ETV Bharat / sitara

'ভূতের রাজা' হাত মেলালেন সামনে এসে... - Kontho

'গুপী গাইন বাঘা বাইন'-এর ৫০ বছর পূর্তি হল এই বছর। এই পূর্তিকে স্মরণীয় করে তুলতে এক অভিনব উদ্যোগ নিল উইন্ডোজ় প্রযোজনা সংস্থা। আজ সকালে নন্দনে ফের একবার সত্যজিৎ রায় এবং গুপী গাইন বাঘা বাইনকে ট্রিবিউট দিলেন পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিল ETV ভারত।

কণ্ঠ
author img

By

Published : May 22, 2019, 5:32 PM IST

Updated : May 22, 2019, 6:56 PM IST

কলাকাতা : নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'কণ্ঠ'-তে শিবপ্রসাদকে একটি দৃশ্যে দেখা গেছে ভূতের রাজার ভূমিকায়। 'হামি' খ্যাত শিশুশিল্পী ব্রত বন্দ্যোপাধ্যায় এবং ঈশিত সাহা গুপী আর বাঘা সেজেছিল সেই দৃশ্যে। আরও একবার ভূতের রাজার সাজে হাজির হলেন শিবপ্রসাদ।

শিবপ্রসাদের এই অবতার তৈরিতে মুখ্য ভূমিকা পালন রেছেন ফ্যাশন ডিজ়াইনার অভিষেক রায় এবং অনুপম চট্টোপাধ্যায়। অভিষেক বললেন, এটা তাঁর ক্যারিয়ারে অন্যতম মাইলস্টোন সুযোগ।

নন্দিতা রায় বললেন, "কণ্ঠ ছবিতে শিবপ্রসাদ ইলেকট্রনিক ভয়েজ়ে কথা বলেছেন, অর্থাৎ যান্ত্রিক ভয়েজ়ে। এই ভয়েজ়ে কথা বলতে পারেন তাঁরাই, যাঁদের সাউন্ড বক্স নেই। কিন্তু শিবুর তো সেই সমস্যা নেই। তাই সেই ভয়েজ়কে রিক্রিয়েট করা হয়েছে স্টুডিয়োতে।"

'কণ্ঠ' ছবি দেখে সন্দীপ রায় বলেন, 'গুপী গাইন বাঘা বাইন'-কে এর থেকে ভালো ভাবে ট্রিবিউট দেওয়া যেত না।

ভিডিয়োতে তোলা রইল এই বিশেষ দিনের অনুষ্ঠান।

কণ্ঠ

কলাকাতা : নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'কণ্ঠ'-তে শিবপ্রসাদকে একটি দৃশ্যে দেখা গেছে ভূতের রাজার ভূমিকায়। 'হামি' খ্যাত শিশুশিল্পী ব্রত বন্দ্যোপাধ্যায় এবং ঈশিত সাহা গুপী আর বাঘা সেজেছিল সেই দৃশ্যে। আরও একবার ভূতের রাজার সাজে হাজির হলেন শিবপ্রসাদ।

শিবপ্রসাদের এই অবতার তৈরিতে মুখ্য ভূমিকা পালন রেছেন ফ্যাশন ডিজ়াইনার অভিষেক রায় এবং অনুপম চট্টোপাধ্যায়। অভিষেক বললেন, এটা তাঁর ক্যারিয়ারে অন্যতম মাইলস্টোন সুযোগ।

নন্দিতা রায় বললেন, "কণ্ঠ ছবিতে শিবপ্রসাদ ইলেকট্রনিক ভয়েজ়ে কথা বলেছেন, অর্থাৎ যান্ত্রিক ভয়েজ়ে। এই ভয়েজ়ে কথা বলতে পারেন তাঁরাই, যাঁদের সাউন্ড বক্স নেই। কিন্তু শিবুর তো সেই সমস্যা নেই। তাই সেই ভয়েজ়কে রিক্রিয়েট করা হয়েছে স্টুডিয়োতে।"

'কণ্ঠ' ছবি দেখে সন্দীপ রায় বলেন, 'গুপী গাইন বাঘা বাইন'-কে এর থেকে ভালো ভাবে ট্রিবিউট দেওয়া যেত না।

ভিডিয়োতে তোলা রইল এই বিশেষ দিনের অনুষ্ঠান।

কণ্ঠ
Intro:বছরটা 'গুপী গাইন বাঘা বাইন'এর 50 বছর পূর্তির। এই পূর্তিকে স্মরণীয় করে তুলল উইনডোজ প্রযোজনা সংস্থা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি কণ্ঠতে দর্শক ভূতের রাজাকে দেখেছেন এক অভিনব কায়দায়। ছবিতে হাজির ছিল গুপী এবং বাঘা। হামিখ্যাত শিশু শিল্পী ব্রত বন্দ্যোপাধ্যায় এবং কণ্ঠর ঈশিত সাহা গুপী-বাঘা সেজেছিল ছবিতে। আর ভূতের রাজা? তিনি কণ্ঠ ছবির পরিচালক এবং মুখ্য অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজ সকালে নন্দনে ফের একবার সত্যজিৎ রায় এবং গুপী গাইন বাঘা বাইনকে ট্রিবিউট দিলেন পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উপস্থিত ছিল ETV Bharat।


Body:ফের একবার ভূতের রাজার সাজে হাজির হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই সাজে তাঁকে সাহায্য করেছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় এবং অনুপম চট্টোপাধ্যায়। অভিষেক বললেন, এটা তাঁর ক্যারিয়ারে অন্যতম মাইলস্টোন সুযোগ।

পরিচালক নন্দিতা রায় বললেন, কণ্ঠ ছবিতে ভূতের রাজা ইলেকট্রনিক্স ভয়েজে কথা বলেছেন, অর্থাৎ যান্ত্রিক ভয়েজে। এই ভয়েজে কথা বলতে পারেন তাঁরাই, যাঁদের সাউন্ড বক্স নেই। কিন্তু শিবুর তো সেই সমস্যা নেই। তাই সেই বয়সকে রিক্রিয়েট করা হয় স্টুডিওয়। সন্দীপ রায় বলেছেন, গুপী গাইন বাঘা বাইনের থেকে ভালোভাবে ট্রিবিউট দেওয়া যেত না।




Conclusion:সকলে কথা বললেন ETV Bharat'এর সঙ্গে। দেখুন সেই ভিডিও :
Last Updated : May 22, 2019, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.