ETV Bharat / sitara

ভোট দিলেন দেব-রুক্মিনী - tollywood

ভোট দিলেন অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র। পরিবারের সঙ্গে বুথে গিয়ে ভোট দিয়ে এসেছেন এই দুই টলিউড তারকা।

দেব-রুক্মিনী
author img

By

Published : May 19, 2019, 5:36 PM IST

সাউথ সিটি স্কুলে ভোট দেন ঘাটালের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। অন্যদিকে সাউথ সিটি পোদ্দারনগর প্রাথমিক বিদ্য়ালয় ভোট দেন রুক্মিনী।

খুব শিগগিরিই দেব ও রুক্মিনীকে দেখা যাবে তাঁদের আগামী ছবি 'কিডন্যাপ'-এ। রাজা চন্দ পরিচালিত ছবিটি মুক্তি পাবে ইদে।

ভোট দিয়ে কী বললেন দেব ও রুক্মিনী, দেখুন ভিডিয়োয়...

দেব-রুক্মিনী

সাউথ সিটি স্কুলে ভোট দেন ঘাটালের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। অন্যদিকে সাউথ সিটি পোদ্দারনগর প্রাথমিক বিদ্য়ালয় ভোট দেন রুক্মিনী।

খুব শিগগিরিই দেব ও রুক্মিনীকে দেখা যাবে তাঁদের আগামী ছবি 'কিডন্যাপ'-এ। রাজা চন্দ পরিচালিত ছবিটি মুক্তি পাবে ইদে।

ভোট দিয়ে কী বললেন দেব ও রুক্মিনী, দেখুন ভিডিয়োয়...

দেব-রুক্মিনী
রাজু বিশ্বাস,বারাসত:-বারাসতের ১১নম্বর রেলগেটের লাইনের পাশে তিনটি দোকানে আজ সন্ধ্যায় আচমকাই আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের দোকানিরাও। কাছেই দমকল কেন্দ্র থাকায় খবর পেয়ে দ্রুত সেখানে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন।দমকলের কর্মীরা দ্রুততার সাথে আগুন নেভানোর কাজে হাত লাগান। তাদের প্রচেষ্টায় আগুন ছড়াতে পারেনি অন্য দোকান গুলোতে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনের প্রভাব পড়ে রেল চলাচলে।বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। আপ ও ডাউন দু লাইনেই ট্রেন ছাড়তে দেরি হয় আগুনের জেরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সন্ধ্যা ছ'টা নাগাদ একটি মুদির দোকানে প্রথমে আগুন দেখতে পাওয়া যায়। পরে, দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের টেলার্স ও পার্লারের দোকানে। আগুন একসময় বিধ্বংসী চেহারা নেয়।ফলে, আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ীরা।খবর পেয়ে দ্রুত সেখানে চলে আসে দমকলের দুটো ইঞ্জিন।তাদের সাথে আগুন নেভাতে হাত লাগায় এলাকার লোকজন।আগুনে দোকানের বেশিরভাগ জিনিস পুড়ে নষ্ট হয়ে গেছে। শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছে বলে ধারনা দমকলের। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.