ETV Bharat / sitara

'শেষের গল্প' কি পরিণতির কথা বলবে? সামনে এল পোস্টার - Amit

রবীন্দ্রনাথের 'শেষের কবিতা'-এ শেষ হয় অমিত লাবণ্যর বিচ্ছেদের মধ্যে দিয়ে। তারপর অনেকেই কল্পনা করার চেষ্টা করেছেন অমিত-লাবণ্যের পরবর্তী জীবনের কথা। নবাগত পরিচালক জিৎ চক্রবর্তী নিজের কল্পনাকে সিনেমার রূপ দিলেন। তৈরি করলেন 'শেষের গল্প'। মুক্তি পেল ছবিটির প্রথম পোস্টার।

শেষের গল্প
author img

By

Published : Jun 28, 2019, 12:27 PM IST

কলকাতা : রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' যেন পেরিয়ে এসেছে কয়েক দশক। যেন জীবনের শেষপ্রান্তে এসে আবার দেখা হয়েছে অমিত-লাবণ্যের। কী প্রতিক্রিয়া হবে তাদের? কল্পনার এই সুতো ধরেই এগোবে জিতের গল্প। অমিতের চরিত্রে রয়েছেন সৌমিত্র চ্যাটার্জি ও লাবণ্যের চরিত্রে মমতা শংকর।

ETV ভারত সিতারার সঙ্গে সাক্ষাৎকারে জিৎ বলেছিলেন যে, "সৌমিত্র চ্যাটার্জি অমিতের চরিত্রে অভিনয় না করলে হয়তো আমার ছবিটা করা হত না। আমার কাছে আর কোনও অপশন ছিল না। আর মমদির (মমকা শংকর) মধ্যে আমি একেবারে আমার লাবণ্যকে দেখতে পেয়েছি।" ছবিতে অন্যান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পল্লবী চ্যাটার্জি, কল্যাণ চ্যাটার্জি, খরাজ মুখার্জি প্রমুখ।

'শেষের গল্প'-র প্রথম পোস্টারে সৌমিত্র আর মমতার লুক নজর কেড়েছে সবার। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে তারা দু'জনে এসে দাঁড়িয়েছেন জীবনের প্রান্তে। দেখে নিন পোস্টার...

শেষের গল্প
ছবির পোস্টার

কলকাতা : রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' যেন পেরিয়ে এসেছে কয়েক দশক। যেন জীবনের শেষপ্রান্তে এসে আবার দেখা হয়েছে অমিত-লাবণ্যের। কী প্রতিক্রিয়া হবে তাদের? কল্পনার এই সুতো ধরেই এগোবে জিতের গল্প। অমিতের চরিত্রে রয়েছেন সৌমিত্র চ্যাটার্জি ও লাবণ্যের চরিত্রে মমতা শংকর।

ETV ভারত সিতারার সঙ্গে সাক্ষাৎকারে জিৎ বলেছিলেন যে, "সৌমিত্র চ্যাটার্জি অমিতের চরিত্রে অভিনয় না করলে হয়তো আমার ছবিটা করা হত না। আমার কাছে আর কোনও অপশন ছিল না। আর মমদির (মমকা শংকর) মধ্যে আমি একেবারে আমার লাবণ্যকে দেখতে পেয়েছি।" ছবিতে অন্যান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পল্লবী চ্যাটার্জি, কল্যাণ চ্যাটার্জি, খরাজ মুখার্জি প্রমুখ।

'শেষের গল্প'-র প্রথম পোস্টারে সৌমিত্র আর মমতার লুক নজর কেড়েছে সবার। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে তারা দু'জনে এসে দাঁড়িয়েছেন জীবনের প্রান্তে। দেখে নিন পোস্টার...

শেষের গল্প
ছবির পোস্টার
Intro:মুক্তি পেল শেষের গল্প ছবির প্রথম পোস্টার

অমিত চক্রবর্তী,কলকাতা: মুক্তি পেল নবাগত পরিচালক জিৎ চক্রবর্তীর প্রথম ছবি শেষের গল্প এর প্রথম পোস্টার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতার অমিত ও লাবণ্য শেষ পর্যন্ত কি হয়েছিল এই প্রশ্নের উত্তর অনেকের মনেই এসেছিল। কিন্তু কেউই অমিত ও লাবণ্যর শেষ পর্যন্ত কোন হদিস দিতে পারেনি। তবে এবার নবাগত পরিচালক জিৎ চক্রবর্তী নিয়ে আসলেন তার প্রথম ছবি শেষের গল্প। যেখানে শেষের কবিতা শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই অমিত ও লাবণ্যর বিচ্ছেদের পর আর কি দুজনের কোনদিনও দেখা হয়েছিল।আর যদি দেখা হয়ে থাকে, তারা ঠিক কিভাবে একে অপরের সঙ্গে কথা বলেছিল। সেই সব কিছুই উঠে আসতে চলেছে জিৎ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে। সবথেকে বড় বিষয় হলো 25 বছর পর অমিত ও লাবণ্য কি ফের একবার একে অপরের কাছাকাছি আসবে। ছবিতে অমিতের চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় কে, লাবন্যের চরিত্রে মমতাশঙ্কর। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পল্লবী চট্টোপাধ্যায়, কল্যাণ চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জি, কৃষ্ণকিশোর মুখার্জী,অর্ণ মুখোপাধ্যায় ও দুর্গা সাঁতরা। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংগীত পরিচালনা দায়িত্বে রয়েছেন জয় সরকার।এবং গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, অনুপম রায়, কৌশিকী চক্রবর্তী, লোপামুদ্রা সোমলতা আচার্য।আর এই ছবিতে প্রথমবার একসঙ্গে ডুয়েট গেয়েছেন নচিকেতা ও কৌশিকী। এমনিতেই শেষের গল্প নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে।অমিত ও লাবণ্য একে অপরের মুখোমুখি য়ে ঠিক কিভাবে একে অপরের সঙ্গে কথা বলবে সেই উদ্দীপনাকে একটু বাড়িয়ে দিতে আজ দর্শকদের জন্য মুক্তি পেল ছবির প্রথম পোস্টারে। যেখানে দেখা যাচ্ছে অমিত ও লাবণ্য অনেকটাই বৃদ্ধ হয়েছে। এখন আর অপেক্ষা মাত্র কয়েকটা দিনের যখন দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখতে পারবে অমিত ও লবণের এই ভালবাসার কাহিনীচিত্র।


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.