ETV Bharat / sitara

Srijit Mukherjee New Film : লীনার গুনগুন এবার সৃজিতের লক্ষ্মীপ্রিয়া, পরমব্রতর সঙ্গে জুটি বাঁধছেন তৃণা - srijit mukherjee is coming with his new film lawho gouranger naam re

রানা সরকারের প্রযোজনায় এবার আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসন্ন বাংলা ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। তৃণা সাহার সঙ্গে জুটি বাঁধবেন পরমব্রত (Parambrata Chatterjee and Trina Saha Pairing up for Lawho Gouranger Naam Re )।

Srijit Mukherjee New Film
লীনার গুনগুন এবার সৃজিতের লক্ষ্মীপ্রিয়া, পরমব্রতর সঙ্গে জুটি বাঁধছেন তৃণা
author img

By

Published : Mar 31, 2022, 10:11 AM IST

কলকাতা, 31 মার্চ : দিনকয়েক আগেই জানা গিয়েছে অরিন্দম শীলের 'ইস্কাবনের বিবি' ছবিতে অভিনয় করছেন তৃণা সাহা । আর এবার জানা গেল সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন বাংলা ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি (Parambrata Chatterjee and Trina Saha Pairing up for Lawho Gouranger Naam Re )। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রানা সরকার ৷ লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন তিনি ।

ছোটপর্দার বহুল পরিচিত মুখ তৃণা । ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে । আর তাঁর স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তৃণা । চৈতন্য অন্তর্ধান রহস্যের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি ।প্রসঙ্গত, এর আগে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের । পরে তাঁকে দেওয়া হয় নটী বিনোদিনীর চরিত্র । সূত্রের খবর, জুন মাস থেকেই শুরু হবে ছবির শ্যুট । তবে, তার আগে ‘ইস্কাবনের বিবি’র কাজ শেষ করবেন তৃণা । উল্লেখ্য, এককালে তৃণা ছিলেন সৃজিতের 'জুলফিকর' ছবির সহ-পরিচালক ।

আরও পড়ুন : কান্নাকাটি করেও মিলল না ফ্লাইটে ওঠার অনুমতি, ঋতুপর্ণার অভিযোগে কী বলল এয়ারলাইন্স সংস্থা

সৃজিতের ছবিতে পরমব্রতর বিপরীতে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি তৃণা । আবার তৃণাকে নিয়ে ভীষণ আশাবাদী সৃজিত ৷ তৃণা লক্ষ্মীপ্রিয়া চরিত্রটিকে ভালভাবে ফুটিয়ে তুলবেন বলেই আশাবাদী তিনি । এই ছবিতে তৃণা, পরমব্রত, প্রিয়াঙ্কা ছাড়াও গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য বসু । ইতিহাস এবং বর্তমান দুইই উঠে আসবে গল্পে । আর বর্তমান সময়ের তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার এবং পাওলি দামকে ।

কলকাতা, 31 মার্চ : দিনকয়েক আগেই জানা গিয়েছে অরিন্দম শীলের 'ইস্কাবনের বিবি' ছবিতে অভিনয় করছেন তৃণা সাহা । আর এবার জানা গেল সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন বাংলা ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি (Parambrata Chatterjee and Trina Saha Pairing up for Lawho Gouranger Naam Re )। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রানা সরকার ৷ লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন তিনি ।

ছোটপর্দার বহুল পরিচিত মুখ তৃণা । ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে । আর তাঁর স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তৃণা । চৈতন্য অন্তর্ধান রহস্যের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি ।প্রসঙ্গত, এর আগে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের । পরে তাঁকে দেওয়া হয় নটী বিনোদিনীর চরিত্র । সূত্রের খবর, জুন মাস থেকেই শুরু হবে ছবির শ্যুট । তবে, তার আগে ‘ইস্কাবনের বিবি’র কাজ শেষ করবেন তৃণা । উল্লেখ্য, এককালে তৃণা ছিলেন সৃজিতের 'জুলফিকর' ছবির সহ-পরিচালক ।

আরও পড়ুন : কান্নাকাটি করেও মিলল না ফ্লাইটে ওঠার অনুমতি, ঋতুপর্ণার অভিযোগে কী বলল এয়ারলাইন্স সংস্থা

সৃজিতের ছবিতে পরমব্রতর বিপরীতে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি তৃণা । আবার তৃণাকে নিয়ে ভীষণ আশাবাদী সৃজিত ৷ তৃণা লক্ষ্মীপ্রিয়া চরিত্রটিকে ভালভাবে ফুটিয়ে তুলবেন বলেই আশাবাদী তিনি । এই ছবিতে তৃণা, পরমব্রত, প্রিয়াঙ্কা ছাড়াও গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য বসু । ইতিহাস এবং বর্তমান দুইই উঠে আসবে গল্পে । আর বর্তমান সময়ের তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার এবং পাওলি দামকে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.