মুম্বই, 28 অক্টোবর : এ বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra CM) উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করার জন্য তাঁর কাছে সময় চাইলেন এনসবি কর্তা সমীর ওয়াংখেড়ের স্ত্রী (Sameer Wankhede's Wife) ক্রান্তি রেডকর (Kranti Redkar)৷ এই আর্জি জানিয়ে উদ্ধবকে চিঠি লিখেছেন তিনি ৷ তবে এখনও তার জবাব মেলেনি বলে তিনি জানিয়েছেন ৷
চিঠিতে সমীরের স্ত্রী লিখেছেন, "প্রতিদিন আমরা অপমানিত হয়েছি ৷ ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যে একজন মহিলার সম্ভ্রম নিয়ে খেলা করা হচ্ছে ৷ বালাসাহেব আজ এখানে থাকলে তিনিও এটা পছন্দ করতেন না ৷"
তিনি যে চিঠিটি লিখেছেন, তা পোস্টও করেছেন টুইটারে ৷ তাতে লেখা রয়েছে, "একজন মারাঠি হয়ে আপনার থেকে সুবিচার আশা করি ৷ একটি বিতর্কে অযথা আমার ব্যক্তিগত জীবনকে টেনে আনা হচ্ছে ৷ আজ বালাসাহেব জীবিত থাকলে এ ধরনের ব্যক্তিগত আক্রমণ সহ্য করতেন না ৷ তাঁর শিক্ষা ও নেতৃত্বকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷ তবে এই সময়ে একজন মহিলার সম্ভ্রম রসিকতায় পরিণত হয়েছে ৷ সপ্তদশ শতকে ছত্রপতি শিবাজি মহারাজের আমলে এই মহিলাদেরই অনুপ্রেরণা হিসেবে দেখা হত ৷"
-
माननीय उद्धव ठाकरे साहेब @CMOMaharashtra पत्रास करण की … pic.twitter.com/0VJxURk5oi
— Kranti Redkar Wankhede (@KrantiRedkar) October 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">माननीय उद्धव ठाकरे साहेब @CMOMaharashtra पत्रास करण की … pic.twitter.com/0VJxURk5oi
— Kranti Redkar Wankhede (@KrantiRedkar) October 28, 2021माननीय उद्धव ठाकरे साहेब @CMOMaharashtra पत्रास करण की … pic.twitter.com/0VJxURk5oi
— Kranti Redkar Wankhede (@KrantiRedkar) October 28, 2021
আরও পড়ুন: Sameer Wankhede : জন্মসূত্রে হিন্দু সমীর কোনও দিনই ধর্ম পরিবর্তন করেননি, দাবি স্ত্রী ক্রান্তির
মারাঠি অভিনেত্রী বলেছেন, তিনি একজন শিল্পী ৷ রাজনীতি তিনি বোঝেন না এবং তাতে জড়াতে তিনি ইচ্ছুকও নন ৷ মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আহ্বান, "রাজনীতির নিম্নস্তরেরই প্রতিফলন ব্যক্তিগত আক্রমণ ৷ আপনার উপর আমার আস্থা রয়েছে, আশা রাখব আমার ও আমার পরিবারের উপর কোনও অবিচার হবে না ৷"
আরও পড়ুন : Sameer Wankhede : বলি সেলেবদের ফোনে আড়ি পাতেন সমীর, অভিযোগ নবাব মালিকের
বুধবারও তিনি দাবি করেছিলেন যে, তাঁর স্বামী হিন্দু ৷ আর তিনি কখনও ধর্মান্তরিত হননি ৷ 2006 সালে যে কাজি সমীর ওয়াংখেড়ের প্রথম বিয়ে দিয়েছিলেন, তিনি দাবি করেছিলেন যে নিকাহ-এর সময় মুসলিম ছিলেন সমীর ৷ সেই কাজির দাবিকেও নস্যাৎ করে দিয়েছেন ক্রান্তি ৷ একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে নোংরা রাজনীতি করছেন এনসিপি নেতা নবাব মালিক ৷ গোটা ঘটনায় ক্রান্তির প্রশ্ন, "ওই কাজি কি আইনের ঊর্ধ্বে ? তাঁকে আগে প্রমাণ করতে হবে সমীর তাঁর প্রথম বিয়ের আগে ধর্ম পরিবর্তন করেছিলেন ৷ ওটা (সমীরের প্রথম বিয়ের নিকাহনামা) স্রেফ একটা নিয়মরক্ষা ছিল ৷ সমীর জন্মসূত্রেই হিন্দু ৷ তিনি কোনও দিনই নিজের ধর্ম পরিবর্তন করেননি ৷ নবাব মালিক সমীরকে কাঠগড়ায় তুলছেন, কারণ তাঁর জামাই মাদক মামলায় জড়িয়ে পড়েছিলেন ৷ সেই রাগ থেকেই সমীরকে নিশানা করছেন তিনি ৷" 2017 সালে তাঁর সঙ্গে বিয়ে হয় সমীর ওয়াংখেড়ের ৷
আরও পড়ুন : Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক