কলকাতা : কোরোনা পরিস্থিতির মধ্যে একাধিক ছবি মুক্তি পাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে । একাধিক বিগ বাজেটের হিন্দি ছবির নির্মাতারাও ছবি মুক্তির জন্য বেছে নিয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মকে । তাই ওয়েব কন্টেন্ট নিয়েও ভাবনা-চিন্তা বেড়েছে প্রযোজকদের । শীঘ্রই মুক্তি পেতে চলেছে একটি ওয়েব সিরিজ় । সেখানে অভিনয় করেছেন মুম্বইয়ের একাধিক তারকা । তা নিয়ে ETV ভারতের সঙ্গে কথা বললেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য ।
ওয়েব সিরিজ়ের পরিচালক নিখিল নাগেশ । লকডাউনের মধ্যেই ওয়েব সিরিজ়টি তৈরি করেছেন তিনি । কোরোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ও তাতে মানুষের জীবনে যে পরিবর্তনগুলো এসেছে সেটাই তুলে ধরা হবে এই সিরিজ়ে । যার নাম 'দা গন গেম'। সিরিজ়টি প্রযোজনা করেছেন বোধি ট্রি মাল্টিমিডিয়া, পেরসিস সিগানপরিয়া ।
এই ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, অর্জুন মাথুর, শ্বেতা ত্রিপাঠি শর্মা, শ্রিয়া পিলগাঁওকার, রুকসার রহমান, লুবনা সেলিম, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং দিব্যেন্দু ভট্টাচার্য । ভুট সিলেক্ট OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজ়টি ।
এই ওয়েব সিরিজ়ে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে দিব্যেন্দু ভট্টাচার্যকে । তিনি বলেন, "খুবই অন্যরকম একটা বিষয়ের উপর কাজ করলাম । এই লকডাউনের সময় আমরা এটাকে তৈরি করেছি । এখানে আমার চরিত্রের নাম আইনজীবী সুহাস চৌধুরি । ছোটো চরিত্র, কিন্তু অন্যরকমের চরিত্র । আপনারা দয়া করে এটাকে দেখবেন ।"