ETV Bharat / sitara

Tollywood stars remember Abhishek: মিঠুকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া

টলিউডে তিনি পরিচিত ছিলেন মিঠু নামে ৷ সেই অভিষেক চট্টোপাধ্যায়কে অকালেই হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া (Tollywood stars remember Abhishek) ৷

Rituparna Sengupta, other Tollywood stars remember Abhishek Chatterjee
মিঠুকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া
author img

By

Published : Mar 24, 2022, 2:14 PM IST

Updated : Mar 24, 2022, 7:23 PM IST

কলকাতা, 24 মার্চ: গতকাল আসন্ন রিয়ালিটি শো 'ইস্মার্ট জোড়ি'-র জন্য স্ত্রী সংযুক্তাকে নিয়ে কাপল ডান্সের শুটিং সেরেছেন অভিষেক চট্টোপাধ্যায় (Tollywood stars remember Abhishek)। মঙ্গলবার 'খড়কুটো'র শুটিংয়ে গিয়ে ঠিকমতো শুটিং করতে পারেননি । তাঁকে ঘিরে নানা স্মৃতিতে ভাসলেন টলিউডে তাঁর সহ-অভিনেতারা (Abhishek Chatterjee passes away)।

অভিনেত্রী রত্না ঘোষাল ইটিভি ভারতকে বলেন, "অভিষেক আমার কাছে অভিনেতা ছিল না । ও আমার ভাই ছিল । অসুস্থ ছিল । ডাক্তার বেড রেস্ট নিতে বলেছিল তিন মাস । ও বোধহয় তিন সপ্তাহও বিশ্রাম না নিয়ে শুটিংয়ে এসে হাজির হয়েছিল । আমি বলেছিলাম তুমি চলে এলে যে ? তখন আমায় বলল, বিশ্বাস কর আমি ভাল আছি । রোগা হয়ে গিয়েছি । ডায়েট করছি । ভাল আছি এখন । কাজ করতে পারব । পরশু খড়কুটোর শুটিংয়ে এসে কাজ করতে পারেনি । তার মধ্যে গতকাল কেন ও গেল ইস্মার্ট জোড়িতে আমি ভেবেই কূল করতে পারছি না । কেন করল ও এটা ? চোখের সামনে বয়সে ছোটরা চলে গেলে মেনে নেওয়া যে কী কঠিন তা আমরাই জানি ।"

Rituparna Sengupta, other Tollywood stars remember Abhishek Chatterjee
শুটিঙের ফাঁকে

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta remembers Abhishek Chatterjee) বিশ্বাসই করতে পারছেন না খবরটা ৷ বললেন, "সকালে উঠে খবরটা পেলাম । বিশ্বাস করতে পারিনি । তাই বারবার জিজ্ঞেস করছিলাম সত্যি কি না । মনে হচ্ছিল সত্যি নয় । এ রকম সত্যি হওয়াটাও ঠিক নয় । আসলে পরপর এত দুঃখের খবর যে বুঝতে পারছি না । বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি অনেক কিছু দিয়েছেন । আমি চাই দর্শক যেন ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখে । অনেক ছবি করেছি ওঁর সঙ্গে । সবকটার নাম আমার মনেও নেই । আমার জীবনের বেশ কিছু শ্রেষ্ঠ ছবি ওঁর সঙ্গে করা । যেখান থেকে কমার্শিয়াল সিনেমার হিটকে আমি উপলব্ধি করলাম, তার একটা বড় অংশ হিসেবে আছেন অভিষেক চট্টোপাধ্যায় । আমি 'আলো', 'সুজন সখী'তে কাজ করেছি ওঁর সঙ্গে । যে দুটো আমার কেরিয়ারের উল্লেখযোগ্য দুটি ছবি । প্রযোজক অসীম সরকার আমাকে বলেছিলেন তুমি আমার লক্ষ্মী । অভিষেককে বাহবা দিয়ে বলেছিলেন তুমি আমাকে একটা বিরাট উপহার দিলে । সুজন সখী কেরিয়ারের প্রথম দিকের ছবি, 'শ্বেত পাথরের থালা'র পর । টলিউড একজন বড় মাপের অভিনেতাকে খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলল আজ ।"

আরও পড়ুন: Leena remembers Abhishek: গল্পে আমাকে মেরে ফেলবেন না, লীনা গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন অভিষেক

অভিনেত্রী সোনালী চৌধুরীর কথায়, "আমি দেখে এলাম মিঠুদাকে । সাদা পাঞ্জাবি পরে বেডরুমে শুয়ে আছে । কোনও অসুস্থতার ছাপ নেই মানুষটার মধ্যে । বৌদি বুকে মাথা রেখে শুয়ে আছে । ভাবতেই পারছি না মিঠুদা নেই । গতকাল ইস্মার্ট জোড়ি'র জন্য শ্যুট করল । আজ এ রকম খবর পাব ভাবিনি । জীবনটা খুব অনিশ্চিত হয়ে গিয়েছে আমাদের । সাধারণ জ্বর, সর্দি, পেট খারাপ নিয়ে আমরা সবসময়ই কাজ করি । কী এমন বড় কিছু হল যে চলে যেতে হল জানি না ।"

Rituparna Sengupta, other Tollywood stars remember Abhishek Chatterjee
ভাস্বরের সঙ্গে অভিষেক

অভিষেক চট্টোপাধ্যায়ের খুব কাছের অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলেন, "সকালে ফোনে জানতে পারলাম খবরটা । মেনে নিতে পারছি না। টেকনিশিয়ানে নিয়ে আসা হবে দেহ । এমন একটা জায়গায় শুটিং করছি যে বেরনোর উপায় নেই । পৌঁছতে পারব না । 'সাঁইবাবা' ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনের দিন দাদা এসেছিলেন । আমাকে 'সাঁই সৎচরিত' বইটি ওইদিন উপহার দেন । বলেছিলেন, এই বইটা পড়বি । চরিত্রটার জন্য কাজে লাগবে । আমার বাবা-মা এসেছিলেন ওইদিন সাংবাদিক সম্মেলনে । ওঁদের হাত ধরে গাড়ি থেকে নামিয়েছিলেন দাদা । দেখে বোঝাই যেত না অত বড় স্টার উনি । কী অমায়িক ! কী মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন অভিষেকদা । অনেকদিনের আলাপ ওঁর সঙ্গে । 'রাজমহল' এবং 'আলো' ছবিতে কাজ করেছি একসঙ্গে । 'মোহর' ধারাবাহিকেও কাজ করেছি । মাস দু‘য়েক আগে একটি স্টোরে দেখা হয়েছিল । মাছ কিনছিলেন । প্রচুর মাছ কিনলেন রবিবার । তারপর চলে গেলেন । তারপর আর দেখা হয়নি । আজও একবারটি গিয়ে দেখে আসার উপায় পেলাম না ।"

আরও পড়ুন: Abhishek Chatterjee Passes Away : মাত্র 57-তেই চিরঘুমে অভিষেক চট্টোপাধ্যায়

সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এ দিন সোশ্যালে অভিনেতাকে ঘিরে স্মৃতিচারণায় লিখেছেন, "মিঠুদা, আমরা শোকস্তব্ধ । বাকরুদ্ধ । যে চলে যায় - সে তো চলেই যায় । আর যারা পড়ে থাকে - শোক তাদের । সংযুক্তা বৌদি আর ওই একরত্তি মেয়েটার সামনে পড়ে - অগাধ সমুদ্র । আগের বছর দুর্গাপুজো শুরু হল । কী সুন্দর হইহই করে, তিনটে মানুষ একসঙ্গে আনন্দ করে বাঁচতো । কেন এমন হলো - এ প্রশ্নের উত্তর জানা নেই । নিজের মতো করে - একটা জীবন কী সুন্দর গুছিয়ে, পরিপাটি করে নিয়েছিল মিঠুদা । একটু অভিমানও হয়তো জমানো ছিল - ঋতুদার ছবিতে (দহন) অত ভালো অভিনয় করে নিজেকে প্রমাণ করার পরও, তথাকথিত বড় বড় পরিচালকরা কেউই তাঁর প্রতিভাকে কাজে লাগাতে পারেননি । কিন্তু তবু হুটহাট করে বেড়াতে বেরিয়ে পড়া, ছোট্ট অথচ সুখী পরিবারকে নিয়ে বাঁচা - দেখে কত ভালো লাগত । মনে মনে ভাবতুম - কবে মিঠুদাকে নিয়ে ডায়ালগ লিখব । মিঠুদা জানতেনও সে কথা । বড্ড কষ্ট হচ্ছে - বৌদি আর মিষ্টি মেয়েটার জন্য । এখনই তো ওর বাবাকে সবচেয়ে বেশি দরকার । ভালো লাগছে না । একদম মানতে পারছি না ।"

কলকাতা, 24 মার্চ: গতকাল আসন্ন রিয়ালিটি শো 'ইস্মার্ট জোড়ি'-র জন্য স্ত্রী সংযুক্তাকে নিয়ে কাপল ডান্সের শুটিং সেরেছেন অভিষেক চট্টোপাধ্যায় (Tollywood stars remember Abhishek)। মঙ্গলবার 'খড়কুটো'র শুটিংয়ে গিয়ে ঠিকমতো শুটিং করতে পারেননি । তাঁকে ঘিরে নানা স্মৃতিতে ভাসলেন টলিউডে তাঁর সহ-অভিনেতারা (Abhishek Chatterjee passes away)।

অভিনেত্রী রত্না ঘোষাল ইটিভি ভারতকে বলেন, "অভিষেক আমার কাছে অভিনেতা ছিল না । ও আমার ভাই ছিল । অসুস্থ ছিল । ডাক্তার বেড রেস্ট নিতে বলেছিল তিন মাস । ও বোধহয় তিন সপ্তাহও বিশ্রাম না নিয়ে শুটিংয়ে এসে হাজির হয়েছিল । আমি বলেছিলাম তুমি চলে এলে যে ? তখন আমায় বলল, বিশ্বাস কর আমি ভাল আছি । রোগা হয়ে গিয়েছি । ডায়েট করছি । ভাল আছি এখন । কাজ করতে পারব । পরশু খড়কুটোর শুটিংয়ে এসে কাজ করতে পারেনি । তার মধ্যে গতকাল কেন ও গেল ইস্মার্ট জোড়িতে আমি ভেবেই কূল করতে পারছি না । কেন করল ও এটা ? চোখের সামনে বয়সে ছোটরা চলে গেলে মেনে নেওয়া যে কী কঠিন তা আমরাই জানি ।"

Rituparna Sengupta, other Tollywood stars remember Abhishek Chatterjee
শুটিঙের ফাঁকে

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta remembers Abhishek Chatterjee) বিশ্বাসই করতে পারছেন না খবরটা ৷ বললেন, "সকালে উঠে খবরটা পেলাম । বিশ্বাস করতে পারিনি । তাই বারবার জিজ্ঞেস করছিলাম সত্যি কি না । মনে হচ্ছিল সত্যি নয় । এ রকম সত্যি হওয়াটাও ঠিক নয় । আসলে পরপর এত দুঃখের খবর যে বুঝতে পারছি না । বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি অনেক কিছু দিয়েছেন । আমি চাই দর্শক যেন ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখে । অনেক ছবি করেছি ওঁর সঙ্গে । সবকটার নাম আমার মনেও নেই । আমার জীবনের বেশ কিছু শ্রেষ্ঠ ছবি ওঁর সঙ্গে করা । যেখান থেকে কমার্শিয়াল সিনেমার হিটকে আমি উপলব্ধি করলাম, তার একটা বড় অংশ হিসেবে আছেন অভিষেক চট্টোপাধ্যায় । আমি 'আলো', 'সুজন সখী'তে কাজ করেছি ওঁর সঙ্গে । যে দুটো আমার কেরিয়ারের উল্লেখযোগ্য দুটি ছবি । প্রযোজক অসীম সরকার আমাকে বলেছিলেন তুমি আমার লক্ষ্মী । অভিষেককে বাহবা দিয়ে বলেছিলেন তুমি আমাকে একটা বিরাট উপহার দিলে । সুজন সখী কেরিয়ারের প্রথম দিকের ছবি, 'শ্বেত পাথরের থালা'র পর । টলিউড একজন বড় মাপের অভিনেতাকে খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলল আজ ।"

আরও পড়ুন: Leena remembers Abhishek: গল্পে আমাকে মেরে ফেলবেন না, লীনা গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন অভিষেক

অভিনেত্রী সোনালী চৌধুরীর কথায়, "আমি দেখে এলাম মিঠুদাকে । সাদা পাঞ্জাবি পরে বেডরুমে শুয়ে আছে । কোনও অসুস্থতার ছাপ নেই মানুষটার মধ্যে । বৌদি বুকে মাথা রেখে শুয়ে আছে । ভাবতেই পারছি না মিঠুদা নেই । গতকাল ইস্মার্ট জোড়ি'র জন্য শ্যুট করল । আজ এ রকম খবর পাব ভাবিনি । জীবনটা খুব অনিশ্চিত হয়ে গিয়েছে আমাদের । সাধারণ জ্বর, সর্দি, পেট খারাপ নিয়ে আমরা সবসময়ই কাজ করি । কী এমন বড় কিছু হল যে চলে যেতে হল জানি না ।"

Rituparna Sengupta, other Tollywood stars remember Abhishek Chatterjee
ভাস্বরের সঙ্গে অভিষেক

অভিষেক চট্টোপাধ্যায়ের খুব কাছের অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলেন, "সকালে ফোনে জানতে পারলাম খবরটা । মেনে নিতে পারছি না। টেকনিশিয়ানে নিয়ে আসা হবে দেহ । এমন একটা জায়গায় শুটিং করছি যে বেরনোর উপায় নেই । পৌঁছতে পারব না । 'সাঁইবাবা' ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনের দিন দাদা এসেছিলেন । আমাকে 'সাঁই সৎচরিত' বইটি ওইদিন উপহার দেন । বলেছিলেন, এই বইটা পড়বি । চরিত্রটার জন্য কাজে লাগবে । আমার বাবা-মা এসেছিলেন ওইদিন সাংবাদিক সম্মেলনে । ওঁদের হাত ধরে গাড়ি থেকে নামিয়েছিলেন দাদা । দেখে বোঝাই যেত না অত বড় স্টার উনি । কী অমায়িক ! কী মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন অভিষেকদা । অনেকদিনের আলাপ ওঁর সঙ্গে । 'রাজমহল' এবং 'আলো' ছবিতে কাজ করেছি একসঙ্গে । 'মোহর' ধারাবাহিকেও কাজ করেছি । মাস দু‘য়েক আগে একটি স্টোরে দেখা হয়েছিল । মাছ কিনছিলেন । প্রচুর মাছ কিনলেন রবিবার । তারপর চলে গেলেন । তারপর আর দেখা হয়নি । আজও একবারটি গিয়ে দেখে আসার উপায় পেলাম না ।"

আরও পড়ুন: Abhishek Chatterjee Passes Away : মাত্র 57-তেই চিরঘুমে অভিষেক চট্টোপাধ্যায়

সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এ দিন সোশ্যালে অভিনেতাকে ঘিরে স্মৃতিচারণায় লিখেছেন, "মিঠুদা, আমরা শোকস্তব্ধ । বাকরুদ্ধ । যে চলে যায় - সে তো চলেই যায় । আর যারা পড়ে থাকে - শোক তাদের । সংযুক্তা বৌদি আর ওই একরত্তি মেয়েটার সামনে পড়ে - অগাধ সমুদ্র । আগের বছর দুর্গাপুজো শুরু হল । কী সুন্দর হইহই করে, তিনটে মানুষ একসঙ্গে আনন্দ করে বাঁচতো । কেন এমন হলো - এ প্রশ্নের উত্তর জানা নেই । নিজের মতো করে - একটা জীবন কী সুন্দর গুছিয়ে, পরিপাটি করে নিয়েছিল মিঠুদা । একটু অভিমানও হয়তো জমানো ছিল - ঋতুদার ছবিতে (দহন) অত ভালো অভিনয় করে নিজেকে প্রমাণ করার পরও, তথাকথিত বড় বড় পরিচালকরা কেউই তাঁর প্রতিভাকে কাজে লাগাতে পারেননি । কিন্তু তবু হুটহাট করে বেড়াতে বেরিয়ে পড়া, ছোট্ট অথচ সুখী পরিবারকে নিয়ে বাঁচা - দেখে কত ভালো লাগত । মনে মনে ভাবতুম - কবে মিঠুদাকে নিয়ে ডায়ালগ লিখব । মিঠুদা জানতেনও সে কথা । বড্ড কষ্ট হচ্ছে - বৌদি আর মিষ্টি মেয়েটার জন্য । এখনই তো ওর বাবাকে সবচেয়ে বেশি দরকার । ভালো লাগছে না । একদম মানতে পারছি না ।"

Last Updated : Mar 24, 2022, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.