কলাকাতা : নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'কণ্ঠ'-তে শিবপ্রসাদকে একটি দৃশ্যে দেখা গেছে ভূতের রাজার ভূমিকায়। 'হামি' খ্যাত শিশুশিল্পী ব্রত বন্দ্যোপাধ্যায় এবং ঈশিত সাহা গুপী আর বাঘা সেজেছিল সেই দৃশ্যে। আরও একবার ভূতের রাজার সাজে হাজির হলেন শিবপ্রসাদ।
শিবপ্রসাদের এই অবতার তৈরিতে মুখ্য ভূমিকা পালন রেছেন ফ্যাশন ডিজ়াইনার অভিষেক রায় এবং অনুপম চট্টোপাধ্যায়। অভিষেক বললেন, এটা তাঁর ক্যারিয়ারে অন্যতম মাইলস্টোন সুযোগ।
নন্দিতা রায় বললেন, "কণ্ঠ ছবিতে শিবপ্রসাদ ইলেকট্রনিক ভয়েজ়ে কথা বলেছেন, অর্থাৎ যান্ত্রিক ভয়েজ়ে। এই ভয়েজ়ে কথা বলতে পারেন তাঁরাই, যাঁদের সাউন্ড বক্স নেই। কিন্তু শিবুর তো সেই সমস্যা নেই। তাই সেই ভয়েজ়কে রিক্রিয়েট করা হয়েছে স্টুডিয়োতে।"
'কণ্ঠ' ছবি দেখে সন্দীপ রায় বলেন, 'গুপী গাইন বাঘা বাইন'-কে এর থেকে ভালো ভাবে ট্রিবিউট দেওয়া যেত না।
ভিডিয়োতে তোলা রইল এই বিশেষ দিনের অনুষ্ঠান।