ETV Bharat / sitara

হাসপাতালে ভরতি মাধবী মুখার্জির স্বামী ও অভিনেতা নির্মল কুমার

author img

By

Published : Apr 17, 2020, 9:29 PM IST

Updated : Apr 17, 2020, 10:18 PM IST

অসুস্থ মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মল কুমার । 4-5 দিন আগে তাঁকে ভরতি করা হয় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ।

madhobi mukherjee husband
madhobi mukherjee husband

কলকাতা : একে কোরোনার ত্রাস, তায় আবার লকডাউন । তবে খোলা স্বাস্থ্য পরিষেবা, এই যা রক্ষে ! এই পরিস্থিতিতে মাধবী মুখোপাধ্যায়ের স্বামী অভিনেতা নির্মল কুমারকে ভরতি করা হল ঢাকুরিয়া অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে । এই মুহূর্তে চিকিৎসাধীন নির্মলবাবু । বয়স হয়েছে 91 বছর । কী হয়েছে তাঁর? কেমন আছেন তিনি? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

আমরা যোগাযোগ করি মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে । তিনি বলেন, "নির্মলকে 4-5 দিন আগে ভরতি করা হয়েছে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে । জ্ঞান হারিয়ে ফেলেছিল ।" ফোনের ওপার থেকে ভেসে এল তাঁর উৎকণ্ঠা ভরা কণ্ঠস্বর, "আমার ভীষণ নার্ভাস লাগছে । এই পরিস্থিতিতে এমন এক অবস্থা । এতগুলো টাকার ধাক্কা ।"

কী হয়েছে নির্মলবাবুর ? জানালেন মাধবী । বললেন, "জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কয়েকদিন আগে । পেসমেকার বসানো হয়েছিল । তবে চিকিৎসকরা বলছেন, পেসমেকারটা ঠিকমতো বসানো হয়নি, তাই আবার বসাতে হবে । কত টাকার ধাক্কা আবার ।"

স্বামীকে হাসপাতালে একবার দেখতেও যেতে পারেননি মাধবী । কারণ তাঁর হাই ব্লাড সুগার । তাই খুব সহজে কোরোনার সংক্রমণ হতে পারে শরীরে। বললেন, "আমি একবারও হাসপাতালে যেতে পারিনি । হাসপাতাল থেকে আমাকে যেতে না করা হয়েছে, কারণ আমার হাই ব্লাড সুগার, তার উপর বয়স হয়েছে । যা করার আমার মেয়ে আর জামাই করছে ।"

নির্মলবাবুর দ্রুত আরোগ্য কামনা করে ETV ভারত সিতারা ।

কলকাতা : একে কোরোনার ত্রাস, তায় আবার লকডাউন । তবে খোলা স্বাস্থ্য পরিষেবা, এই যা রক্ষে ! এই পরিস্থিতিতে মাধবী মুখোপাধ্যায়ের স্বামী অভিনেতা নির্মল কুমারকে ভরতি করা হল ঢাকুরিয়া অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে । এই মুহূর্তে চিকিৎসাধীন নির্মলবাবু । বয়স হয়েছে 91 বছর । কী হয়েছে তাঁর? কেমন আছেন তিনি? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

আমরা যোগাযোগ করি মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে । তিনি বলেন, "নির্মলকে 4-5 দিন আগে ভরতি করা হয়েছে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে । জ্ঞান হারিয়ে ফেলেছিল ।" ফোনের ওপার থেকে ভেসে এল তাঁর উৎকণ্ঠা ভরা কণ্ঠস্বর, "আমার ভীষণ নার্ভাস লাগছে । এই পরিস্থিতিতে এমন এক অবস্থা । এতগুলো টাকার ধাক্কা ।"

কী হয়েছে নির্মলবাবুর ? জানালেন মাধবী । বললেন, "জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কয়েকদিন আগে । পেসমেকার বসানো হয়েছিল । তবে চিকিৎসকরা বলছেন, পেসমেকারটা ঠিকমতো বসানো হয়নি, তাই আবার বসাতে হবে । কত টাকার ধাক্কা আবার ।"

স্বামীকে হাসপাতালে একবার দেখতেও যেতে পারেননি মাধবী । কারণ তাঁর হাই ব্লাড সুগার । তাই খুব সহজে কোরোনার সংক্রমণ হতে পারে শরীরে। বললেন, "আমি একবারও হাসপাতালে যেতে পারিনি । হাসপাতাল থেকে আমাকে যেতে না করা হয়েছে, কারণ আমার হাই ব্লাড সুগার, তার উপর বয়স হয়েছে । যা করার আমার মেয়ে আর জামাই করছে ।"

নির্মলবাবুর দ্রুত আরোগ্য কামনা করে ETV ভারত সিতারা ।

Last Updated : Apr 17, 2020, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.