কলকাতা : কলকাতার NRS কাণ্ড নিয়ে আগেই সরব হয়েছিল টলি মহলের একাংশ। এইবার এই ঘটনার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা ও সাংসদ দেব।
দেব বললেন, "যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।"
-
যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।🙏🏻
— Dev (@idevadhikari) June 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।🙏🏻
— Dev (@idevadhikari) June 14, 2019যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।🙏🏻
— Dev (@idevadhikari) June 14, 2019
শুধু দেব নয় শুক্রবার অর্পনা সেন , কৌশিক সেনের মতো ব্যক্তিত্বরাও NRS গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাক্তারদের সঙ্গে কথা বলতে আবেদনও জানিয়েছেন৷