কলকাতা : সৌরভ চক্রবর্তীর 'শব্দ জব্দ' ওয়েব সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজত কাপুর । এছাড়াও রয়েছেন পায়েল সরকার, কঙ্কনা, মুমতাজ সরকার, সুব্রত দত্তের মতো অভিনেতা-অভিনেত্রীরা । কঙ্কনা অমিতাভের পূর্ব পরিচিত..'শব্দ জব্দ'-তে অভিনয় করলেও কঙ্কনা নিজে একজন পরিচালক । ছবির সূত্রেই বিগ বি-র সঙ্গে আলাপ তাঁর । টুইটের মাধ্যমে টিম 'শব্দ জব্দ'-এর সঙ্গে কঙ্কনাকে বিশষ শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ ।
এই টুইট প্রসঙ্গে সৌরভ বলেন, "বিষয়টা জানতে পেরে প্রথম 10-15 মিনিট বিশ্বাসই করতে পারিনি । ভেবেছিলাম বিগ বি'র ফেক অ্যাকাউন্টে কেউ পোস্ট করেছে এটা । আমি প্রথমে ভেরিফাই করতে বলি । তারপর দেখলাম, সত্যিই বিগ বি পোস্ট করেছেন । এটা আমাদের পরম প্রাপ্তি । সিরিজ়ের অভিনেত্রী কঙ্কণা ওর প্রত্যেকটা কাজই বিগ বিকে পাঠায়। এই টিজ়ারটি বেরোনোর পর ও অমিতাভ বচ্চনকে একটি মেইল করে । বিগ বি যে সেটা টুইট করবেন, আমরা কেউই বুঝতে পারিনি । আমরা তো খুবই ছোটো মানুষ, নিজেদের লড়াই লড়ছি । সেখানে দাঁড়িয়ে বিগ বি'র মতো একজন এত বড় স্টার বিষয়টা নিয়ে দু'কথা লিখেছেন, সেটা আমরা আশাই করিনি ।"
-
T 3422 - Kankana , came on as an Ef on Blog, passionate about films, studied in US, made Award winning film and now this ..
— Amitabh Bachchan (@SrBachchan) January 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Proud of you .. keep moving
Poster and Teaser of her first Bengali Webseries as an actor. It’s called ‘Shobdo-Jobdo.”
Teaser: https://t.co/dLmM4dE4ao
">T 3422 - Kankana , came on as an Ef on Blog, passionate about films, studied in US, made Award winning film and now this ..
— Amitabh Bachchan (@SrBachchan) January 26, 2020
Proud of you .. keep moving
Poster and Teaser of her first Bengali Webseries as an actor. It’s called ‘Shobdo-Jobdo.”
Teaser: https://t.co/dLmM4dE4aoT 3422 - Kankana , came on as an Ef on Blog, passionate about films, studied in US, made Award winning film and now this ..
— Amitabh Bachchan (@SrBachchan) January 26, 2020
Proud of you .. keep moving
Poster and Teaser of her first Bengali Webseries as an actor. It’s called ‘Shobdo-Jobdo.”
Teaser: https://t.co/dLmM4dE4ao
ওয়েব সিরিজ়টির কনটেন্ট সম্পর্কেও দু'চার কথা শেয়ার করেন সৌরভ । তিনি বলেন, "এটা একটা সাইকোলজিকাল থ্রিলার । একজন লেখক, যারঁ লেখা কোনও বড় হাউজ় ছাপেনি । সেখান থেকে তাঁর একটি ক্ষোভের জায়গা তৈরি হয় । তবে একদিন তাঁর লেখা একটা বই বেস্ট সেলার হয় । জীবনে আমূল পরিবর্তন আসে । তবে লেখকের আরও একটি সমস্যা রয়েছে, তিনি অ্যালজ়াইমার্সের শিকার । কিন্তু সেটা সে কারো সামনে প্রকাশ করতে চায় না ।" এই সব মিলে একটা রহস্য তৈরি হয় তার মানসিক অবস্থা, তার সৃষ্টি, তার জীবনে জড়িয়ে থাকা মানুষগুলোকে নিয়ে । জট ছাড়াবে 'শব্দ জব্দ' ।
টিজ়ার নিয়ে বিগ বি-র টুইটে উচ্ছ্বসিত টিম 'শব্দ জব্দ' । কেমন ছিল সেই টিজ়ার ? দেখে নিন..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">