ETV Bharat / sitara

অভিনয় থেকে অবসর চাইছেন কাকাবাবু সব্যসাচী!

সব্যসাচী চক্রবর্তী : "বুড়ো হয়ে জায়গা আঁকড়ে বসে থাকার কোনও মানে হয় না। নতুনদের সুযোগ দিতে চাই।"

সব্যসাচী চক্রবর্তী
author img

By

Published : Apr 8, 2019, 1:47 PM IST

শিলিগুড়ি : কাকাবাবু থেকে শুরু করে ফেলুদা সব চরিত্রেই মন কেড়েছেন দর্শকদের। পরদায় সফল অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁর গাম্ভীর্য, দাপট অনেককেই হার মানিয়েছে। তবে আর নয়। আর অভিনয় করতে চান না তিনি। চান অবসর। আজ শিলিগুড়িতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অনেক তো হল। এবার অবসর চাই সিনেমাজগৎ থেকে। কতদিন আর। এবার নতুনদেরও তো সুযোগ দেওয়া উচিত।"

শর্টফ্লিম শুটিংয়ের কাজে শিলিগুড়ি এসেছিলেন সব্যসাচী চক্রবর্তী। শুটিংয়ের কাজ শেষে এবার ফিরে যাওয়ার পালা। তার আগে শিলিগুড়িতে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, "সব চরিত্রেই অভিনয় করেছি। এখন বয়স হয়েছে। অবসর চাই। বুড়ো হয়ে জায়গা আঁকড়ে বসে থাকার কোনও মানে হয় না। নতুনদের সুযোগ দিতে চাই। আমি এখন ধুতি আর ফতুয়া পড়ে জঙ্গলে ঘুড়ে বেড়াতে চাই। আর নেহাত ভালো কোনও কিছু পেলে তখন ভেবে দেখব।"


অভিনয় ছাড়লে পরিচালনা, নির্দেশনার বিষয়ে কোনও চিন্তাভাবনা? উত্তরে কাকাবাবু বলেন, "আমার মতো অল্প ধৈর্য্যের মানুষের দ্বারা পরিচালনা বা নির্দেশনা সম্ভব নয়। আমি খুব অল্প সময়ের মধ্যেই ধৈর্য্য হারিয়ে ফেলি। একটা সময় চেষ্টা করেছিলাম। তবে হয়নি। চাই আর চেষ্টা করতেও চাই না।"

সব্যসাচী চক্রবর্তী

অন্যদিকে, লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, "আমি ভোট নিয়ে চিন্তিত নই। কারণ যে সরকারই গঠনই হোক তার দ্বায়িত্ব উন্নয়ণ করা। আর এমনকী হয়েছে যে অতীতের কোনও সরকার দেশের ক্ষতি করার চেষ্টা করেছে। সেটা তো হয়নি। তাই আমি চিন্তিত নই৷"

শিলিগুড়ি : কাকাবাবু থেকে শুরু করে ফেলুদা সব চরিত্রেই মন কেড়েছেন দর্শকদের। পরদায় সফল অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁর গাম্ভীর্য, দাপট অনেককেই হার মানিয়েছে। তবে আর নয়। আর অভিনয় করতে চান না তিনি। চান অবসর। আজ শিলিগুড়িতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অনেক তো হল। এবার অবসর চাই সিনেমাজগৎ থেকে। কতদিন আর। এবার নতুনদেরও তো সুযোগ দেওয়া উচিত।"

শর্টফ্লিম শুটিংয়ের কাজে শিলিগুড়ি এসেছিলেন সব্যসাচী চক্রবর্তী। শুটিংয়ের কাজ শেষে এবার ফিরে যাওয়ার পালা। তার আগে শিলিগুড়িতে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, "সব চরিত্রেই অভিনয় করেছি। এখন বয়স হয়েছে। অবসর চাই। বুড়ো হয়ে জায়গা আঁকড়ে বসে থাকার কোনও মানে হয় না। নতুনদের সুযোগ দিতে চাই। আমি এখন ধুতি আর ফতুয়া পড়ে জঙ্গলে ঘুড়ে বেড়াতে চাই। আর নেহাত ভালো কোনও কিছু পেলে তখন ভেবে দেখব।"


অভিনয় ছাড়লে পরিচালনা, নির্দেশনার বিষয়ে কোনও চিন্তাভাবনা? উত্তরে কাকাবাবু বলেন, "আমার মতো অল্প ধৈর্য্যের মানুষের দ্বারা পরিচালনা বা নির্দেশনা সম্ভব নয়। আমি খুব অল্প সময়ের মধ্যেই ধৈর্য্য হারিয়ে ফেলি। একটা সময় চেষ্টা করেছিলাম। তবে হয়নি। চাই আর চেষ্টা করতেও চাই না।"

সব্যসাচী চক্রবর্তী

অন্যদিকে, লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, "আমি ভোট নিয়ে চিন্তিত নই। কারণ যে সরকারই গঠনই হোক তার দ্বায়িত্ব উন্নয়ণ করা। আর এমনকী হয়েছে যে অতীতের কোনও সরকার দেশের ক্ষতি করার চেষ্টা করেছে। সেটা তো হয়নি। তাই আমি চিন্তিত নই৷"

xccc
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.