ওয়াশিংটন, 30 জানুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা ৷ ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী বিমান ও সেনা হেলিকপ্টারের সংঘর্ষ ৷ এর ফলে নিকটবর্তী পোটোম্যাক নদীতে 64 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে বিমানটি ৷ অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ বিমানটিতে 60 যাত্রী ও 4 জন ক্রু মেম্বার ছিলেন ৷ শুরু হয়েছে উদ্ধার কাজ ৷ ওয়াশিংটনের কাছে এই বিমানবন্দর থেকে সমস্ত উড়ান এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তাঁদের মধ্যে কেউই জীবিত নেই বলে জানা গিয়েছে।
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে আমেরিকার রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক-হক কপ্টারের সঙ্গে মাঝআকাশে সংঘর্য হয় আমেরিকান এয়ারলাইন্সের এই যাত্রীবাহী বিমানটির ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "এই ভয়াবহ বিমান দুর্ঘটনা সম্পর্কে আমি অবগত৷" পাশাপাশি যাত্রীদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "ঈশ্বর তাদের আত্মার মঙ্গল করুন ।" বিমান দুর্ঘটনার খবর পেতেই তৎপরতা শুরু হয় মার্কিন পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ ৷ মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর চক্কর দিতে শুরু করে ।
ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে । ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় রাত 9টার দিকে ক্যানসাসের উইচিটা থেকে ছাড়া একটি বিমান রানওয়েতে পৌঁছনোর সময় একটি মিলিটারি ব্ল্যাক-হক কপ্টারের সঙ্গে সংঘর্ষ হয় । রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরটি হল বিশ্বের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত ও পর্যবেক্ষণ করা আকাশসীমার মধ্যে একটি ৷ বিমানবন্দরটি হোয়াইট হাউস এবং ক্যাপিটল থেকে মাত্র তিন মাইল দক্ষিণে অবস্থিত ।
উদ্ধার কার্যের পাশাপাশি ঘটনার তদন্তুও শুরু হয়েছে ৷ তদন্তকারীরা সংঘর্ষের আগে বিমানের শেষ মুহূর্তগুলি একত্রিত করার চেষ্টা করছেন ৷ যার মধ্যে রয়েছে বিমান ট্র্যাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ এবং যাত্রীবাহী বিমানের উচ্চতা ।
রেডিও ট্রান্সপন্ডার থেকে পাওয়া তথ্য অনুসারে আমেরিকান এয়ারলাইন্সের 5342 বিমানটি প্রায় 400 ফুট উচ্চতায় এবং প্রতি ঘণ্টায় প্রায় 140 মাইল গতিতে রিগ্যান জাতীয় বিমানবন্দরের দিকে যাচ্ছিল ৷ কিন্তু পোটোম্যাক নদীর উপর দিয়ে যাওয়ার সময় উচ্চতা দ্রুত হ্রাস পায় ৷ বোম্বারডিয়ের CRJ-701 টুইন-ইঞ্জিন জেটটি 2004 সালে তৈরি করা হয়েছিল কানাডায় ৷
অবতরণের কয়েক মিনিট আগে ট্র্যাফিক কন্ট্রোলাররা যাত্রীবাহী বিমানের পাইল্টকে জিজ্ঞাসা করেছিলেন যে, এটি রিগ্যান ন্যাশনালের ছোট রানওয়ে 33-এ অবতরণ করতে পারে কি না ৷ পাইল্ট বলেছিলেন তারা নামতে সক্ষম । এরপর কন্ট্রোলাররা বিমানটিকে রানওয়ে 33-এ অবতরণের অনুমতি দেয় । কিন্তু ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলি দেখা যায় যে, বিমানটি নতুন রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছিল ৷
দুর্ঘটনার 30 সেকেন্ডেরও আগে একজন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার হেলিকপ্টারের পাইল্টকে জিজ্ঞাসা করে, তাঁর কাছে আগত যাত্রীবাহী বিমানটির দৃশ্যমান কি না । কন্ট্রোলার কিছুক্ষণ পরে হেলিকপ্টারে আরেকটি রেডিও কল করে কিন্তু তখন PAT 25 CRJ-701 বিমানটির পিছনে চলে গিয়েছে ৷ এর কয়েক সেকেন্ড পরে দু'টি বিমানের সংঘর্ষ হয় ।
বিমানের রেডিও ট্রান্সপন্ডার রানওয়ে থেকে প্রায় 2,400 ফুট দূরে নদীর ঠিক মাঝখানে থাকা সময় বার্তা প্রেরণ বন্ধ করে দেয় । টাওয়ারটি তৎক্ষণাৎ রিগ্যান থেকে অন্যান্য বিমানগুলিকে সরিয়ে নিতে শুরু করে ।