ETV Bharat / sitara

কলকাতার বুকে সন্ত্রাসবাদী হামলা, কী করবেন যশ-নুসরত ? - মিমি চক্রবর্তীর খবর

মুক্তি পেল 'SOS কলকাতা'-র টানটান ট্রেলার । সমকালীন পরিস্থিতিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে ছবির গল্প । কলকাতার বুকে হঠাৎ নেমে আসা এক সন্ত্রাসবাদী হামলা, মৃত্যু, হাহাকার । তারপর ?

SOS Kolkata trailer
SOS Kolkata trailer
author img

By

Published : Oct 12, 2020, 7:34 PM IST

মুম্বই : বলিউডে অনেকদিন ধরেই টেরর অ্যাটাক নিয়ে বহু সিনেমা তৈরি হয়েছে । কোনও এক হামলার আভাস পেয়ে তা আটকেছেন এদেশের আন্ডারকভার এজেন্টরা । তারিফযোগ্য কাজ করেছেন পুলিশের লোকজন । দেশ ছাড়িয়ে বিদেশে গিয়েও শুটিং হয়েছে । তবে টলিপাড়ায় এত লার্জ স্কেলে সন্ত্রাসবাদী হামলার উপর ছবি তৈরি হয়নি । ব্যতিক্রম 'SOS কলকাতা' ।

আজ মুক্তি পেল 'SOS কলকাতা' । যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে নিয়ে টানটান চিত্রনাট্যে 'বেবি' কিম্বা 'উরি'-র মতো অনুভূতি দিতে চলেছে এই ছবি । থ্রিল, রহস্য, অ্যাকশন, দেশভক্তি কি নেই ছবিতে !

SOS Kolkata trailer
মিমি..

যশকে এর আগে এরকম টাফ চরিত্রে দেখেছে দর্শক । সেদিক থেকে নুসরত জাহান একেবারে অন্য অবতারে । তাঁকে রীতিমতো অ্যাকশন করতে দেখা গেছে এখানে । গ্ল্যামার আর রোম্যান্সের মোড়ক ছেড়ে পুরোদমে তিনি অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সদস্য হয়ে উঠেছেন ।

গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী । তিনি এখানে যশের স্ত্রীয়ের ভূমিকায় । মিষ্টি, কোমল মিমিও মন কেড়েছেন ট্রেলারে । এছাড়াও রয়েছেন এনা সাহা, সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারাও ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : বলিউডে অনেকদিন ধরেই টেরর অ্যাটাক নিয়ে বহু সিনেমা তৈরি হয়েছে । কোনও এক হামলার আভাস পেয়ে তা আটকেছেন এদেশের আন্ডারকভার এজেন্টরা । তারিফযোগ্য কাজ করেছেন পুলিশের লোকজন । দেশ ছাড়িয়ে বিদেশে গিয়েও শুটিং হয়েছে । তবে টলিপাড়ায় এত লার্জ স্কেলে সন্ত্রাসবাদী হামলার উপর ছবি তৈরি হয়নি । ব্যতিক্রম 'SOS কলকাতা' ।

আজ মুক্তি পেল 'SOS কলকাতা' । যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে নিয়ে টানটান চিত্রনাট্যে 'বেবি' কিম্বা 'উরি'-র মতো অনুভূতি দিতে চলেছে এই ছবি । থ্রিল, রহস্য, অ্যাকশন, দেশভক্তি কি নেই ছবিতে !

SOS Kolkata trailer
মিমি..

যশকে এর আগে এরকম টাফ চরিত্রে দেখেছে দর্শক । সেদিক থেকে নুসরত জাহান একেবারে অন্য অবতারে । তাঁকে রীতিমতো অ্যাকশন করতে দেখা গেছে এখানে । গ্ল্যামার আর রোম্যান্সের মোড়ক ছেড়ে পুরোদমে তিনি অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সদস্য হয়ে উঠেছেন ।

গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী । তিনি এখানে যশের স্ত্রীয়ের ভূমিকায় । মিষ্টি, কোমল মিমিও মন কেড়েছেন ট্রেলারে । এছাড়াও রয়েছেন এনা সাহা, সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারাও ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.