ETV Bharat / sitara

আবেদন পেয়ে বিশেষভাবে সক্ষম যুবককে সাহায্যের আশ্বাস মিমির

নন্দ জানা নামে এক যুবকের আবেদন চোখে পড়তেই সঙ্গে সঙ্গে তার উত্তর দেন মিমি । ওই যুবককে সাহায্যের আশ্বাস দিয়ে তিনি লেখেন, "নিশ্চয় করব । তোমার ফোন নম্বরটা মেসেজ করো ।"

asd
asd
author img

By

Published : Dec 23, 2020, 4:34 PM IST

কলকাতা : লকডাউন হোক বা কোনও প্রাকৃতিক দুর্যোগ, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেই এগিয়ে এসেছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । লকডাউনের মাঝে নিজের লোকসভা এলাকার বাসিন্দাকে সাহায্য করেছিলেন তিনি । আমফানের সময়ও ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের খোঁজ নিয়েছিলেন । এমনকী এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন । আর এবার বিশেষভাবে সক্ষম এক যুবককে সাহায্যের আশ্বাস দিলেন তিনি ।

নন্দ জানা নামে বিশেষভাবে সক্ষম এক যুবক টুইটারে মিমির কাছে আবেদন জানিয়েছিলেন যে, “দিদি আমার প্রণাম নেবেন । দিদি আমি একজন প্রতিবন্ধী । দিদি আমাকে একটু সাহায্য করুন । দিদি আপনাদের কাছে আমি টাকা চাইছি না । দিদি আমার পা গুলো একটু দেখুন । দিদি আমাকে সাহায্য করুন প্লিজ় ।"

আর এই আবেদন চোখে পড়তেই সঙ্গে সঙ্গে তার উত্তর দেন মিমি । ওই যুবককে সাহায্যের আশ্বাসও দেন তিনি । লেখেন, "নিশ্চয় করব । তোমার ফোন নম্বরটা মেসেজ করো ।"

আরও পড়ুন : আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় তদারকি মিমির, দেখুন ভিডিয়ো

সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন মিমি । আর তাই যখনই তাঁর কাছে কেউ সাহায্য চান বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি । কয়েক মাস আগে তাঁরই তৎপরতায় বাড়ি ফিরতে পেরেছিলেন এক বৃদ্ধ । এমনকী, ওই বৃদ্ধের যাবতীয় চিকিৎসার খরচও দিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন : মিমির সাহায্যেই বাড়ি ফিরলেন রানাঘাটের বৃদ্ধ

তবে শুধু মানুষের পাসে দাঁড়ানোই নয়, লকডাউনের মাঝে রাস্তার কুকুরদের পাশেও দাঁড়াতে দেখা গিয়েছিল মিমিকে । লকডাউনের মাঝে পথকুকুরদের সাহায্যের জন্যও সবার কাছে অনুরোধ করেছিলেন ।

কলকাতা : লকডাউন হোক বা কোনও প্রাকৃতিক দুর্যোগ, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেই এগিয়ে এসেছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । লকডাউনের মাঝে নিজের লোকসভা এলাকার বাসিন্দাকে সাহায্য করেছিলেন তিনি । আমফানের সময়ও ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের খোঁজ নিয়েছিলেন । এমনকী এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন । আর এবার বিশেষভাবে সক্ষম এক যুবককে সাহায্যের আশ্বাস দিলেন তিনি ।

নন্দ জানা নামে বিশেষভাবে সক্ষম এক যুবক টুইটারে মিমির কাছে আবেদন জানিয়েছিলেন যে, “দিদি আমার প্রণাম নেবেন । দিদি আমি একজন প্রতিবন্ধী । দিদি আমাকে একটু সাহায্য করুন । দিদি আপনাদের কাছে আমি টাকা চাইছি না । দিদি আমার পা গুলো একটু দেখুন । দিদি আমাকে সাহায্য করুন প্লিজ় ।"

আর এই আবেদন চোখে পড়তেই সঙ্গে সঙ্গে তার উত্তর দেন মিমি । ওই যুবককে সাহায্যের আশ্বাসও দেন তিনি । লেখেন, "নিশ্চয় করব । তোমার ফোন নম্বরটা মেসেজ করো ।"

আরও পড়ুন : আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় তদারকি মিমির, দেখুন ভিডিয়ো

সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন মিমি । আর তাই যখনই তাঁর কাছে কেউ সাহায্য চান বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি । কয়েক মাস আগে তাঁরই তৎপরতায় বাড়ি ফিরতে পেরেছিলেন এক বৃদ্ধ । এমনকী, ওই বৃদ্ধের যাবতীয় চিকিৎসার খরচও দিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন : মিমির সাহায্যেই বাড়ি ফিরলেন রানাঘাটের বৃদ্ধ

তবে শুধু মানুষের পাসে দাঁড়ানোই নয়, লকডাউনের মাঝে রাস্তার কুকুরদের পাশেও দাঁড়াতে দেখা গিয়েছিল মিমিকে । লকডাউনের মাঝে পথকুকুরদের সাহায্যের জন্যও সবার কাছে অনুরোধ করেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.