ETV Bharat / sitara

অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের 10 বছর, স্মরণীয় করে রাখবে 'ম্যাজিক' - ankush and oindrila movie

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেম দিবসকে আরও স্মরণীয় করে রাখতে 12 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁদের আপকামিং ছবি 'ম্যাজিক'। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানান তাঁরা ।

author img

By

Published : Jan 12, 2021, 7:33 PM IST

কলকাতা : সালটা ছিল 2011 । দিনটা 12 ফেব্রুয়ারি । ওইদিনই অঙ্কুশ হাজরার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ঐন্দ্রিলা সেন । টানা 10 বছর সম্পর্কে রয়েছেন তাঁরা । আর তাঁদের আপকামিং ছবি 'ম্যাজিক'-এর মাধ্যমে এবার এই দিনটাকে আরও স্মরণীয় করে রাখতে চলেছেন এই তারকা জুটি । কারণ চলতি বছরের ওইদিনই মুক্তি পাবে 'ম্যাজিক'।

বহু বছর ধরে সম্পর্কে থাকলেও একসঙ্গে কোনওদিন স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে । 'ম্যাজিক'-এ প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা । আর সেই কারণে এই ছবিকে আরও স্মরণীয় করে রাখতে চান এই তারকা জুটি । তাই ছবি মুক্তির জন্য তাঁরা বেছে নিয়েছেন 12 ফেব্রুয়ারি দিনটিকে ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কুশ । সেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকেও । আর সেই ভিডিয়োর মধ্যে দিয়েই নিজেদের প্রেম জীবনের কথা তুলে ধরেন তাঁরা ।

ছবিতে ম্যাজিশিয়নের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে । তাঁর চরিত্রের নাম ইন্দ্রজিৎ । পুরোপুরি ভিন্ন অবতারে দেখা যাবে তাঁকে । আর কৃতীর চরিত্রে অভিনয় করবেন ঐন্দ্রিলা ।

সিনেমার গল্প ইন্দ্রজিৎ ও কৃতী নামে দুটি চরিত্রকে কেন্দ্র । জুনিয়র ডিজ়াইনার ইন্দ্রজিতের কথায় মুগ্ধ হয়ে যায় তারই সিনিয়র কৃতী । সে নিজেও একজন ডিজ়াইনার । আর এভাবেই তাদের মধ্যে পরিচয় থেকে ক্রমশ ঘনিষ্ঠতা তৈরি হয় । ইন্দ্র ম্যাজিক দেখাতে পারে । রাস্তাঘাটে, মঞ্চে যেখানে খুশি ম্যাজিক দেখিয়ে দর্শকদের মন জয় করে নিতে পারে সে । কিন্তু, ছবির গল্প শুধুমাত্র ম্যাজিককে কেন্দ্র করেই নয় । সেখানে রয়েছে একাধিক রহস্য । গল্প যত এগোয় তত ঘনীভূত হয় রহস্য । ট্রেলারেও সেই রহস্যের একটা আন্দাজ পাওয়া গিয়েছে । কয়েকদিন আগেই মুক্তি পায় ট্রেলার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ছবিতে অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করেছেন দেবশংকর হালদার । আর মায়ের চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী । পিয়ান সরকার ও পায়েল সরকারকেও দেখা যাবে এই ছবিতে । ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.