ETV Bharat / sitara

11 ডিসেম্বর 'ড্রাকুলা স্যার'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হইচইতে - mimi chakraborty dracula sir

পুজোর সময় সিনেমা হলে মুক্তি পেয়েছিল 'ড্রাকুলা স্যার'। কোরোনা পরিস্থিতির মধ্যেও হলে গিয়ে এই ছবি দেখেছিলেন অনেকেই । আর এই ছবি যাতে এবার সবাই দেখতে পান তার জন্য হইচইতে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে । এমনকী, এই প্রিমিয়ারের জন্য সামনে এসেছে ছবির নতুন ট্রেলার ।

sdf
df
author img

By

Published : Nov 30, 2020, 10:04 AM IST

কলকাতা : এক জোড়া দাঁতের ইতিহাস,আর সেই ইতিহাসে নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলে 'ড্রাকুলা স্যার'। আর এই গল্প শোনার জন্য অপেক্ষা করতে হবে 11 ডিসেম্বর পর্যন্ত । কারণ ওই দিনই 'হইচই'-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এই ছবির । সম্প্রতি হইচই-এর তরফে সোশাল মিডিয়ায় একথা ঘোষণা করা হয়েছে ।

পুজোর সময় সিনেমা হলে মুক্তি পেয়েছিল 'ড্রাকুলা স্যার'। কোরোনা পরিস্থিতির মধ্যেও হলে গিয়ে এই ছবি দেখেছিলেন অনেকেই । আর এই ছবি যাতে এবার সবাই দেখতে পান তার জন্য হইচইতে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে । এমনকী, এই প্রিমিয়ারের জন্য সামনে এসেছে ছবির নতুন ট্রেলার ।

হইচই-এর ফেসবুক পেজে কয়েকদিন আগেই একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল । সেখানে মিমি চক্রবর্তীর 'মঞ্জরী' হয়ে ওঠার গল্প তুলে ধরা হয় । সেখানে উঠে এল মঞ্জরী ও অমলের কেমিস্ট্রির কথা । আর ভিডিয়োর শেষে মঞ্জরীর গলায় শোনা গেল, "ভালোবাসে অনেকে, কিন্তু ভালোবাসার মাশুল গোনে ক'জন ।" আর এই ভিডিয়োর মাধ্যমেই হইচইতে 11 ডিসেম্বর এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবিতে মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনির্বাণ ভট্টাচার্য । এছাড়াও ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষকে ।

1971-এর পাশাপাশি বর্তমান সময়কালও তুলে ধরা হয়েছে 'ড্রাকুলা স্যার'-এ । এছাড়াও উঠে এসেছে এক সাধারণ স্কুল শিক্ষক ও তার দাঁতের সমস্যার কথা । আর সেই চরিত্রেই দেখা গিয়েছে অনির্বাণকে ।

কলকাতা : এক জোড়া দাঁতের ইতিহাস,আর সেই ইতিহাসে নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলে 'ড্রাকুলা স্যার'। আর এই গল্প শোনার জন্য অপেক্ষা করতে হবে 11 ডিসেম্বর পর্যন্ত । কারণ ওই দিনই 'হইচই'-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এই ছবির । সম্প্রতি হইচই-এর তরফে সোশাল মিডিয়ায় একথা ঘোষণা করা হয়েছে ।

পুজোর সময় সিনেমা হলে মুক্তি পেয়েছিল 'ড্রাকুলা স্যার'। কোরোনা পরিস্থিতির মধ্যেও হলে গিয়ে এই ছবি দেখেছিলেন অনেকেই । আর এই ছবি যাতে এবার সবাই দেখতে পান তার জন্য হইচইতে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে । এমনকী, এই প্রিমিয়ারের জন্য সামনে এসেছে ছবির নতুন ট্রেলার ।

হইচই-এর ফেসবুক পেজে কয়েকদিন আগেই একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল । সেখানে মিমি চক্রবর্তীর 'মঞ্জরী' হয়ে ওঠার গল্প তুলে ধরা হয় । সেখানে উঠে এল মঞ্জরী ও অমলের কেমিস্ট্রির কথা । আর ভিডিয়োর শেষে মঞ্জরীর গলায় শোনা গেল, "ভালোবাসে অনেকে, কিন্তু ভালোবাসার মাশুল গোনে ক'জন ।" আর এই ভিডিয়োর মাধ্যমেই হইচইতে 11 ডিসেম্বর এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবিতে মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনির্বাণ ভট্টাচার্য । এছাড়াও ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষকে ।

1971-এর পাশাপাশি বর্তমান সময়কালও তুলে ধরা হয়েছে 'ড্রাকুলা স্যার'-এ । এছাড়াও উঠে এসেছে এক সাধারণ স্কুল শিক্ষক ও তার দাঁতের সমস্যার কথা । আর সেই চরিত্রেই দেখা গিয়েছে অনির্বাণকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.