ETV Bharat / sitara

অমিত শাহ কিন্তু শুধুমাত্র একজন টুরিস্ট, বুঝিয়ে দিলেন নুসরত - nusrat jahan social media

সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান । বললেন অমিত শাহ আর তাঁর সঙ্গীরা কিন্তু এই রাজ্যে ক্ষণিকের অতিথি মাত্র ।

nusrat jahan to amit shah
nusrat jahan to amit shah
author img

By

Published : Dec 21, 2020, 10:12 PM IST

কলকাতা : শুক্রবার রাত থেকে রবিবার সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গে ঝটিকা সফর সেরেছেন অমিত শাহ । রীতিমতো ঝড় বইয়ে দিয়ে গেছেন তিনি রাজ্যে । তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন স্পষ্টবক্তা নুসরত জাহান । যদিও তাঁকে প্রতিদিন ট্রোলের মুখে পড়তে হয়, তবুও নিজের কথা খোলাখুলি বলতেই ভালোবাসেন তিনি ।

সাম্প্রতিক টুইটে নুসরত বুঝিয়ে দিয়েছেন যে, অমিত শাহ সহ বিজেপির লোকজন কিন্তু শুধুমাত্র টুরিস্টই, ক্ষণিকের অতিথি ।

নুসরত লিখেছেন, "কয়েকদিন হল পশ্চিমবঙ্গে পর্যটনশিল্প উন্নতির শীর্ষে পৌঁছেছে । এর জন্য ধন্যবাদ বিজেপি নেতাদের । দেখে খুব ভালো লাগছে যে, ওরা পশ্চিমবঙ্গকে এতটা ভালোবাসেন ।"

সঙ্গে নুসরত এটাও যোগ করেছেন, "তবে ওদের এটা মনে করিয়ে দিতে হবে যে, ওরা শুধুমাত্র টুরিস্ট । অমিত শাহজি, আশা করি আপনি ও আপনার সঙ্গীরা এই ক্ষণিকের আনন্দ উপভোগ করেছেন !"

সঙ্গে একটা হ্যাশট্যাগও জুড়েছেন অভিনেত্রী-সাংসদ । #BJPSeHobeNa অর্থাৎ বিজেপির দ্বারা হবে না । দেখে নিন তাঁর টুইট...

  • Recently, tourism in WB is at its peak, thanks to @BJP4India leaders.

    Heartwarming to see that they love WB so much, but they must be reminded that they are ONLY tourists.@AmitShah ji, I hope you & your companions are enjoying this brief moment of glee!#BJPSeHobeNa

    — Nusrat Jahan Ruhi (@nusratchirps) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা : শুক্রবার রাত থেকে রবিবার সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গে ঝটিকা সফর সেরেছেন অমিত শাহ । রীতিমতো ঝড় বইয়ে দিয়ে গেছেন তিনি রাজ্যে । তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন স্পষ্টবক্তা নুসরত জাহান । যদিও তাঁকে প্রতিদিন ট্রোলের মুখে পড়তে হয়, তবুও নিজের কথা খোলাখুলি বলতেই ভালোবাসেন তিনি ।

সাম্প্রতিক টুইটে নুসরত বুঝিয়ে দিয়েছেন যে, অমিত শাহ সহ বিজেপির লোকজন কিন্তু শুধুমাত্র টুরিস্টই, ক্ষণিকের অতিথি ।

নুসরত লিখেছেন, "কয়েকদিন হল পশ্চিমবঙ্গে পর্যটনশিল্প উন্নতির শীর্ষে পৌঁছেছে । এর জন্য ধন্যবাদ বিজেপি নেতাদের । দেখে খুব ভালো লাগছে যে, ওরা পশ্চিমবঙ্গকে এতটা ভালোবাসেন ।"

সঙ্গে নুসরত এটাও যোগ করেছেন, "তবে ওদের এটা মনে করিয়ে দিতে হবে যে, ওরা শুধুমাত্র টুরিস্ট । অমিত শাহজি, আশা করি আপনি ও আপনার সঙ্গীরা এই ক্ষণিকের আনন্দ উপভোগ করেছেন !"

সঙ্গে একটা হ্যাশট্যাগও জুড়েছেন অভিনেত্রী-সাংসদ । #BJPSeHobeNa অর্থাৎ বিজেপির দ্বারা হবে না । দেখে নিন তাঁর টুইট...

  • Recently, tourism in WB is at its peak, thanks to @BJP4India leaders.

    Heartwarming to see that they love WB so much, but they must be reminded that they are ONLY tourists.@AmitShah ji, I hope you & your companions are enjoying this brief moment of glee!#BJPSeHobeNa

    — Nusrat Jahan Ruhi (@nusratchirps) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.