ETV Bharat / sitara

এক কাপ কফিতে তোমাকে চাই, বললেন যশ-নুসরত... - নুসরত জাহানের খবর

ভালো সময় কাটানোর জন্য পার্টি করা বা বেড়াতে যাওয়ার প্রয়োজন পড়ে না । ইচ্ছে এবং মানসিকতার মিল থাকলে শুধুমাত্র কফির আড্ডাতেই অনেক কিছু হতে পারে । জানান দিলেন যশ আর নুসরত ।

Nusrat Jahan and Yash Dasgupta meet over coffee
Nusrat Jahan and Yash Dasgupta meet over coffee
author img

By

Published : Mar 12, 2021, 12:03 PM IST

কলকাতা : নুসরত জাহান আর যশ দাশগুপ্তর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায় । ব্যাপারটা নিজমুখে স্বীকার না করলেও অস্বীকারও করেননি দু'জনে । আর এরই মাঝে তাঁদের একটি পোস্ট নিয়ে তোলপাড় পড়ে গেছে সোশাল মিডিয়ায় ।

দু'টি কফি কাপ, আর একগোছা সাদা গোলাপ...এমনই সুন্দর এক ছবি শেয়ার করেছিলেন নুসরত । ক্যাপশনে লেখা, 'শুধুমাত্র কফি খেতে খেতেই অনেক কিছু হতে পারে..'

এত অবধি ঠিক ছিল, তবে পোস্টটি যশকে ট্যাগ করেছেন অভিনেত্রী । তারপর থেকেই জল্পনা শুরু নেটিজেনদের মধ্যে । তাহলে নুসরতের সঙ্গে কফির আড্ডায় যশ ছিলেন ?

জল্পনা সত্যি হল কিছু সময়ের মধ্যেই । কারণ নুসরতের পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করলেন স্বয়ং যশ । দু'কাপ কফির গভীরতা যে বহুদূর বিস্তৃত, তা বুঝতে বাকি রইল না কারও ।

দেখে নিন...

Nusrat Jahan and Yash Dasgupta meet over coffee
এই সেই ইনস্টাস্টোরি..

কলকাতা : নুসরত জাহান আর যশ দাশগুপ্তর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায় । ব্যাপারটা নিজমুখে স্বীকার না করলেও অস্বীকারও করেননি দু'জনে । আর এরই মাঝে তাঁদের একটি পোস্ট নিয়ে তোলপাড় পড়ে গেছে সোশাল মিডিয়ায় ।

দু'টি কফি কাপ, আর একগোছা সাদা গোলাপ...এমনই সুন্দর এক ছবি শেয়ার করেছিলেন নুসরত । ক্যাপশনে লেখা, 'শুধুমাত্র কফি খেতে খেতেই অনেক কিছু হতে পারে..'

এত অবধি ঠিক ছিল, তবে পোস্টটি যশকে ট্যাগ করেছেন অভিনেত্রী । তারপর থেকেই জল্পনা শুরু নেটিজেনদের মধ্যে । তাহলে নুসরতের সঙ্গে কফির আড্ডায় যশ ছিলেন ?

জল্পনা সত্যি হল কিছু সময়ের মধ্যেই । কারণ নুসরতের পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করলেন স্বয়ং যশ । দু'কাপ কফির গভীরতা যে বহুদূর বিস্তৃত, তা বুঝতে বাকি রইল না কারও ।

দেখে নিন...

Nusrat Jahan and Yash Dasgupta meet over coffee
এই সেই ইনস্টাস্টোরি..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.