ETV Bharat / sitara

মা-কে প্রণাম করে জীবনের প্রথম একক অনুষ্ঠানে ইমন - Iman

জীবনের প্রথম একক শো। কারো আমন্ত্রণে সাড়া দিয়ে নয়, একান্তই ব্যক্তিগত উদ্যোগে। কলকাতা শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী মঞ্চ রবীন্দ্র সদনে একগুচ্ছ বাংলা গান গেয়ে শোনালেন গায়িকা ইমন চক্রবর্তী। হাউজ়ফুল গোটা প্রেক্ষাগৃহ। বাংলা গানের আবেদনে এখনও যে হল হাউজ়ফুল হতে পারে, তা নিজ মুখে স্বীকার করলেন অনেকেই। ইমনের আমন্ত্রণে সেখানে হাজির ছিল ETV ভারত সিতারাও।

ইমন চক্রবর্তী
author img

By

Published : Jul 26, 2019, 2:59 PM IST

কলকাতা : রবীন্দ্র সদনে ঢোকার পরই ইমনকে পাওয়া গেল গ্রিনরুমে। হালকা অফ হোয়াইট শাড়িতে সাবেকি সাজে তখন সবে সেজে উঠেছেন গায়িকা। কানে সোনালি দুল পরতে পরতে একগাল হেসে বললেন, "খুব খুশি হয়েছি আপনারা এসেছেন। আমার এখন খুব এক্সাইটিং লাগছে। এটা কলকাতায় আমার প্রথম সোলো, একক অনুষ্ঠান। এবং কোনও কল শো নয়। নিজেরই আয়োজন করা অনুষ্ঠান। আমার খুবই ভালো লাগছে।

তিনি আরও বলেন, "আজ অডিটোরিয়ামে যে ক'জন দর্শক থাকবেন, তাঁদের প্রাণভরে নিবেদন দেওয়ার জন্য আমি প্রস্তুত। রবীন্দ্রনাথের গান গাইছি, লোকগান গাইছি এবং তার সঙ্গে বিভিন্ন ধারার গান, আমার নিজের গান, পুরনো দিনের বাংলা গানও গাইছি।"

ইমন চক্রবর্তী
ইমন
তাহলে কি এরপর থেকে অহরহ আপনার একক অনুষ্ঠান পাবেন শ্রোতারা? প্রশ্ন করায় ইমন বলেন, "এটা আগে উতরে নিই! আরও একক অনুষ্ঠান করব। সোলো অনুষ্ঠান করা খুব কঠিন। আমি ভীষণ নার্ভাস আছি। দেখা যাক কী হয়।"
ইমন চক্রবর্তী
অনুষ্ঠানে উপস্থিত তারকারা...

ততক্ষণে সময় হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অনুষ্ঠান। ওদিকে ক্রমে ভরতি হতে শুরু করেছে রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহ। নগরবাসীর পাশাপাশি, উপস্থিত হতে শুরু করেছেন ইমনের কাছের মানুষরাও। একে একে উপস্থিত হলেন গায়ক এবং সংগীত পরিচালক অনুপম রায়, গায়িকা লগ্নজিতা, নৃত্যশিল্পী এবং সমাজ সেবিকা অলোকানন্দা রায়, গায়ক এবং সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট, প্রমুখ। উপস্থিত ছিলেন ইমনের গানের শিক্ষাগুরুরা এবং পরিবারের নিকট আত্মীয়রাও।


অনুষ্ঠানের মুহূর্ত তোলা রইল ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো

কলকাতা : রবীন্দ্র সদনে ঢোকার পরই ইমনকে পাওয়া গেল গ্রিনরুমে। হালকা অফ হোয়াইট শাড়িতে সাবেকি সাজে তখন সবে সেজে উঠেছেন গায়িকা। কানে সোনালি দুল পরতে পরতে একগাল হেসে বললেন, "খুব খুশি হয়েছি আপনারা এসেছেন। আমার এখন খুব এক্সাইটিং লাগছে। এটা কলকাতায় আমার প্রথম সোলো, একক অনুষ্ঠান। এবং কোনও কল শো নয়। নিজেরই আয়োজন করা অনুষ্ঠান। আমার খুবই ভালো লাগছে।

তিনি আরও বলেন, "আজ অডিটোরিয়ামে যে ক'জন দর্শক থাকবেন, তাঁদের প্রাণভরে নিবেদন দেওয়ার জন্য আমি প্রস্তুত। রবীন্দ্রনাথের গান গাইছি, লোকগান গাইছি এবং তার সঙ্গে বিভিন্ন ধারার গান, আমার নিজের গান, পুরনো দিনের বাংলা গানও গাইছি।"

ইমন চক্রবর্তী
ইমন
তাহলে কি এরপর থেকে অহরহ আপনার একক অনুষ্ঠান পাবেন শ্রোতারা? প্রশ্ন করায় ইমন বলেন, "এটা আগে উতরে নিই! আরও একক অনুষ্ঠান করব। সোলো অনুষ্ঠান করা খুব কঠিন। আমি ভীষণ নার্ভাস আছি। দেখা যাক কী হয়।"
ইমন চক্রবর্তী
অনুষ্ঠানে উপস্থিত তারকারা...

ততক্ষণে সময় হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অনুষ্ঠান। ওদিকে ক্রমে ভরতি হতে শুরু করেছে রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহ। নগরবাসীর পাশাপাশি, উপস্থিত হতে শুরু করেছেন ইমনের কাছের মানুষরাও। একে একে উপস্থিত হলেন গায়ক এবং সংগীত পরিচালক অনুপম রায়, গায়িকা লগ্নজিতা, নৃত্যশিল্পী এবং সমাজ সেবিকা অলোকানন্দা রায়, গায়ক এবং সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট, প্রমুখ। উপস্থিত ছিলেন ইমনের গানের শিক্ষাগুরুরা এবং পরিবারের নিকট আত্মীয়রাও।


অনুষ্ঠানের মুহূর্ত তোলা রইল ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো
Intro:জীবনের প্রথম একক শো। কারোর আমন্ত্রণে সাড়া দিয়ে নয়। কলকাতা শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী মঞ্চ রবীন্দ্র সদনে একগুচ্ছ বাংলা গান গেয়ে শোনালেন গায়িকা ইমন চক্রবর্তী। গোটা প্রেক্ষাগৃহ তখন হাউসফুল। বাংলা গানের আমন্ত্রণে এখনও যে হল হাউসফুল হতে পারে, তা নিজ মুখে স্বীকার করলেন অনেকেই। ইমনের আমন্ত্রণে সেখানে হাজির ছিল ETV ভারত সিতারাও।


Body:রবীন্দ্র সদনে পৌঁছানোর পরই ইমনকে পাওয়া গেল গ্রিনরুমে। হালকা অফ হোয়াইট শাড়িতে সাবেকি সাজে তখন সবে সেজে উঠেছেন গায়িকা। কানে সোনালি দুল পরতে পরতে একগাল হেসে বললেন, "খুব খুশি হয়েছি আপনারা এসেছেন। আমার এখন খুব এক্সাইটিং লাগছে। এটা কলকাতায় আমার প্রথম সোলো, একক অনুষ্ঠান। এবং কোনও কল শো নয়। নিজেরই আয়োজন করা অনুষ্ঠান। আমার খুবই ভালো লাগছে। আজ অডিটোরিয়ামে যে ক'জন দর্শক থাকবেন, তাঁদের প্রাণভরে নিবেদন দেওয়ার জন্য আমি প্রস্তুত। রবীন্দ্রনাথের গান গাইছি, লোকগান গাইছি এবং তার সঙ্গে বিভিন্ন ধারার গান, আমার নিজের গান, পুরনো দিনের বাংলা গানও গাইছি।"

তাহলে কি এরপর থেকে অহরহ আপনার একক অনুষ্ঠান পাবেন শ্রোতারা? প্রশ্ন করায় ইমন বলেন, "এটা আগে উতরে নিই! আরও একক অনুষ্ঠান করব। সোলো অনুষ্ঠান করা খুব কঠিন। আমি ভীষণ নার্ভাস আছি। দেখা যাক কী হয়।"

ততক্ষণে সময় হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অনুষ্ঠান। ওদিকে ক্রমে ভর্তি হতে শুরু করেছে রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহ। নগরবাসীর পাশাপাশি, উপস্থিত হতে শুরু করেছেন ইমনের কাছের মানুষরাও। ইমনের প্রথম একক অনুষ্ঠানে বলে কথা আর তাঁরা থাকবেন না, তাও কি হয়?

একে একে উপস্থিত হলেন গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়, গায়িকা লগ্নজিতা, নৃত্যশিল্পী এবং সমাজ সেবিকা অলকনন্দা রায়, গায়ক এবং সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট, প্রমূখ। উপস্থিত ছিলেন ইমনের গানের শিক্ষাগুরুরা এবং পরিবারের নিকট আত্মীয়রাও।





Conclusion:গানের ছন্দে ভরে উঠল একটা সন্ধ্যা। এদিন মানুষ যেভাবে রবীন্দ্র সদনে ইমনের গান শোনার জন্য প্রেক্ষাগৃহ ভরিয়েছিলেন, তাতে স্পষ্টই বোঝা যায়, ইমন সঙ্গীতশিল্পী হিসেবে পাকাপাকি জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.