ETV Bharat / sitara

ছকভেঙে স্বামী-স্ত্রীর চরিত্রে স্বস্তিকা-সোহম

ছবির মুখ্যচরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । ছবির নাম ভূমিকায় রয়েছেন তিনি, অর্থাৎ শ্রীমতি। সোহমের চরিত্রের নাম অনিন্দ্য । তাঁরা এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন । 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং ।

ংনম
ংমন
author img

By

Published : Feb 21, 2020, 2:24 PM IST

কলকাতা :'অব্যক্ত'-র সাফল্য, দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসব, ছবির মুক্তি এবং পরবর্তী ছবি 'গুলদাস্তা'-র কাজ শেষ করে পরিচালক অর্জুন দত্ত খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছেন তাঁর পরবর্তী ছবির কাজ । নাম 'শ্রীমতি'। আর সেখানে প্রথমবার স্বস্তিকা মুখার্জির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সোহম চক্রবর্তী ।

ছবিটি প্রযোজনা করছেন কান সিং সোধা । ছবির সিনেমাটোগ্রাফার সুপ্রতিম বল, সম্পাদক সঞ্জয় দত্ত রায় । আর বরাবরের মতো এবারও ছবির সংগীত পরিচালনার দায়িত্ব অর্জুন তুলে দিয়েছেন প্রিয় বন্ধু সৌম্যরিতের কাঁধেই । ছবির গল্প, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্ব রয়েছে অর্জুনের উপরই ।

ছবির মুখ্যচরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । ছবির নাম ভূমিকায় রয়েছেন তিনি, অর্থাৎ শ্রীমতি। সোহমের চরিত্রের নাম অনিন্দ্য । তাঁরা এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন । পরিচালক অর্জুন দত্ত বলেন, "শ্রীমতি একটি মিষ্টি পারিবারিক গল্প । একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সাধারণ, মজার গল্প বলার চেষ্টা করছি ।"

ছবিতে সোহম, স্বস্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বরখা বিস্ত সেনগুপ্ত । তাঁর চরিত্রর নাম মল্লিকা । কাজলের চরিত্রে অভিনয় করছেন খেয়া চট্টোপাধ্যায় । রয়েছেন ছোটোপরদার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাও । অর্জুনের লাকি মাসকট দেবযানি বোসকে দেখা যাবে প্রতিমার চরিত্রে । ডান্স টিচার হিসেবে অভিনয় করছেন সুদর্ষণ চক্রবর্তী, জিম ট্রেনারেরর চরিত্রে রয়েছেন উদয় প্রতাপ সিং।

ছবিতে স্বস্তিকাকে এমন একটি চরিত্রে দেখা যাবে যে তার স্বামীকে খুব ভালোবাসে । হঠাৎই সমাজের চাকচিক্য ও গ্ল্যামারের ফাঁদে পা দিয়ে ফেলে সে । আর এভাবে এক সময় নিজের পরিচিতি হারিয়ে ফেলে । একটা সময় সে বোধশক্তি হারিয়ে ফেলে । শ্রীমতীর এই যাত্রায় সে পাশে পায় স্বামী অনিন্দ্য, ছেলে কুট্টুস, শাশুড়ি প্রতিমা, ননদ বৃষ্টি এবং বাড়ির পারিচালিকা কাজলকে ।

সব ঠিক থাকলে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং ।

কলকাতা :'অব্যক্ত'-র সাফল্য, দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসব, ছবির মুক্তি এবং পরবর্তী ছবি 'গুলদাস্তা'-র কাজ শেষ করে পরিচালক অর্জুন দত্ত খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছেন তাঁর পরবর্তী ছবির কাজ । নাম 'শ্রীমতি'। আর সেখানে প্রথমবার স্বস্তিকা মুখার্জির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সোহম চক্রবর্তী ।

ছবিটি প্রযোজনা করছেন কান সিং সোধা । ছবির সিনেমাটোগ্রাফার সুপ্রতিম বল, সম্পাদক সঞ্জয় দত্ত রায় । আর বরাবরের মতো এবারও ছবির সংগীত পরিচালনার দায়িত্ব অর্জুন তুলে দিয়েছেন প্রিয় বন্ধু সৌম্যরিতের কাঁধেই । ছবির গল্প, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্ব রয়েছে অর্জুনের উপরই ।

ছবির মুখ্যচরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । ছবির নাম ভূমিকায় রয়েছেন তিনি, অর্থাৎ শ্রীমতি। সোহমের চরিত্রের নাম অনিন্দ্য । তাঁরা এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন । পরিচালক অর্জুন দত্ত বলেন, "শ্রীমতি একটি মিষ্টি পারিবারিক গল্প । একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সাধারণ, মজার গল্প বলার চেষ্টা করছি ।"

ছবিতে সোহম, স্বস্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বরখা বিস্ত সেনগুপ্ত । তাঁর চরিত্রর নাম মল্লিকা । কাজলের চরিত্রে অভিনয় করছেন খেয়া চট্টোপাধ্যায় । রয়েছেন ছোটোপরদার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাও । অর্জুনের লাকি মাসকট দেবযানি বোসকে দেখা যাবে প্রতিমার চরিত্রে । ডান্স টিচার হিসেবে অভিনয় করছেন সুদর্ষণ চক্রবর্তী, জিম ট্রেনারেরর চরিত্রে রয়েছেন উদয় প্রতাপ সিং।

ছবিতে স্বস্তিকাকে এমন একটি চরিত্রে দেখা যাবে যে তার স্বামীকে খুব ভালোবাসে । হঠাৎই সমাজের চাকচিক্য ও গ্ল্যামারের ফাঁদে পা দিয়ে ফেলে সে । আর এভাবে এক সময় নিজের পরিচিতি হারিয়ে ফেলে । একটা সময় সে বোধশক্তি হারিয়ে ফেলে । শ্রীমতীর এই যাত্রায় সে পাশে পায় স্বামী অনিন্দ্য, ছেলে কুট্টুস, শাশুড়ি প্রতিমা, ননদ বৃষ্টি এবং বাড়ির পারিচালিকা কাজলকে ।

সব ঠিক থাকলে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.