ETV Bharat / sitara

লকডাউনে কেমন আছেন কৌশিক ও তাঁর পরিবার

author img

By

Published : May 14, 2020, 2:49 PM IST

লকডাউনে গৃহবন্দী কৌশিক গাঙ্গুলি, তাঁর স্ত্রী চূর্ণী গাঙ্গুলি ও তাঁদের সন্তান উজান । কেমন আছেন তাঁরা এখন ? লকডাউনের মধ্যে কেমনভাবে কাটছে তাঁদের দিন ? সেকথা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করল উজান ।

sdf
sdf

কলকাতা : লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । একই অবস্থা টলিউডের গাঙ্গুলি পরিবারের । জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি, তাঁর স্ত্রী চূর্ণী গাঙ্গুলি ও তাঁদের সন্তান উজান । এখন এই তিনজন তাঁদের গড়িয়ার বাড়িতে বন্দী । বাড়িতে রয়েছেন কৌশিকের মাও । কেমন আছেন তাঁরা এখন ? লকডাউনের মধ্যে কেমনভাবে কাটছে তাঁদের দিন ? তা জানতে উজানের সঙ্গে যোগাযোগ করেছিল ETV ভারত সিতারা ।

উজান বলেন, "আমরা এখন মেরুণ জ়োনে বাস করছি । ব্যাপারটা রেড আর নেই । গড়িয়া এলাকায় থাকি । এখানে পরিস্থিতি খুবই খারাপ । PPE পরে সকলে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে । ভীষণ ভয়াবহ দৃশ্য ।"

sdf
.

উজান আরও বলেন, "আমরা দু'মাস বাড়ি থেকে বের হইনি । বলতে পারেন বাড়ির কাজ নিজেই ব্যস্ত আছি । এই মুহূর্তে আমাদের বাড়িতে কোনও পরিচারিকা নেই । তাই সব কাজ ভাগাভাগি করছি আমরা । আমার যেমন দায়িত্ব ঘর ঝাঁট দেওয়া ও মোছা । বাবা-মা ভাগাভাগি করে রান্না করছে । বাবা অনেক কিছু রান্না করেছে । মাও তাই । বাসন মাজাটাও তাই । আমিও রান্না শিখেছি । রেসিপি দেখে দেখে বানাচ্ছি । যেমন সেদিন চিলি পর্ক ও ফ্রাইড রাইস বানালাম । যে যখন একটা কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, তখন অন্য কেউ সেটাকে ধরে নিচ্ছে ।"

এ তো গেল বাড়ির কাজ । এই সময় ঘরে বসে কী কোনও সৃজনশীল কাজ করছেন তাঁরা ? এর উত্তরে উজান বলেন, "আমার নিজের কিছু পড়াশোনা আছে, রিসার্চের কাজ আছে, সেগুলো করার চেষ্টা করছি, বাবার কিছু কাজ আছে । একটা সমস্যা তো হচ্ছেই ।"

sdf
চূর্ণী গাঙ্গুলি

তবে এই লকডাউনে পজ়িটিভ থাকার চেষ্টা করছে গাঙ্গুলি পরিবার । এ প্রসঙ্গে উজান বলেন, "আমরা চেষ্টা করছি পজ়িটিভ থাকতে । এই লকডাউনে বাড়িতে একসঙ্গে আমরা সময় কাটাতে পারছি । অনেক বেশি কথা হচ্ছে, একসঙ্গে বসে ছবি দেখছি । ওয়ান অন ওয়ান ইন্টারেকশনগুলো এখন অনেক বেড়ে গেছে । সিনেমা দেখছি নেটফ্লিক্সে । 'মানি হাইস্ট' দেখে মিক্সড ওপিনিয়ন তৈরি হয়েছে আমাদের । তারপর আরেকটা ছবি দেখলাম 'কন্ট্যাজিয়ন', এই পরিস্থিতির জন্য একেবারে আদর্শ ছবি ।"

কলকাতা : লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । একই অবস্থা টলিউডের গাঙ্গুলি পরিবারের । জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি, তাঁর স্ত্রী চূর্ণী গাঙ্গুলি ও তাঁদের সন্তান উজান । এখন এই তিনজন তাঁদের গড়িয়ার বাড়িতে বন্দী । বাড়িতে রয়েছেন কৌশিকের মাও । কেমন আছেন তাঁরা এখন ? লকডাউনের মধ্যে কেমনভাবে কাটছে তাঁদের দিন ? তা জানতে উজানের সঙ্গে যোগাযোগ করেছিল ETV ভারত সিতারা ।

উজান বলেন, "আমরা এখন মেরুণ জ়োনে বাস করছি । ব্যাপারটা রেড আর নেই । গড়িয়া এলাকায় থাকি । এখানে পরিস্থিতি খুবই খারাপ । PPE পরে সকলে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে । ভীষণ ভয়াবহ দৃশ্য ।"

sdf
.

উজান আরও বলেন, "আমরা দু'মাস বাড়ি থেকে বের হইনি । বলতে পারেন বাড়ির কাজ নিজেই ব্যস্ত আছি । এই মুহূর্তে আমাদের বাড়িতে কোনও পরিচারিকা নেই । তাই সব কাজ ভাগাভাগি করছি আমরা । আমার যেমন দায়িত্ব ঘর ঝাঁট দেওয়া ও মোছা । বাবা-মা ভাগাভাগি করে রান্না করছে । বাবা অনেক কিছু রান্না করেছে । মাও তাই । বাসন মাজাটাও তাই । আমিও রান্না শিখেছি । রেসিপি দেখে দেখে বানাচ্ছি । যেমন সেদিন চিলি পর্ক ও ফ্রাইড রাইস বানালাম । যে যখন একটা কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, তখন অন্য কেউ সেটাকে ধরে নিচ্ছে ।"

এ তো গেল বাড়ির কাজ । এই সময় ঘরে বসে কী কোনও সৃজনশীল কাজ করছেন তাঁরা ? এর উত্তরে উজান বলেন, "আমার নিজের কিছু পড়াশোনা আছে, রিসার্চের কাজ আছে, সেগুলো করার চেষ্টা করছি, বাবার কিছু কাজ আছে । একটা সমস্যা তো হচ্ছেই ।"

sdf
চূর্ণী গাঙ্গুলি

তবে এই লকডাউনে পজ়িটিভ থাকার চেষ্টা করছে গাঙ্গুলি পরিবার । এ প্রসঙ্গে উজান বলেন, "আমরা চেষ্টা করছি পজ়িটিভ থাকতে । এই লকডাউনে বাড়িতে একসঙ্গে আমরা সময় কাটাতে পারছি । অনেক বেশি কথা হচ্ছে, একসঙ্গে বসে ছবি দেখছি । ওয়ান অন ওয়ান ইন্টারেকশনগুলো এখন অনেক বেড়ে গেছে । সিনেমা দেখছি নেটফ্লিক্সে । 'মানি হাইস্ট' দেখে মিক্সড ওপিনিয়ন তৈরি হয়েছে আমাদের । তারপর আরেকটা ছবি দেখলাম 'কন্ট্যাজিয়ন', এই পরিস্থিতির জন্য একেবারে আদর্শ ছবি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.