ETV Bharat / sitara

Sidharth Kriti Viral Video: কৃতির পোশাক বহনের দায়িত্ব নিয়ে ভাইরাল সিদ্ধার্থ - Sihdarth Malhotra awards show viral video

কৃতির লম্বা গাউন বহন করার কাজ করতেও পিছপা হলেন না সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra holds Kriti Sanon Dress ) ৷ অভিনেতা প্রশংসায় ভরালেন নেটিজেনরা ৷

Sidharth Malhotra wins hearts as he holds train of Kriti Sanon's dress
কৃতির লম্বা গাউন ধরার কাজ করতেও পিছপা হলেন না সিদ্ধার্থ মালহোত্রা
author img

By

Published : Mar 14, 2022, 10:44 AM IST

মুম্বই, 14 মার্চ : অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা কখনওই অনুরাগীদের মন জয় করে নেওয়ার কোনও সুযোগ ছাড়েন না ৷ রবিবার রাতে হ্য়ালো! হল অফ ফেম অ্যাওয়ার্ডস 2022-এ তাঁর একটি কাণ্ড ফের একথাই প্রমাণ করে দিল ৷ একই সঙ্গে এই বলিতারকার মানবিক মনটিরও পরিচয় পাওয়া গেল এদিন ৷

অ্য়াওয়ার্ড সেরিমনির রেড কার্পেটে এদিন উপস্থিত ছিলেন কৃতি স্যাননও ৷ তাঁর ল্যাভেন্ডার রঙা গাউনের বিশাল লম্বা অংশটির জন্য এদিন সঠিকভাবে পোজ দিতে পারছিলেন না অভিনেত্রী ৷ আসলে ছবি তোলার পোশাক ধরার কোনও লোক ছিল না ৷ এমন সময় মঞ্চে এসে পোশাক ধরার এই কাজটি করে দেন সিদ্ধার্থ নিজেই ৷ যার ফলে আরামে ক্যামেরার জন্য় পোজ দিতে পারেন কৃতি ৷

আরও পড়ুন: করিশ্মা-মাধুরীর রিউনিয়ন, ভক্তদের প্রশ্ন 'দিল তো পাগল হ্যায় 2' ?

এই ভিডিয়ো এখন রীতিমত ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় (Sihdarth Malhotra awards show viral video)৷ নেটিজেনরা মুগ্ধ একজন সুপারস্টারের এমন আচরণে ৷ ভিডিয়োর নীচে একজন লেখেন, "সিদ্ধার্থ সত্যিই একজন রত্ন ৷ মিডিয়া যখন কৃতির ছবি তুলছিল যেভাবে গাউনটি ধরে তাঁকে সাহায্য করলেন সিদ্ধার্থ ! সত্যি এত ছোট ছোট জিনিসেও শ্রদ্ধা অর্জন করে নেন তিনি ৷ " অন্য় আরেক নেটিজেন লেখেন, "সিদ্ধার্থ মালহোত্রার মত এমন ভদ্রলোক ক'জন আছেন তা খুঁজে দেখতে হবে ৷ কৃতি সত্যিই লজ্জা পেয়ে গিয়েছিলেন ৷" আগামীতে সিদ্ধার্থকে পর্দায় দেখা যাবে মিশন মঞ্জু ছবিতে ৷ অন্য়দিকে কৃতি এখন ব্যস্ত তাঁর নতুন ছবি বচ্চন পাণ্ডে-র প্রমোশন নিয়ে ৷

মুম্বই, 14 মার্চ : অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা কখনওই অনুরাগীদের মন জয় করে নেওয়ার কোনও সুযোগ ছাড়েন না ৷ রবিবার রাতে হ্য়ালো! হল অফ ফেম অ্যাওয়ার্ডস 2022-এ তাঁর একটি কাণ্ড ফের একথাই প্রমাণ করে দিল ৷ একই সঙ্গে এই বলিতারকার মানবিক মনটিরও পরিচয় পাওয়া গেল এদিন ৷

অ্য়াওয়ার্ড সেরিমনির রেড কার্পেটে এদিন উপস্থিত ছিলেন কৃতি স্যাননও ৷ তাঁর ল্যাভেন্ডার রঙা গাউনের বিশাল লম্বা অংশটির জন্য এদিন সঠিকভাবে পোজ দিতে পারছিলেন না অভিনেত্রী ৷ আসলে ছবি তোলার পোশাক ধরার কোনও লোক ছিল না ৷ এমন সময় মঞ্চে এসে পোশাক ধরার এই কাজটি করে দেন সিদ্ধার্থ নিজেই ৷ যার ফলে আরামে ক্যামেরার জন্য় পোজ দিতে পারেন কৃতি ৷

আরও পড়ুন: করিশ্মা-মাধুরীর রিউনিয়ন, ভক্তদের প্রশ্ন 'দিল তো পাগল হ্যায় 2' ?

এই ভিডিয়ো এখন রীতিমত ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় (Sihdarth Malhotra awards show viral video)৷ নেটিজেনরা মুগ্ধ একজন সুপারস্টারের এমন আচরণে ৷ ভিডিয়োর নীচে একজন লেখেন, "সিদ্ধার্থ সত্যিই একজন রত্ন ৷ মিডিয়া যখন কৃতির ছবি তুলছিল যেভাবে গাউনটি ধরে তাঁকে সাহায্য করলেন সিদ্ধার্থ ! সত্যি এত ছোট ছোট জিনিসেও শ্রদ্ধা অর্জন করে নেন তিনি ৷ " অন্য় আরেক নেটিজেন লেখেন, "সিদ্ধার্থ মালহোত্রার মত এমন ভদ্রলোক ক'জন আছেন তা খুঁজে দেখতে হবে ৷ কৃতি সত্যিই লজ্জা পেয়ে গিয়েছিলেন ৷" আগামীতে সিদ্ধার্থকে পর্দায় দেখা যাবে মিশন মঞ্জু ছবিতে ৷ অন্য়দিকে কৃতি এখন ব্যস্ত তাঁর নতুন ছবি বচ্চন পাণ্ডে-র প্রমোশন নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.