হায়দরাবাদ, 30 মার্চ : কিছুদিনের মধ্য়েই পর্দায় আসছে শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান' ৷ এই ছবির শ্যুটিংয়ের জন্যই স্পেনে পাড়ি দিয়েছিলেন কিং খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম ৷ 15 দিনের সেই শ্যুটিং পর্বের কাজ শেষ হয়েছে সম্প্রতি ৷ তবে দেশে ফেরার আগে স্পেনীয় অনুরাগীদের মনও জিতে নিলেন শাহরুখ ৷ অনুরাগীদের সঙ্গে বেশ কিছু ছবিও তুলতে দেখা গেল শাহরুখ এবং দীপিকাকে ৷ সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল এই সমস্ত ছবিগুলি (Pathaan Spain schedule photos go viral) ৷
সোশ্য়াল মিডিয়ায় শোরগোল ফেলে দেওয়া এই সব ছবিগুলি শেয়ার করেছে কিং খানের বিভিন্ন ফ্যান ক্লাব (Shah Rukh Khan photo with fans in spain) ৷ স্পেনের ভারতীয় অনুরাগীরা তাঁদের নায়ককে কাছে পেয়ে যে ভীষণ খুশি তা দেখলেই বোঝা যায় ৷ দীপিকার ফ্যান ফলোয়িংও অবশ্য মোটেই কম নয় ৷ সোশ্য়াল মিডিয়ায় রীতিমত ভাইরাল তাঁর ফ্যানেদের সঙ্গে তোলা ছবিগুলিতে ৷
প্রসঙ্গত, প্রায় চারবছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ ৷ শেষ তাঁকে দেখা গিয়েছি জিরো ছবিতে কিন্তু সেই ছবি তেমন বড় সফলতা পায়নি ৷ 2018 সালে এই ছবির পর আর দেখা যায়নি কিং খানকে ৷ তাই পাঠানকে বলিউডের বাদশাহের কামব্যাক ছবি বলা যেতেই পারে ৷
আরও পড়ুন : 'পাঠান'-এর শ্যুটিংয়ের জন্য স্পেনে পাড়ি শাহরুখ-জন-দীপিকার
নির্মাতারা জানিয়ে দিয়েছেন আগামি বছর সাধারণতন্ত্র দিবসের আগের দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি হতে চলেছে একটি স্পাই থ্রিলার ৷ ছবিটি মু্ক্তি পেতে চলেছে হিন্দি, তামিল এবং তেলগু ভাষায় ৷