ETV Bharat / state

ভারতের জাতীয় পতাকায় প্রণাম না-করলে চিকিৎসা নয়, বাংলাদেশি রোগীদের বার্তা চিকিৎসকের - INDIAN NATIONAL FLAG

শিলিগুড়ির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় চেম্বারের বাইরে টাঙিয়েছেন তেরঙা ৷ প্রণাম না-করলে চিকিৎসা করবেন না-বলেও জানিয়েছেন তিনি ৷

INDIAN NATIONAL FLAG
জাতীয় পতাকায় প্রণাম না-করলে চিকিৎসা নয়, চেম্বারের বাইরে তেরঙা টাঙিয়ে বার্তা চিকিৎসকের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 5:21 PM IST

শিলিগুড়ি, 2 ডিসেম্বর: উত্তাল বাংলাদেশে অপমানিত হয়েছে ভারতের জাতীয় পতাকা । পদ্মাপারে পা-দিয়ে মাড়ানো হয়েছে তেরঙা । তার বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন শিলিগুড়ির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় ।

তিনি তাঁর চেম্বারে ভারতের পতাকা লাগিয়ে দিয়েছেন । সঙ্গে দিয়েছেন এক সামাজিক বার্তা । যে সকল রোগী তাঁর কাছে আসবেন, তাঁদের প্রত্যেককে পতাকাকে আগে প্রণাম করতে হবে, তারপরেই ওই রোগীর চিকিৎসা করবেন তিনি ।

ভারতের জাতীয় পতাকায় প্রণাম না-করলে চিকিৎসা নয়, বাংলাদেশি রোগীদের বার্তা চিকিৎসকের (ইটিভি ভারত)

বিশেষ করে বাংলাদেশের রোগীদের উদ্দেশ্যে ওই বার্তা দিয়েছেন ড. শেখর বন্দ্যোপাধ্য়ায় । যিনি প্রণাম করবেন না সেই রোগীকে তিনি পরিষেবা দিতে নারাজ । আর ওই চিকিৎসকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে চিকিৎসকমহল থেকে বুদ্ধিজীবীরা ।

শনিবার রাত থেকেই ড. বন্দ্যোপাধ্যায় আশ্রমপাড়ায় নিজের চেম্বারে এই ব্যবস্থা চালু করেছেন । চেম্বারের বাইরে নোটিশ বোর্ডে রীতিমতো লাগিয়েছেন সেই সামাজিক বার্তা ও চেম্বারের দরজায় জাতীয় পতাকা । ইতিমধ্যে তাঁর চেম্বারে আসা রোগী থেকে শুরু করে কমপাউন্ডার-সহ মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ সকলেই প্রণাম করে ঢুকেছেন । তিনি নিজেও প্রতিদিন পতাকা প্রণাম করে চেম্বার শুরু করছেন ।

Indian National Flag
শিলিগুড়ির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় চেম্বারের বাইরে টাঙিয়েছেন তেরঙা (নিজস্ব চিত্র)

ওপার বাংলায় যেভাবে ভারতের পতাকার অপমান হয়েছে, তা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি । তাঁর বক্তব্য, সোশাল মিডিয়ায় সকলে নানারকম পোস্ট করছেন ৷ কিন্তু কেউ এটা নিয়ে পোস্ট করছেন না । দেশকে ভালোবাসি মুখে বললেই হবে না । তার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে । সেই কারণেই তিনি এই উদ্যোগ নিয়েছেন ।

তাছাড়া বাংলাদেশের ঘটনায় তিনি তিতিবিরক্ত । কিন্তু চিকিৎসক বলে সকলেই তিনি পরিষেবা দিতে বদ্ধপরিকর । তাই তিনি সেবা করবেন, কিন্তু তার আগে অবশ্যই ভারতের পতাকাকে সম্মান জানাতে হবে । পতাকাকে প্রণাম করতে হবে তাঁর সামনেই ।

সোমবার চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আমার দেশকে ভালোবাসি । তাই আমার দেশের অপমান আমি মুখ বুঝে সহ্য করতে পারব না । আমার কাছে প্রচুর বাংলাদেশের রোগী আসেন । তাঁরা যদি আমার সামনে পতাকাকে সম্মান জানিয়ে প্রণাম করেন, তাহলেই আমি তাঁদের দেখব । নইলে আমি কাউকে কোনও পরিষেবা দেব না । চেম্বারে আসা প্রতিটি রোগীকেই এই কাজ করতে হবে । একইভাবে আমরাও প্রতিদিন পতাকাকে প্রণাম করব । এই কাজটা আমাদের প্রত্যেকের করা উচিত বলে আমি মনে করি ।"

Indian National Flag
জাতীয় পতাকায় প্রণামের বার্তা (নিজস্ব চিত্র)

উত্তর দিনাজপুর থেকে আগত রোগী সরিফুদ্দিন রহমান বলেন, "ডাক্তারবাবু যা করেছেন ঠিক করেছেন । জাতীয় পতাকাকে কোনোভাবেই অপমান করা উচিত হয়নি । যেভাবে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, ওই দেশের সরকারের উচিত প্রতিরোধ করার ।"

আরেক রোগীর আত্মীয় প্রিয়াং দে বলেন, "ডাক্তারবাবুর এই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয় । আমাদের এবার প্রতিবাদের সময় এসেছে । সবাইকে একইভাবে এবার সরব হতে হবে ।"

শিলিগুড়ি, 2 ডিসেম্বর: উত্তাল বাংলাদেশে অপমানিত হয়েছে ভারতের জাতীয় পতাকা । পদ্মাপারে পা-দিয়ে মাড়ানো হয়েছে তেরঙা । তার বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন শিলিগুড়ির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় ।

তিনি তাঁর চেম্বারে ভারতের পতাকা লাগিয়ে দিয়েছেন । সঙ্গে দিয়েছেন এক সামাজিক বার্তা । যে সকল রোগী তাঁর কাছে আসবেন, তাঁদের প্রত্যেককে পতাকাকে আগে প্রণাম করতে হবে, তারপরেই ওই রোগীর চিকিৎসা করবেন তিনি ।

ভারতের জাতীয় পতাকায় প্রণাম না-করলে চিকিৎসা নয়, বাংলাদেশি রোগীদের বার্তা চিকিৎসকের (ইটিভি ভারত)

বিশেষ করে বাংলাদেশের রোগীদের উদ্দেশ্যে ওই বার্তা দিয়েছেন ড. শেখর বন্দ্যোপাধ্য়ায় । যিনি প্রণাম করবেন না সেই রোগীকে তিনি পরিষেবা দিতে নারাজ । আর ওই চিকিৎসকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে চিকিৎসকমহল থেকে বুদ্ধিজীবীরা ।

শনিবার রাত থেকেই ড. বন্দ্যোপাধ্যায় আশ্রমপাড়ায় নিজের চেম্বারে এই ব্যবস্থা চালু করেছেন । চেম্বারের বাইরে নোটিশ বোর্ডে রীতিমতো লাগিয়েছেন সেই সামাজিক বার্তা ও চেম্বারের দরজায় জাতীয় পতাকা । ইতিমধ্যে তাঁর চেম্বারে আসা রোগী থেকে শুরু করে কমপাউন্ডার-সহ মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ সকলেই প্রণাম করে ঢুকেছেন । তিনি নিজেও প্রতিদিন পতাকা প্রণাম করে চেম্বার শুরু করছেন ।

Indian National Flag
শিলিগুড়ির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় চেম্বারের বাইরে টাঙিয়েছেন তেরঙা (নিজস্ব চিত্র)

ওপার বাংলায় যেভাবে ভারতের পতাকার অপমান হয়েছে, তা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি । তাঁর বক্তব্য, সোশাল মিডিয়ায় সকলে নানারকম পোস্ট করছেন ৷ কিন্তু কেউ এটা নিয়ে পোস্ট করছেন না । দেশকে ভালোবাসি মুখে বললেই হবে না । তার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে । সেই কারণেই তিনি এই উদ্যোগ নিয়েছেন ।

তাছাড়া বাংলাদেশের ঘটনায় তিনি তিতিবিরক্ত । কিন্তু চিকিৎসক বলে সকলেই তিনি পরিষেবা দিতে বদ্ধপরিকর । তাই তিনি সেবা করবেন, কিন্তু তার আগে অবশ্যই ভারতের পতাকাকে সম্মান জানাতে হবে । পতাকাকে প্রণাম করতে হবে তাঁর সামনেই ।

সোমবার চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আমার দেশকে ভালোবাসি । তাই আমার দেশের অপমান আমি মুখ বুঝে সহ্য করতে পারব না । আমার কাছে প্রচুর বাংলাদেশের রোগী আসেন । তাঁরা যদি আমার সামনে পতাকাকে সম্মান জানিয়ে প্রণাম করেন, তাহলেই আমি তাঁদের দেখব । নইলে আমি কাউকে কোনও পরিষেবা দেব না । চেম্বারে আসা প্রতিটি রোগীকেই এই কাজ করতে হবে । একইভাবে আমরাও প্রতিদিন পতাকাকে প্রণাম করব । এই কাজটা আমাদের প্রত্যেকের করা উচিত বলে আমি মনে করি ।"

Indian National Flag
জাতীয় পতাকায় প্রণামের বার্তা (নিজস্ব চিত্র)

উত্তর দিনাজপুর থেকে আগত রোগী সরিফুদ্দিন রহমান বলেন, "ডাক্তারবাবু যা করেছেন ঠিক করেছেন । জাতীয় পতাকাকে কোনোভাবেই অপমান করা উচিত হয়নি । যেভাবে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, ওই দেশের সরকারের উচিত প্রতিরোধ করার ।"

আরেক রোগীর আত্মীয় প্রিয়াং দে বলেন, "ডাক্তারবাবুর এই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয় । আমাদের এবার প্রতিবাদের সময় এসেছে । সবাইকে একইভাবে এবার সরব হতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.