ETV Bharat / state

কালীপুজোর মণ্ডপে 51 ফুটের জগন্নাথ দর্শন, সঙ্গে নানা স্বাদের অনুষ্ঠান; যাবেন ?

দমদম মিলন সংঘের কালীপুজোর এবারের থিম 'সোনা মায়ের জগন্নাথ দর্শন'৷ আর পুজো ঘিরে চলছে নানা রঙের অনুষ্ঠান ৷

ETV BHARAT
কালীপুজোর থিম 'সোনা মায়ের জগন্নাথ দর্শন' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 2:47 PM IST

দমদম, 1 নভেম্বর: কালীপুজোর মণ্ডপে গিয়ে জগন্নাথ দর্শন ৷ এমনই সুযোগ করে দিয়েছে দমদম মিলন সংঘ ৷ তাদের 51তম বর্ষের শ্যামাপুজোয় এবারের থিম 'সোনা মায়ের জগন্নাথ দর্শন'।

দুর্গাপুজোর পর বাঙালির অন্যতম বড় উৎসব কালীপুজো । শুধু বাঙালি কেন, গোটা বঙ্গবাসীর কাছেই এই পুজো সমাদৃত । দমদম মিলন সংঘে দক্ষিণা কালী মাকে সোনার প্রলেপ দেওয়া অলঙ্কারে সাজানো হয়েছে । মণ্ডপের প্রবেশ দ্বারে বসানো রয়েছে জগন্নাথ দেবের 51 ফুট লম্বা একটি মূর্তি । যা ভক্তদের জন্য একটি ঐশ্বরিক এবং মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করবে বলে উদ্যোক্তাদের বিশ্বাস ।

দমদম মিলন সংঘের কালীপুজো (নিজস্ব ভিডিয়ো)

পুজোর শুভ উদ্বোধন করেন জগন্নাথ পুরী মন্দিরের দ্বৈতপতি রামচন্দ্র দাস মহাপাত্র, কলকাতায় মার্কিন কনস্যুলেট জেনারেল মিসেস ক্যাথি গাইলস ডায়াজ ও জগন্নাথ গবেষক তথা উদাসীন সম্প্রদায়ের গুরু স্বামী শুভেন্দু মুনি বাবা ।

উল্লেখ্য, 51তম বর্ষ উপলক্ষে 29 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে এই পুজো কমিটি । অনুষ্ঠান পরিবেশন করবেন রূপঙ্কর বাগচী, তৃষা চট্টোপাধ্যায়, শাব্বির কুমার, অমিত গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে । প্রতিদিনই নৃত্যনাট্য, গান, যাত্রা সবেরই আসর বসছে পুজোকে কেন্দ্র করে । আর প্রতিদিনই অগণিত মানুষের ঢল নামছে পুজো প্রাঙ্গণে ৷ মা কালী দর্শনের পাশাপাশি জগন্নাথ দর্শন - একেই বলে একসঙ্গে রথ দেখা ও কলা বেচা । বিন্যস্ত এলাকা জুড়ে পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে দমদম মিলন সংঘের উদ্যোগে ।

ETV BHARAT
দমদম মিলন সংঘের কালীপুজো (নিজস্ব চিত্র)

নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের 1 নম্বর গেটের কাছের এই পুজো মণ্ডপে একবার ঘুরে আসবেন মনে করলে ঠিকানাটা জেনে নিন ৷ তরুণ সেনগুপ্ত সরণি, বিমানবন্দরের গেট নং 1, দমদম, কলকাতা-700079।

দমদম, 1 নভেম্বর: কালীপুজোর মণ্ডপে গিয়ে জগন্নাথ দর্শন ৷ এমনই সুযোগ করে দিয়েছে দমদম মিলন সংঘ ৷ তাদের 51তম বর্ষের শ্যামাপুজোয় এবারের থিম 'সোনা মায়ের জগন্নাথ দর্শন'।

দুর্গাপুজোর পর বাঙালির অন্যতম বড় উৎসব কালীপুজো । শুধু বাঙালি কেন, গোটা বঙ্গবাসীর কাছেই এই পুজো সমাদৃত । দমদম মিলন সংঘে দক্ষিণা কালী মাকে সোনার প্রলেপ দেওয়া অলঙ্কারে সাজানো হয়েছে । মণ্ডপের প্রবেশ দ্বারে বসানো রয়েছে জগন্নাথ দেবের 51 ফুট লম্বা একটি মূর্তি । যা ভক্তদের জন্য একটি ঐশ্বরিক এবং মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করবে বলে উদ্যোক্তাদের বিশ্বাস ।

দমদম মিলন সংঘের কালীপুজো (নিজস্ব ভিডিয়ো)

পুজোর শুভ উদ্বোধন করেন জগন্নাথ পুরী মন্দিরের দ্বৈতপতি রামচন্দ্র দাস মহাপাত্র, কলকাতায় মার্কিন কনস্যুলেট জেনারেল মিসেস ক্যাথি গাইলস ডায়াজ ও জগন্নাথ গবেষক তথা উদাসীন সম্প্রদায়ের গুরু স্বামী শুভেন্দু মুনি বাবা ।

উল্লেখ্য, 51তম বর্ষ উপলক্ষে 29 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে এই পুজো কমিটি । অনুষ্ঠান পরিবেশন করবেন রূপঙ্কর বাগচী, তৃষা চট্টোপাধ্যায়, শাব্বির কুমার, অমিত গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে । প্রতিদিনই নৃত্যনাট্য, গান, যাত্রা সবেরই আসর বসছে পুজোকে কেন্দ্র করে । আর প্রতিদিনই অগণিত মানুষের ঢল নামছে পুজো প্রাঙ্গণে ৷ মা কালী দর্শনের পাশাপাশি জগন্নাথ দর্শন - একেই বলে একসঙ্গে রথ দেখা ও কলা বেচা । বিন্যস্ত এলাকা জুড়ে পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে দমদম মিলন সংঘের উদ্যোগে ।

ETV BHARAT
দমদম মিলন সংঘের কালীপুজো (নিজস্ব চিত্র)

নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের 1 নম্বর গেটের কাছের এই পুজো মণ্ডপে একবার ঘুরে আসবেন মনে করলে ঠিকানাটা জেনে নিন ৷ তরুণ সেনগুপ্ত সরণি, বিমানবন্দরের গেট নং 1, দমদম, কলকাতা-700079।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.