কলকাতা : বাইপাসের ধারে একটি হাসপাতালে ভরতি ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান । তাঁর হাসপাতালে ভরতি হওয়া নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল টলি পাড়ায় । তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন । হাসপাতাল থেকে বাড়ি ফিরে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করে একথা নিজেই জানিয়েছেন তিনি ।
ভিডিয়োতে নুসরত বলেন, "আমি এখন একেবারেই ঠিক আছি । কোনও গুজবে কান দেবেন না । মনে হয় ডাস্ট অ্যালার্জি থেকে আমার অ্যাজ়মার সমস্যা হয়েছিল । ডাক্তারাও তেমনই বলেছেন । এক দু'দিন বিশ্রাম নেব, তারপর ফের কাজে যোগ দেব । অনেক কাজ পড়ে রয়েছে । আমার লোকসভা এলাকায় যাব । এছাড়া দিল্লিতেও যেতে হবে ।" পাশাপাশি ফ্যানদের ধন্যবাদও জানিয়েছেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বরাবরই অ্যাজ়মার সমস্যা ছিল নুসরতের । 17 নভেম্বর রাতে সেটাই বড় আকার নেয় । শ্বাসকষ্ট শুরু হয় তাঁর । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে । যদিও তাঁর অসুস্থতা নিয়ে শুরু হয়েছিল জল্পনা । শোনা যাচ্ছিল, অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছেন তিনি । আর সেই ড্রাগ ওভারডোজ়ের কারণেই অসুস্থ হয়ে পড়েন । পরে অবশ্য আসল কারণ জানা যায় । সেই জন্যই ভিডিয়োতে ফ্যানদের কোনও গুজবে কান দিতে বারণ করেছেন নুসরত ।
আরও পড়ুন : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নুসরত
17 তারিখ রাত থেকেই নুসরতের সঙ্গে ছিলেন স্বামী নিখিল । হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল নুসরতকে । তাঁর স্বাস্থ্য সম্পর্কিত কোনও বিষয়ে যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।
কাজের দিক থেকে আপাতত পাভেল পরিচালিত 'অসুর' ছবিতে অভিনয় করছেন নুসরত ।