ETV Bharat / sitara

পথদুর্ঘটনার শিকার অঙ্কুশ, চরম অসহযোগিতা পুলিশের

author img

By

Published : Jan 30, 2020, 3:38 PM IST

উলুবেরিয়া এক্সপ্রেসওয়েতে এক পথদুর্ঘটনার শিকার অঙ্কুশ হাজরা । SUV গাড়ি ছিল বলে প্রাণে বেঁচেছেন তিনি, নয়তো আরও অনেক বড় ক্ষতি হতে পারত । দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে ETV ভারত সিতারার কাছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ অভিনেতার ।

Ankush Hajra road accident
Ankush Hajra road accident

কলকাতা : সরস্বতী পুজোর আগের দিন রাত সাড়ে 12 টা নাগাদ উলুবেরিয়া এক্সপ্রেসওয়েতে এক পথ দুর্ঘটনার মধ্যে পড়েন অঙ্কুশ । তাঁর গাড়িকে ধাক্কা মারে এক লরি । লরি চালাচ্ছিল এক মদ্যপ চালক । অঙ্কুশের সরাসরি কোনও ক্ষতি না হলেও তাঁর গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় । ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন অঙ্কুশ ।

Ankush Hajra road accident
.

তিনি বলেন, "হাইওয়েতে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে । একটি লরি আমার গাড়িকে ধাক্কা মারে । লরিটি চালাচ্ছিল এক মদ্যপ চালক । ওভারটেক করার জন্য সে আমাকে প্রথমে জায়গা ছেড়ে দেয় । তবে আমি ওভারটেক করার আগেই ওই লেনে ফিরে আসে । চালক ড্রাঙ্ক ছিল । অনেকক্ষণ ধরে উল্টোপাল্টাভাবে লরি চালাচ্ছিল । তবে আমি আহত হইনি, কারণ ভারি SUV গাড়ির মধ্যে ছিলাম । তবে গাড়িটার আর কিছু নেই ।"

পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন অঙ্কুশ । বলেন, "গাড়িটা লরির মধ্যে ঠেসে গেছিল একেবারে । সিকিওরিটি গার্ডরা আমায় অন্য গাড়িতে নিয়ে রওনা দেয় । ওরা ছবি তুলে নিয়েছিল আর পরের দিন অভিযোগ দায়ের করতে যায় । উলুবেরিয়া থানা থেকে অভিযোগ নিতে অস্বীকার করা হয় । জানতে চাওয়া হয় দুর্ঘটনা যে ঘটেছে তার কী প্রমাণ আছে ? আদৌ এই ঘটনা উলুবেরিয়া থানার আওতায় পড়ে কিনা প্রশ্ন করে । আমি আগেও দেখেছি, কোনও অ্যাক্সিডেন্ট কেস হলে ওরা দায় এড়িয়ে যায় । এক থানা থেকে অন্য থানায় ঘোরাতে থাকে । এই ক্ষেত্রেও ওরা জেনারেল ডায়রি নেয়নি । মনে হচ্ছিল সব আমার দায়িত্ব ।"

Ankush Hajra road accident
.

অ্যাক্সিডেন্টের সময়ে যে পুলিশ এসেছিল, তাকে নিয়েও সমস্যা রয়েছে অঙ্কুশের । তিনি বললেন, "সে আদৌ পুলিশ কিনা সন্দেহ । টর্চ নিয়ে ক্যাবলার মতো দাঁড়িয়ে ছিল । আমার সিকিওরিটি গার্ডরাই যা করার করেছিল ।"

এর আগে অঙ্কুশের গার্লফ্রেন্ড ঐন্দ্রিলার সঙ্গেও একইভাবে অসহযোগিতা করেছিল পুলিশ, জানালেন অঙ্কুশ । ঐন্দ্রিলাকে কয়েকজন গুণ্ডার মতো দেখতে লোক হ্যারাস করে, পিছু নেয় । অভিযোগ জানাতে গেলে পুলিশ সেভাবে সহযোগিতাই করেনি, বললেন অভিনেতা । এটাও বললেন যে, সাধারণ মানুষকে কত বেশি করে পুলিশের অসহযোগিতার মুখোমুখি হতে হয় সেটা জানতে মুখ ঢেকে গেছিলেন ঐন্দ্রিলা,যাতে পুলিশ তাঁকে চিনতে না পারে । রেজ়াল্টও পেয়েছেন হাতে নাতে ।

কলকাতা : সরস্বতী পুজোর আগের দিন রাত সাড়ে 12 টা নাগাদ উলুবেরিয়া এক্সপ্রেসওয়েতে এক পথ দুর্ঘটনার মধ্যে পড়েন অঙ্কুশ । তাঁর গাড়িকে ধাক্কা মারে এক লরি । লরি চালাচ্ছিল এক মদ্যপ চালক । অঙ্কুশের সরাসরি কোনও ক্ষতি না হলেও তাঁর গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় । ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন অঙ্কুশ ।

Ankush Hajra road accident
.

তিনি বলেন, "হাইওয়েতে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে । একটি লরি আমার গাড়িকে ধাক্কা মারে । লরিটি চালাচ্ছিল এক মদ্যপ চালক । ওভারটেক করার জন্য সে আমাকে প্রথমে জায়গা ছেড়ে দেয় । তবে আমি ওভারটেক করার আগেই ওই লেনে ফিরে আসে । চালক ড্রাঙ্ক ছিল । অনেকক্ষণ ধরে উল্টোপাল্টাভাবে লরি চালাচ্ছিল । তবে আমি আহত হইনি, কারণ ভারি SUV গাড়ির মধ্যে ছিলাম । তবে গাড়িটার আর কিছু নেই ।"

পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন অঙ্কুশ । বলেন, "গাড়িটা লরির মধ্যে ঠেসে গেছিল একেবারে । সিকিওরিটি গার্ডরা আমায় অন্য গাড়িতে নিয়ে রওনা দেয় । ওরা ছবি তুলে নিয়েছিল আর পরের দিন অভিযোগ দায়ের করতে যায় । উলুবেরিয়া থানা থেকে অভিযোগ নিতে অস্বীকার করা হয় । জানতে চাওয়া হয় দুর্ঘটনা যে ঘটেছে তার কী প্রমাণ আছে ? আদৌ এই ঘটনা উলুবেরিয়া থানার আওতায় পড়ে কিনা প্রশ্ন করে । আমি আগেও দেখেছি, কোনও অ্যাক্সিডেন্ট কেস হলে ওরা দায় এড়িয়ে যায় । এক থানা থেকে অন্য থানায় ঘোরাতে থাকে । এই ক্ষেত্রেও ওরা জেনারেল ডায়রি নেয়নি । মনে হচ্ছিল সব আমার দায়িত্ব ।"

Ankush Hajra road accident
.

অ্যাক্সিডেন্টের সময়ে যে পুলিশ এসেছিল, তাকে নিয়েও সমস্যা রয়েছে অঙ্কুশের । তিনি বললেন, "সে আদৌ পুলিশ কিনা সন্দেহ । টর্চ নিয়ে ক্যাবলার মতো দাঁড়িয়ে ছিল । আমার সিকিওরিটি গার্ডরাই যা করার করেছিল ।"

এর আগে অঙ্কুশের গার্লফ্রেন্ড ঐন্দ্রিলার সঙ্গেও একইভাবে অসহযোগিতা করেছিল পুলিশ, জানালেন অঙ্কুশ । ঐন্দ্রিলাকে কয়েকজন গুণ্ডার মতো দেখতে লোক হ্যারাস করে, পিছু নেয় । অভিযোগ জানাতে গেলে পুলিশ সেভাবে সহযোগিতাই করেনি, বললেন অভিনেতা । এটাও বললেন যে, সাধারণ মানুষকে কত বেশি করে পুলিশের অসহযোগিতার মুখোমুখি হতে হয় সেটা জানতে মুখ ঢেকে গেছিলেন ঐন্দ্রিলা,যাতে পুলিশ তাঁকে চিনতে না পারে । রেজ়াল্টও পেয়েছেন হাতে নাতে ।

Intro:কিছুদিন আগের ঘটনা। অভিনেত্রী শাবানা আজমির ভয়াবহ গাড়ি দুর্ঘটনা স্তব্ধ করেছিল গোটা দেশকে। গুরুতর আহত হলেও, প্রাণে বেঁচেছেন তিনি। এবার জাতীয় সড়কে পথদুর্ঘটনার মরণফাঁদে পড়লেন অভিনেতা অঙ্কুশ হাজরাও। দামি SUV গাড়িতে ছিলেন বলে, প্রাণে বেঁচেছেন তিনি। নয়তো অনেক বড় ক্ষতি হতে পারত তাঁরও। যদিও তাঁর শখের সাদা রঙের SUVটি রক্ষা পায়নি একেবারে। বড় একটি ট্রাকের ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় পুলিশি গাফিলতি ও অতৎপরতা স্তম্ভিত করেছে অভিনেতাকে। দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ETV ভারত সিতারার কাছে।


Body:সরস্বতী পুজোর আগের দিন রাত ১২:৩০টায় উলুবেরিয়া এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে বলে জানান অঙ্কুশ। বললেন, "হাইওয়েতে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি লরি আমার গাড়িকে ধাক্কা মারে। লরিটি চালাচ্ছিল এক মদ্যপ চালক। ওভারটেক করার জন্য সে আমাকে জায়গা ছেড়ে দেয়। তারপর পুরো গাড়িতে আমাকে পেরোতেও দিল না, ওই লেনেই ফিরে আসে। চালক ড্রাংক ছিল। অনেকক্ষণ ধরে উল্টোপাল্টাভাবে লরি চালাচ্ছিল। তবে আমি আহত হয়নি, কারণ ভারী SUV গাড়ির মধ্যে ছিলাম। গাড়িটার আর কিছু নেই। ওটাকে ইন্সিওরেন্সের দেওয়া হয়েছে। প্রচুর ক্ষতি হয়েছে।"

পুলিশের অতৎপরতা নিয়ে বললেন অঙ্কুশ, "গাড়িটা লরির মধ্যে ঠেসে গিয়েছিল। আমাকে সিকিউরিটি গার্ডরা অন্য গাড়ি করে রওনা দিয়ে দিয়েছিল। ওরা ছবি তুলে নিয়ে গিয়েছিল। আমার টিম পরের দিন অ্যাক্সিডেন্ট নিয়ে কমপ্লেন করতে গিয়েছিল। উলুবেড়িয়া থানা থেকে অস্বীকার করেছে। জানতে চেয়েছে, দুর্ঘটনা যে হয়েছে তার কী প্রমাণ আছে? ওদের বক্তব্য ছিল, সেটা কি আদৌ উলুবেড়িয়া থানার আয়ত্তে পরে? আমি আগেও দেখেছি, কোনও হ্যারাসমেন্ট কেস হলে, ওরে দায় এড়িয়ে যায়। থানা থেকে থানা ঘোরাতে থাকে। একবার ঐন্দ্রিলার সঙ্গেও একটা ঘটনা ঘটেছিল, দু'জন গুন্ডার মতো লোক ওর পিছু নিয়েছিল। পুলিশের গাড়ি দেখে মুখ ঢেকে ও বলতে গিয়েছিল। মুখ ঢেকে ছিল এই কারণে দেখতে যে সাধারণ মানুষের সঙ্গে কী কী হতে পারে। সেবার ও পুলিশ অতৎপরতা দেখিয়েছিল। বলেছিল কিছু হবে না। পুলিশের এই গাছাড়া হাবভাব খুব শকিং। এক্সিডেন্ট হলেও ওরা এড়িয়ে যায়। এই ক্ষেত্রে কোনও জেনারেল ডায়েরি নেয়নি। দেখে মনে হচ্ছে সবই আমাদের দায়িত্ব। অ্যাক্সিডেন্টের সময় যে পুলিশের গাড়ি এসেছিল, সেটা আদৌ পুলিশ, নাকি পুলিশের পোশাকে অন্য কেউ, ভগবানই জানেন। গাড়ি থেকে নেমে হাতে একটা টর্চ নিয়ে ক্যাবলার মতো দাঁড়িয়ে ছিল। আর আমাদের সিকিউরিটি গার্ডরাই যা করার করেছিল।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.