ETV Bharat / technology

বড়দিনের উপহার! 20 হাজার টাকা দাম কমল বাইকের

বড় দিনের আগে বিপুল পরিমাণে দাম কমল সেরা প্রিমিয়াম বাইকের ৷ একধাক্কায় 20 হাজার টাকা দাম কমেছে এই বাইকের ৷

KTM 250 Duke price
দাম কমেছে KTM 250 ডিউকের (ছবি KTM India)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 2, 2024, 5:30 PM IST

হায়দরাবাদ: প্রিমিয়াম এবং স্পোর্টস বাইক প্রস্তুতকারক সংস্থা KTM ইন্ডিয়া ব্যপক ছাড় ঘোষণা করল বাইকের দামে ৷ সংস্থার তৈরি স্পোর্টস বাইক KTM 250 Duke-এর দাম একধাক্কায় কমাল 20 হাজার টাকা ৷ নতুন দাম 2.25 লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। তবে বিপুল পরিমাণ ছাড় চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত থাকবে । ছাড়ের পাশাপাশি বাইকটি তিনটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

KTM 250 Duke-এর মূল্য
KTM 250 Duke বাইকের সম্প্রতি TFT ডিসপ্লে এবং হেডলাইটে পরিবর্তন করা হয়েছে ৷ নতুন মডেলে বাইকের এই দু’টি অংশ আপডেট করা হয়েছে ৷ এতদিন পর্যন্ত KTM 390 Duke-এ ব্যবহার করা হত বিশেষ হেডলাইট । এছাড়াও নতুন দু’টি রাইডিং মোড যোগ করা হয়েছে ৷ আপগ্রেটেড KTM 250 Duke-এ Street and Track দু’টি রাইডিং মোড যোগ হয়েছে । এই মডেলটির দাম ছিল 2.45 লক্ষ টাকা (এক্স-শোরুম) । 20 হাজার টাকা ছাড় ঘোষণায় নতুন দাম 2.25 লক্ষ টাকা হয়েছে ৷

আপগ্রেটেড মডেলে স্মার্টফোনের সঙ্গে সংযোগ করার বিকল্পও ব্য়বস্থা রয়েছে ৷ এছাড়াও রয়েছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণগুলি এর TFT স্ক্রিনের সাপোর্ট । নতুন ফিচার যোগ হলেও KTM 250 Duke-এ কোন যান্ত্রিক পরিবর্তন করা হয়নি । এতে রয়েছে একটি লিকুইড-কুলড, 249cc, একক-সিলিন্ডার ইঞ্জিন ৷ যা 9,250rpm -এ 31hp শক্তি এবং 7,250rpm -এ 25Nm টর্ক উৎপন্ন করতে পারে । এই ইঞ্জিনটি একটি 6-স্পীড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত ৷ স্লিপার ক্লাচ এবং দ্বি’মুখী কুইকশিফটারের সুবিধা রয়েছে ৷

KTM 250 Duke তিনটি রঙের বিকল্পে কিনতে পারবেন ব্যবহারকারীরা ৷ ডার্ক গ্যালভানো, ইলেকট্রনিক অরেঞ্জ এবং আটলান্টিক ব্লু। প্রসঙ্গত, নতুন KTM 250 Duke-এর দাম এখনও তার Husqvarna পার্টনার - Vitpilen 250-এর থেকে 8,000 টাকা বেশি ৷

গাড়িপ্রেমীদের জন্য সুখবর! বাজার কাঁপাতে এল BMW M2 কুপ

হায়দরাবাদ: প্রিমিয়াম এবং স্পোর্টস বাইক প্রস্তুতকারক সংস্থা KTM ইন্ডিয়া ব্যপক ছাড় ঘোষণা করল বাইকের দামে ৷ সংস্থার তৈরি স্পোর্টস বাইক KTM 250 Duke-এর দাম একধাক্কায় কমাল 20 হাজার টাকা ৷ নতুন দাম 2.25 লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। তবে বিপুল পরিমাণ ছাড় চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত থাকবে । ছাড়ের পাশাপাশি বাইকটি তিনটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

KTM 250 Duke-এর মূল্য
KTM 250 Duke বাইকের সম্প্রতি TFT ডিসপ্লে এবং হেডলাইটে পরিবর্তন করা হয়েছে ৷ নতুন মডেলে বাইকের এই দু’টি অংশ আপডেট করা হয়েছে ৷ এতদিন পর্যন্ত KTM 390 Duke-এ ব্যবহার করা হত বিশেষ হেডলাইট । এছাড়াও নতুন দু’টি রাইডিং মোড যোগ করা হয়েছে ৷ আপগ্রেটেড KTM 250 Duke-এ Street and Track দু’টি রাইডিং মোড যোগ হয়েছে । এই মডেলটির দাম ছিল 2.45 লক্ষ টাকা (এক্স-শোরুম) । 20 হাজার টাকা ছাড় ঘোষণায় নতুন দাম 2.25 লক্ষ টাকা হয়েছে ৷

আপগ্রেটেড মডেলে স্মার্টফোনের সঙ্গে সংযোগ করার বিকল্পও ব্য়বস্থা রয়েছে ৷ এছাড়াও রয়েছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণগুলি এর TFT স্ক্রিনের সাপোর্ট । নতুন ফিচার যোগ হলেও KTM 250 Duke-এ কোন যান্ত্রিক পরিবর্তন করা হয়নি । এতে রয়েছে একটি লিকুইড-কুলড, 249cc, একক-সিলিন্ডার ইঞ্জিন ৷ যা 9,250rpm -এ 31hp শক্তি এবং 7,250rpm -এ 25Nm টর্ক উৎপন্ন করতে পারে । এই ইঞ্জিনটি একটি 6-স্পীড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত ৷ স্লিপার ক্লাচ এবং দ্বি’মুখী কুইকশিফটারের সুবিধা রয়েছে ৷

KTM 250 Duke তিনটি রঙের বিকল্পে কিনতে পারবেন ব্যবহারকারীরা ৷ ডার্ক গ্যালভানো, ইলেকট্রনিক অরেঞ্জ এবং আটলান্টিক ব্লু। প্রসঙ্গত, নতুন KTM 250 Duke-এর দাম এখনও তার Husqvarna পার্টনার - Vitpilen 250-এর থেকে 8,000 টাকা বেশি ৷

গাড়িপ্রেমীদের জন্য সুখবর! বাজার কাঁপাতে এল BMW M2 কুপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.