কারণ তিনি মনে করেন থ্রিলার লেখকদের মাথার অবস্থা ও নায়িকাদের বয়েস কোনওটাই সামনে আনতে নেই। সেটাকে চেপে রাখতে হয়, নাহলে পাঠকদের আস্থা কমে যায়। কলকাতায় তিনি ফেরেন। কারণ পরের নভেলে হাত দিতে চান। প্রেক্ষাপট হল, এতদিন আমরা সিংহ শিকারের গল্প শুনেছি। এবার সিংহের থেকে শিকারির গল্প শুনব। আসার পর একটি মেয়ে ওঁর সামনে আসতে শুরু করে অদ্ভুতভাবে। সে বলে ভদ্রলোকের অতীত সে জানে, যা সে অ্যালজাইমারের কারণে ভুলে গেছে। এটা যে সত্যি, না সত্যি নয় সেটাই হচ্ছে গল্পের প্লট।"

ছবির কাস্ট সম্পর্কে সৌরভ বলেছেন, "এখানে রজত কাপুর লেখকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। সালোনি পাণ্ডে করেছে মেয়ের চরিত্রে অভিনয়। মুমতাজ সরকার এবং কঙ্কনা চক্রবর্তী খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। কৌশিক রায় খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। করেছেন রয়েছেন সুব্রত দত্তও।"

গতকাল টিজের বেরোনোর পর রাতের দিকে স্বয়ং অমিতাভ বচ্চন ওয়েব সিরিজের টিজার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে বাহবা জানিয়েছেন টিম 'শব্দজব্দ'কে। বিষয়টি প্রথমে বিশ্বাসই করতে পারেনি সৌরভ ও বাকিরা। সৌরভ বলেছেন, "বিষয়টা প্রথম জানতে পেরে প্রথম ১০-১৫ মিনিট বিশ্বাসই করতে পারিনি। ভেবেছিলাম বিগবি'র ফেক অ্যাকাউন্টে কেউ পোস্ট করেছে এটা। আমি প্রথমে ভেরিফাই করতে বলি। তারপর দেখলাম, সত্যিই বিগবি পোস্ট করেছেন। এটা আমাদের পরম প্রাপ্তি। সিরিজের অভিনেত্রী কঙ্কণা যেটা করে, ওর প্রত্যেকটা কাজই বিগবিকে পাঠায়। এই টিজারটি বেরোনোর পর ও অমিতাভ বচ্চনকে একটি মেইল করে। রাতেরবেলা বিগবি যে সেটা টুইট করবেন, আমরা কেউই বুঝতে পারিনি। আমরা তো খুবই ছোটো মানুষ। নিজেদের লড়াই লড়ছি। সেখানে দাঁড়িয়ে বিগবি'র মতো একজন এত বড় স্টার বিষয়টা নিয়ে দু'কথা লিখেছেন, সেটা আমরা আশাই করিনি। 'শব্দজব্দ' কোথায় কোন প্রান্তে বসে তৈরি করা, সেটা যে উনি অ্যাপ্রিশিয়েট করবেন ভাবিইনি।"




Conclusion:
Last Updated : Jan 27, 2020, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.