ETV Bharat / sitara

কোভিড পজ়িটিভ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান - উজান গঙ্গোপাধ্যায়

কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ের করোনাভাইরাসে আক্রান্ত ৷ তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন ৷

kaushik ganguly and churni gangulys son actor ujaan ganguly tests positive for covid 19
কোভিড পজ়িটিভ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান
author img

By

Published : Apr 22, 2021, 4:33 PM IST

কলকাতা, 22 এপ্রিল: দেশজুড়ে সুনামির আকার নিয়ে আছড়ে পড়েছে করোনাভাইরাসের ঢেউ ৷ বিশ্বের শিখরে উঠেছে দৈনিক সংক্রমণ ৷ একদিনে আক্রান্তের সংখ্য়া 3 লাখও ছাড়িয়ে গিয়েছে ৷ পরিস্থিতি ভালো নয় বাংলারও ৷ দৈনিক সংক্রমণ 10 হাজারের দোরগোড়ায় ৷ সাধারণ মানুষের পাশাপাশি পাল্লা দিয়ে আক্রান্ত হচ্ছেন সেলিব্রেটিরা ৷ এ বার সেই তালিকায় চলে এল চিত্রনির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ের নাম ৷ উজানের কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তিনি বাড়িতেই কোয়ারানটিনে আছেন বলে খবর ৷

জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছেন উজান ৷ তাঁর আইসোলেশনে থাকার সময়সীমাও প্রায় শেষ হতে চলেছে ৷ এপ্রিলের শুরুর দিকেই অসুস্থ হন উজান ৷ তাঁর জ্বর আসায় কোভিড পরীক্ষা করান ৷ তখনই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় ছবির শ্যুটিং-এ শহরের বাইরে আছেন ৷ তবে মা চূর্ণী কলকাতাতেই থাকায় তাঁরও করোনা পরীক্ষা করানো হয় ৷ তবে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে বলে খবর ৷

আরও পড়ুন: অক্সিজেন লেভেল বাড়াতে গাছ লাগানোর পরামর্শ, ট্রোলের শিকার কঙ্গনা

পাভেলের ফিল্ম রসগোল্লা দিয়ে বাংলা সিনেমার জগতে অভিষেক ঘটে উজানের ৷ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়ে নিয়েছে দর্শক ও সমালোচকদের ৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'লক্ষ্মী ছেলে' ফিল্মে অভিনয় করেছেন উজান ৷ সেই ছবি আপাতত মুক্তির অপেক্ষায় ৷

টলিপাড়ায় গত কয়েকদিনেই অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ জিত্, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, চৈতী ঘোষাল-সহ আরও অনেকের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

কলকাতা, 22 এপ্রিল: দেশজুড়ে সুনামির আকার নিয়ে আছড়ে পড়েছে করোনাভাইরাসের ঢেউ ৷ বিশ্বের শিখরে উঠেছে দৈনিক সংক্রমণ ৷ একদিনে আক্রান্তের সংখ্য়া 3 লাখও ছাড়িয়ে গিয়েছে ৷ পরিস্থিতি ভালো নয় বাংলারও ৷ দৈনিক সংক্রমণ 10 হাজারের দোরগোড়ায় ৷ সাধারণ মানুষের পাশাপাশি পাল্লা দিয়ে আক্রান্ত হচ্ছেন সেলিব্রেটিরা ৷ এ বার সেই তালিকায় চলে এল চিত্রনির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ের নাম ৷ উজানের কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তিনি বাড়িতেই কোয়ারানটিনে আছেন বলে খবর ৷

জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছেন উজান ৷ তাঁর আইসোলেশনে থাকার সময়সীমাও প্রায় শেষ হতে চলেছে ৷ এপ্রিলের শুরুর দিকেই অসুস্থ হন উজান ৷ তাঁর জ্বর আসায় কোভিড পরীক্ষা করান ৷ তখনই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় ছবির শ্যুটিং-এ শহরের বাইরে আছেন ৷ তবে মা চূর্ণী কলকাতাতেই থাকায় তাঁরও করোনা পরীক্ষা করানো হয় ৷ তবে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে বলে খবর ৷

আরও পড়ুন: অক্সিজেন লেভেল বাড়াতে গাছ লাগানোর পরামর্শ, ট্রোলের শিকার কঙ্গনা

পাভেলের ফিল্ম রসগোল্লা দিয়ে বাংলা সিনেমার জগতে অভিষেক ঘটে উজানের ৷ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়ে নিয়েছে দর্শক ও সমালোচকদের ৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'লক্ষ্মী ছেলে' ফিল্মে অভিনয় করেছেন উজান ৷ সেই ছবি আপাতত মুক্তির অপেক্ষায় ৷

টলিপাড়ায় গত কয়েকদিনেই অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ জিত্, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, চৈতী ঘোষাল-সহ আরও অনেকের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.