ETV Bharat / sitara

'ক্লোন'-এর গান রেকর্ড করলেন নচিকেতা - nachiketa record song

শোনা যায়, এই পৃথিবীতে একই রকম দেখতে নাকি সাতজন মানুষ আছে । একইরকম দেখতে হওয়ায় সমস্যা তৈরি হয় । 'ক্লোন' ছবির গল্পও অনেকটা সেরকমই ।

xf
author img

By

Published : Nov 12, 2019, 7:30 PM IST

কলকাতা : পরিচালক প্রীতম এমের ছবি 'ক্লোন'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং বিনীতা মুখোপাধ্যায় । ছবির সংগীত পরিচালক রাজর্ষি সেনগুপ্ত এবং প্লেব্যাক করেছেন নচিকেতা চক্রবর্তী । সম্প্রতি লেকটাউনের একটি স্টুডিয়োতে গানের রেকর্ডিং সারলেন নচিকেতা । গানের নাম 'এমনও হয়'। সেই রেকর্ডিংয়ের একটি ভিডিয়ো এসেছে ETV ইটিভি ভারত সিতারার কাছে ।

ছবি সম্পর্কে নচিকেতা বলেন, "ছবির নাম 'ক্লোন'। আর যে গানটি গাইলাম, সেখানে ক্লোনের কথা বলা আছে । একই রকম দেখতে মুখ কিংবা মুখোশ । গানটা খুব ভালো হয়েছে । এখন দেখি লোকে কীভাবে বিষয়টাকে গ্রহণ করে । ছবিটি পরিচালনা করেছেন অর্ণব এবং প্রীতম । প্রীতমকে অনেকদিন ধরেই চিনি । আমার বহু দিনের পরিচিত । রাজর্ষি এই গানটা বানিয়েছে, লিখেছে এবং সুর দিয়েছে । গানটা ভালো হয়েছে । ওদের জন্য আমার শুভেচ্ছা রইল । এই শর্ট ফিল্ম থেকে ওরা পূর্ণদৈর্ঘ্যের একটা ছবি বানাক, সেটাই কামনা করি ।"

শোনা যায়, এই পৃথিবীতে একই রকম দেখতে নাকি সাতজন মানুষ আছে । একইরকম দেখতে হওয়ায় সমস্যা তৈরি হয় । 'ক্লোন' ছবির গল্পও অনেকটা সেরকমই ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : পরিচালক প্রীতম এমের ছবি 'ক্লোন'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং বিনীতা মুখোপাধ্যায় । ছবির সংগীত পরিচালক রাজর্ষি সেনগুপ্ত এবং প্লেব্যাক করেছেন নচিকেতা চক্রবর্তী । সম্প্রতি লেকটাউনের একটি স্টুডিয়োতে গানের রেকর্ডিং সারলেন নচিকেতা । গানের নাম 'এমনও হয়'। সেই রেকর্ডিংয়ের একটি ভিডিয়ো এসেছে ETV ইটিভি ভারত সিতারার কাছে ।

ছবি সম্পর্কে নচিকেতা বলেন, "ছবির নাম 'ক্লোন'। আর যে গানটি গাইলাম, সেখানে ক্লোনের কথা বলা আছে । একই রকম দেখতে মুখ কিংবা মুখোশ । গানটা খুব ভালো হয়েছে । এখন দেখি লোকে কীভাবে বিষয়টাকে গ্রহণ করে । ছবিটি পরিচালনা করেছেন অর্ণব এবং প্রীতম । প্রীতমকে অনেকদিন ধরেই চিনি । আমার বহু দিনের পরিচিত । রাজর্ষি এই গানটা বানিয়েছে, লিখেছে এবং সুর দিয়েছে । গানটা ভালো হয়েছে । ওদের জন্য আমার শুভেচ্ছা রইল । এই শর্ট ফিল্ম থেকে ওরা পূর্ণদৈর্ঘ্যের একটা ছবি বানাক, সেটাই কামনা করি ।"

শোনা যায়, এই পৃথিবীতে একই রকম দেখতে নাকি সাতজন মানুষ আছে । একইরকম দেখতে হওয়ায় সমস্যা তৈরি হয় । 'ক্লোন' ছবির গল্পও অনেকটা সেরকমই ।

দেখুন ভিডিয়ো
Intro:পরিচালক প্রীতম এমের ছবি 'ক্লোন'। প্রযোজনা করছেন পৌলোমী বিশ্বাস এবং ইম্প্যাক্ট প্রযোজনা সংস্থা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং বিনীতা মুখোপাধ্যায়। ছবির সংগীত পরিচালক রাজর্ষি সেনগুপ্ত এবং প্লেব্যাক করেছেন নচিকেতা চক্রবর্তী। সম্প্রতি লেকটাউনের একটি স্টুডিওতে গানের রেকর্ডিং সারলেন নচিকেতা। গানের নাম 'এমনও হয়'। সেই রেকর্ডিংয়েরই একটি ভিডিও এসেছে ETV ইটিভি ভারত সিতারার কাছে। সেখানে নচিকেতা কী বলছেন ছবি এবং গান সম্পর্কে?


Body:নচিকেতা বলছেন, "ছবির নাম ভিশন ইন্টারেস্টিং, 'ক্লোন'। আর এইমাত্র যে গানটি গাইলাম, সেখানে ক্লোনের কথা বলা আছে। একই রকম দেখতে মুখ কিংবা মুখোশ। গানটা খুব ভালো হয়েছে। এখন দেখি লোকে কীভাবে বিষয়টাকে অ্যাকসেপ্ট করে। ছবির পরিচালনা করেছেন অর্ণব এবং প্রীতম। প্রীতমকে অনেকদিন ধরেই চিনি। আমার বহু দিনের পরিচিত। আমার গানের গুণগ্রাহী। বুবাই, মানে রাজর্ষি এই গানটা বানিয়েছে, লিখেছে এবং সুর করেছে। গানটা ভালো হয়েছে। ওঁদের জন্য আমার শুভেচ্ছা রইল। এই শর্ট ফিল্ম থেকে ওঁরা পূর্ণদৈর্ঘ্যের একটা ছবি বানাক, সেটাই কামনা করি।"




Conclusion:এমনটা তো শুনতে পাওয়া যায়, এই পৃথিবীতে একই রকম দেখতে নাকি ৭জন মানুষ আছে। অবিকল একই রকম দেখতে মানুষ মাঝেমধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। 'ক্লোন' ছবির গল্পও অনেকটা সেরকমই।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.