ETV Bharat / sitara

"সবার শুভবুদ্ধি ফিরে আসুক", NRS ঘটনায় প্রতিক্রিয়া দেবের

কলকাতার NRS কাণ্ড এখন আর শুধুমাত্র কলকাতার নেই। সারা দেশে ছড়িয়ে পড়েছে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন। শুরু হয়েছে #wewantjustice ক্যাম্পেন।

টুইট দেবের
author img

By

Published : Jun 14, 2019, 1:38 PM IST

কলকাতা : কলকাতার NRS কাণ্ড নিয়ে আগেই সরব হয়েছিল টলি মহলের একাংশ। এইবার এই ঘটনার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা ও সাংসদ দেব।

দেব বললেন, "যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।"

  • যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।🙏🏻

    — Dev (@idevadhikari) June 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু দেব নয় শুক্রবার অর্পনা সেন , কৌশিক সেনের মতো ব্যক্তিত্বরাও NRS গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাক্তারদের সঙ্গে কথা বলতে আবেদনও জানিয়েছেন৷

কলকাতা : কলকাতার NRS কাণ্ড নিয়ে আগেই সরব হয়েছিল টলি মহলের একাংশ। এইবার এই ঘটনার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা ও সাংসদ দেব।

দেব বললেন, "যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।"

  • যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।🙏🏻

    — Dev (@idevadhikari) June 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু দেব নয় শুক্রবার অর্পনা সেন , কৌশিক সেনের মতো ব্যক্তিত্বরাও NRS গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাক্তারদের সঙ্গে কথা বলতে আবেদনও জানিয়েছেন৷

Intro:Body:

NRS কাণ্ড নিয়ে মুখ খুললেন টুইট দেবের



কলকাতার NRS কাণ্ড এখন আর শুধুমাত্র কলকাতার নেই। সারা দেশে ছড়িয়ে পড়েছে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন। শুরু হয়েছে #wewantjustice ক্যাম্পেন।



কলকাতা : কলকাতার NRS কাণ্ড নিয়ে আগেই সরব হয়েছিল টলি মহলের একাংশ। এইবার এই ঘটনার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা ও সাংসদ দেব।



দেব বললেন, "যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।"



শুধু দেব নয় শুক্রবার অর্পনা সেন , কৌশিক সেনের মতো ব্যক্তিত্বরাও NRS গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাক্তারদের সঙ্গে কথা বলতে আবেদনও জানিয়েছেন৷


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.