ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রেফতার 4, উদ্ধার গয়না - BANKURA ROBBERY CASE

বাঁকুড়ার মেজিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হল 4 জনকে ৷ তাঁদের থেকে উদ্ধার হয়েছে কিছু গয়না ও অন্যান্য সামগ্রী ৷

ETV BHARAT
আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রেফতার 4 (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 2:39 PM IST

বাঁকুড়া, 1 নভেম্বর: আগ্নেয়াস্ত্র নিয়ে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করল বাঁকুড়ার মেজিয়া থানার পুলিশ । আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ ।

গত 26 অক্টোবর মেজিয়া থানার শ্যামাপুর গ্রামে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় সাফল্য পেল পুলিশ ৷ পরিবারের লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অলঙ্কার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ডাকাত দল । ওই ঘটনার তদন্তে নেমে গতকাল মেজিয়া থানা এলাকা থেকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ।

আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রেফতার 4 (নিজস্ব চিত্র)

গত 26 অক্টোবর শ্যামাপুর গ্রামে গভীর রাতে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল হানা দেয় অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে । বাড়িতে ঢুকে বেশকিছু নগদা টাকা ও অলঙ্কার নিয়ে তারা চম্পট দেয় । গৃহস্থের দাবি, ওই ডাকাতদলটি আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দিয়েছিল ওই বাড়িতে । পরের দিন পরিবারের তরফে মেজিয়া থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় । এরপরই এই ঘটনার তদন্তে নামে পুলিশ ।

বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে গতকাল পুলিশ মেজিয়া থানা এলাকা থেকে বিশ্বাস রুইদাস, মনভোলা বাউরী, শুকু মুদিকড়া ও জুলফিকার শেখ নামে চার ডাকাতকে গ্রেফতার করে । গ্রেফতার হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অলঙ্কার, একাধিক মোবাইল ফোন-সহ নানা সামগ্রী উদ্ধার হয়েছে ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে অন্যান্য সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এই ডাকাত দলের অন্যান্য সদস্যদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে । ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ৷ বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বলেন, "আমরা ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করব ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে ডাকাত দলের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করা হবে ৷"

বাঁকুড়া, 1 নভেম্বর: আগ্নেয়াস্ত্র নিয়ে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করল বাঁকুড়ার মেজিয়া থানার পুলিশ । আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ ।

গত 26 অক্টোবর মেজিয়া থানার শ্যামাপুর গ্রামে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় সাফল্য পেল পুলিশ ৷ পরিবারের লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অলঙ্কার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ডাকাত দল । ওই ঘটনার তদন্তে নেমে গতকাল মেজিয়া থানা এলাকা থেকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ।

আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রেফতার 4 (নিজস্ব চিত্র)

গত 26 অক্টোবর শ্যামাপুর গ্রামে গভীর রাতে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল হানা দেয় অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে । বাড়িতে ঢুকে বেশকিছু নগদা টাকা ও অলঙ্কার নিয়ে তারা চম্পট দেয় । গৃহস্থের দাবি, ওই ডাকাতদলটি আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দিয়েছিল ওই বাড়িতে । পরের দিন পরিবারের তরফে মেজিয়া থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় । এরপরই এই ঘটনার তদন্তে নামে পুলিশ ।

বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে গতকাল পুলিশ মেজিয়া থানা এলাকা থেকে বিশ্বাস রুইদাস, মনভোলা বাউরী, শুকু মুদিকড়া ও জুলফিকার শেখ নামে চার ডাকাতকে গ্রেফতার করে । গ্রেফতার হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অলঙ্কার, একাধিক মোবাইল ফোন-সহ নানা সামগ্রী উদ্ধার হয়েছে ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে অন্যান্য সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এই ডাকাত দলের অন্যান্য সদস্যদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে । ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ৷ বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বলেন, "আমরা ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করব ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে ডাকাত দলের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.