ETV Bharat / sitara

কেমনভাবে কাটল দিতিপ্রিয়ার 18 বছরের জন্মদিন ? - ditipriya roy turns 18

আজ 18-তে পা দিলেন দিতিপ্রিয়া । তবে জন্মদিনেও শুটিং বন্ধ করেননি তিনি । সারাটা দিন সাদা থান পরে, মুখে মেকআপ করে শুটিং ফ্লোরেই কাটালেন অভিনেত্রী ।

szd
da
author img

By

Published : Aug 10, 2020, 9:10 PM IST

কলকাতা : একসময় যিশু সেনগুপ্তর মেয়ে হিসেবে ধারাবাহিকে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায় । সেই ছোট্ট মেয়েটিকে ভোলেনি দর্শক । তারপর রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়ের মতো একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন । সম্প্রতি মুম্বইয়ের একটি প্রোজেক্ট 'বব বিশ্বাস'-এ কাজ করেছেন তিনি । সেই ছোট্ট মেয়েটি আজ হয়ে উঠছেন একজন প্রাপ্ত বয়স্কা নারী ।

আজ 18-তে পা দিলেন দিতিপ্রিয়া । 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে রাসমণির চরিত্রে অভিনয় করছেন তিনি । এই ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছেন । এত কম বয়সে ষাটোর্ধ্ব একজন মহিলার চরিত্রে অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করে চলেছেন তিনি ।

asd
.

কিন্তু, এই কোরোনা পরিস্থিতির মধ্যে কীভাবে জন্মদিন পালন করছেন দিতিপ্রিয়া ? গতকাল রাতেই দিদির সঙ্গে কেক কেটেছেন তাঁর । আর আজ সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন বার্থডে গার্ল । জন্মদিনেও শুটিং বন্ধ রাখেননি তিনি । তাই বিশেষ দিনেও সাদা থান পরে, মুখে মেকআপ করে শুটিং ফ্লোরে দেখা গিয়েছে তাঁকে ।

তবে প্রিয় রানি মার জন্মদিনে ধারাবাহিকের সেটে কোনও সেলিব্রেশনই হবে না, তা আবার হয় নাকি ? দুপুরে লাঞ্চের সময় কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছেন ধারাবাহিকের কলাকুশলীরা । প্রতিদিন মায়ের সঙ্গেই শুটিংয়ে যান দিতিপ্রিয়া । আজও তার অন্যথা হয়নি । মেয়ের জন্মদিনে সবার হাতে খাবারের প্যাকেট তুলে দেন তিনি । খাওয়া-দাওয়ার পর ফের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন বার্থডে গার্ল ।

sd
.

আগামীর জন্য ETV ভারত সিতারার তরফে দিতিপ্রিয়াকে জন্মদিনে অনেক শুভেচ্ছা ।

কলকাতা : একসময় যিশু সেনগুপ্তর মেয়ে হিসেবে ধারাবাহিকে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায় । সেই ছোট্ট মেয়েটিকে ভোলেনি দর্শক । তারপর রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়ের মতো একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন । সম্প্রতি মুম্বইয়ের একটি প্রোজেক্ট 'বব বিশ্বাস'-এ কাজ করেছেন তিনি । সেই ছোট্ট মেয়েটি আজ হয়ে উঠছেন একজন প্রাপ্ত বয়স্কা নারী ।

আজ 18-তে পা দিলেন দিতিপ্রিয়া । 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে রাসমণির চরিত্রে অভিনয় করছেন তিনি । এই ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছেন । এত কম বয়সে ষাটোর্ধ্ব একজন মহিলার চরিত্রে অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করে চলেছেন তিনি ।

asd
.

কিন্তু, এই কোরোনা পরিস্থিতির মধ্যে কীভাবে জন্মদিন পালন করছেন দিতিপ্রিয়া ? গতকাল রাতেই দিদির সঙ্গে কেক কেটেছেন তাঁর । আর আজ সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন বার্থডে গার্ল । জন্মদিনেও শুটিং বন্ধ রাখেননি তিনি । তাই বিশেষ দিনেও সাদা থান পরে, মুখে মেকআপ করে শুটিং ফ্লোরে দেখা গিয়েছে তাঁকে ।

তবে প্রিয় রানি মার জন্মদিনে ধারাবাহিকের সেটে কোনও সেলিব্রেশনই হবে না, তা আবার হয় নাকি ? দুপুরে লাঞ্চের সময় কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছেন ধারাবাহিকের কলাকুশলীরা । প্রতিদিন মায়ের সঙ্গেই শুটিংয়ে যান দিতিপ্রিয়া । আজও তার অন্যথা হয়নি । মেয়ের জন্মদিনে সবার হাতে খাবারের প্যাকেট তুলে দেন তিনি । খাওয়া-দাওয়ার পর ফের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন বার্থডে গার্ল ।

sd
.

আগামীর জন্য ETV ভারত সিতারার তরফে দিতিপ্রিয়াকে জন্মদিনে অনেক শুভেচ্ছা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.