হায়দরাবাদ, 30 মার্চ : নিজের বোল্ড লুকের জন্য অনুরাগী মহলে জনপ্রিয় লিসা হেডন ৷ তাঁর চলচ্চিত্র অভিনয়ের থকেও বেশি লোকে তাঁকে এই কারণে চেনে বললেই বোধহয় ঠিক বলা হয় ৷ সোশ্যাল মিডিয়াতেও তিনি বরাবর ভীষণ অ্যাকটিভ ৷ উইক এন্ডে তাঁর কোনও না হট ফটোশ্যুট নিয়ম করে সামনে আসবেই ৷
বর্তমানে তিনি ছুটি কাটাচ্ছেন হংকংয়ে ৷ সেখান থেকেও একাধিক ছবি এবং ভিডিয়ো যে তিনি শেয়ার করেই চলেছেন তা বলাই বাহুল্য ৷ এদিনও কালো সাদা স্যুইম স্যুটে নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন লিসা (Lisa haydon 16 years Old Swimsuit)৷ ক্যাপশনে তিনি লেখেন, "আমি এই সুইমস্যুটটি কিনেছিলাম যখন আমার বয়স 19 বছর ছিল ৷" অর্থাৎ লিসা আজ যে স্যুইম স্যুটে ক্যামেরার সামনে এসেছেন তা এক দু বছর নয় একেবারে 16 বছর পুরানো ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: গ্ল্যামারে মৌনিদের সঙ্গে পাল্লা দিচ্ছেন টেলিপাড়ার নতুন 'নাগিন' তেজস্বী
সকলেরই এমন কিছু প্রিয় জিনিস যত্ন করে রাখা থাকে যা কোনওদিন পুরোনো হয় না ৷ তাই লিসার এই পোস্টটি মন ছুঁয়ে গিয়েছে তাঁর অনুরাগীদেরও ৷ একজন ব্যবহারকারী লিখেছেন, "এটা দেখে ভালো লাগলো যে আমরা সবাই এইরকম জিনিস রাখি।" আরেক নেটিজেন লেখেন, "আপনাকে এখনও 19 বছর লাগছে ৷"কাজের ক্ষেত্রে দেখতে হলে আয়েশা ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন লিসা ৷ এরপর 'শৌকিন্স', 'এ দিল হ্যায় মুশকিল', 'রাস্কেল' এবং 'হাউসফুল-৩'-এর মত ছবিতে সাড়া জাগানো কাজ উপহার দিয়েছেন এই অভিনেত্রী ৷