কলকাতা : স্মৃতিশক্তি লোপ পেয়েছে । তাই বাড়ি কোথায় সেটাও বলতে পারছিলেন না এক বৃদ্ধ । এরপর সোশাল মিডিয়ায় খবর পেয়ে রাস্তা থেকে তুলে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভরতি করেন যাদবপুরের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী । এখন তিনি অনেকটাই সুস্থ । যোগাযোগ করে বৃদ্ধকে পরিবারের কাছেও ফিরিয়ে দেন তিনি ।
22 অগাস্টের ঘটনা । শেক্সপিয়ার সরণিতে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে খুব অসুস্থ অবস্থায় উদ্ধার করেন এক মহিলা । সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঘটনার কথা জানান । হাসপাতালে ওই বৃদ্ধকে ভরতি করতে গিয়ে যে সমস্যায় পড়ছেন সেই কথাও জানান তিনি । তখনই সাহায্যের জন্য এগিয়ে যান মিমি ।
সেই বৃদ্ধকে হাসপাতালে ভরতি করা থেকে শুরু করে তাঁর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে দেন 'গানের ওপারে'-র পুপে । পুলিশের সাহায্য নিয়েছেন তিনি । একাজে কলকাতার পুলিশও যথেষ্ট সাহায্য করেছে তাঁকে ।
এই খবরটি আগেই ETV ভারত প্রকাশ করেছিল । সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখেই রানাঘাটে বৃদ্ধের বাড়ি থেকে তাঁর বাড়ির লোক যোগাযোগ করে সরাসরি মিমির সঙ্গে । প্রায় তিন মাস পর এই বৃদ্ধকে ফিরে পেয়েছে তাঁর বাড়ির লোক । তাঁর ভাইপো কুমোদ শীল কাকাকে ফিরে পেয়ে রান্নায় ভেঙে পড়েন । খবর পেয়েই কলকাতায় আসেন ।
মিমিকে ধন্যবাদ জানিয়েছেন ভিডিয়ো বার্তার মাধ্যমে । সঠিক পরিচয়পত্র দেখিয়ে কাকাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা । দেখুন সেই ভিডিয়ো...