ETV Bharat / sitara

'টিচার্স ডে'-তে প্রিয় শিক্ষকদের মনে করলেন তারকারা - kolkata

আজ বিশেষ দিনে নিজেদের প্রিয় শিক্ষকদের কথা মনে করলেন তারকারা । কারও কাছে জীবনই শিক্ষক । কারও কাছে বাবা-মা । ETV ভারত সিতারাকে নিজেদের প্রিয় শিক্ষকের কথা জানালেন তাঁরা ।

প্রিয় শিক্ষকদের মনে করলেন তারকারা
author img

By

Published : Sep 5, 2019, 4:27 PM IST

Updated : Sep 5, 2019, 4:44 PM IST

কলকাতা : 1962 সাল থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে পালিত হয় শিক্ষক দিবস । স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ । এমন একটি বিশেষ দিনে নিজেদের প্রিয় শিক্ষকদের স্মরণ করলেন তারকারাও ।

অভিনেতা-পরিচালক অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর জীবনের প্রিয় দুই শিক্ষাগুরু শিখিয়েছেন অভিনয়-নাটক । তিনি বলেন, "বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি । নাটক, অভিনয়, সিনেমা নিয়েই আমার জীবন । অভিনেতা রাহুলের বাবা বিশ্বনাথ ব্যানার্জি ও জয়তী বোসের কাছেই আমাদের থিয়েটারের শিক্ষা । তাই আমি তাঁদের আমার থিয়েটারের শিক্ষক হিসেবে মানি । বোধের দিক থেকে নোয়াম চমস্কিকে বিশ্ব শিক্ষক হিসেবে মানি ।"

teachers day
অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়

পরিচালক সৃজিত মুখার্জি কোনও একজন শিক্ষকের নাম নিতে চাননি । তবে তিনি মনে করেন, জীবনই সবচেয়ে বড় শিক্ষক । তার উপর কেউ নেই । প্রিয় শিক্ষক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এক কথায় তাঁর উত্তর, "জীবন" ।

teachers day
সৃজিত মুখার্জি

অন্যদিকে অভিনেতা ঋদ্বি সেন প্রিয় ও সেরা শিক্ষক হিসেবে নাম নিলেন বাবা কৌশিক সেন ও মা রেশমি সেনের । তিনি বলেন, "স্কুল-কলেজ, বন্ধুবান্ধব সকলের কাছে পরিচিত হওয়ার আগে যে জায়গায় মানুষের পরিচয় হয়, তা বাবা-মা ও নিজের পরিবার । সাইকোলজিস্টরা বলেন যে, মানুষ বড় হয়ে যেরকমই হোক না কেন, তার অনেকটাই নির্ভর করে জীবনের প্রথম দশ বছরের উপর । সেই 10 বছরের অভিজ্ঞতা মানুষ বাবা-মায়ের থেকেই পায় । আমার ক্ষেত্রে সেই মানুষগুলি হলেন আমার মা এবং বাবা । তাঁরাই আমার প্রিয় শিক্ষক ।"

teachers day
ঋদ্বি সেন

অভিনেতা উজান গাঙ্গুলি মা চুর্ণী গঙ্গুলিকেই সেরা শিক্ষকের আসনে বসিয়েছেন । তিনি বলেন, "আমার প্রিয় শিক্ষক মা । বছরের পর বছর নিজের কাজ ত্যাগ করে আমার পড়াশোনার দিকটা সামলেছেন । আমার শিক্ষার ভিত তৈরি করেছেন । যেকোনও সাবজেক্টই হোক না কেন, ক্লাস 10 পর্যন্ত পড়িয়েছেন । কাজ থেকে ফিরে খুব টায়ার্ড হওয়া সত্ত্বেও মা আমাকে পড়াতেন । অঙ্ক থেকে শুরু করে ইংরেজি, সবকিছু পড়াতেন । যে কারণে আমার সাহিত্যের প্রতি ভালবাসা তৈরি হয়েছে । তাই মা আমার প্রিয় শিক্ষক ।"

teachers day
উজান গাঙ্গুলি

কলকাতা : 1962 সাল থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে পালিত হয় শিক্ষক দিবস । স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ । এমন একটি বিশেষ দিনে নিজেদের প্রিয় শিক্ষকদের স্মরণ করলেন তারকারাও ।

অভিনেতা-পরিচালক অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর জীবনের প্রিয় দুই শিক্ষাগুরু শিখিয়েছেন অভিনয়-নাটক । তিনি বলেন, "বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি । নাটক, অভিনয়, সিনেমা নিয়েই আমার জীবন । অভিনেতা রাহুলের বাবা বিশ্বনাথ ব্যানার্জি ও জয়তী বোসের কাছেই আমাদের থিয়েটারের শিক্ষা । তাই আমি তাঁদের আমার থিয়েটারের শিক্ষক হিসেবে মানি । বোধের দিক থেকে নোয়াম চমস্কিকে বিশ্ব শিক্ষক হিসেবে মানি ।"

teachers day
অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়

পরিচালক সৃজিত মুখার্জি কোনও একজন শিক্ষকের নাম নিতে চাননি । তবে তিনি মনে করেন, জীবনই সবচেয়ে বড় শিক্ষক । তার উপর কেউ নেই । প্রিয় শিক্ষক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এক কথায় তাঁর উত্তর, "জীবন" ।

teachers day
সৃজিত মুখার্জি

অন্যদিকে অভিনেতা ঋদ্বি সেন প্রিয় ও সেরা শিক্ষক হিসেবে নাম নিলেন বাবা কৌশিক সেন ও মা রেশমি সেনের । তিনি বলেন, "স্কুল-কলেজ, বন্ধুবান্ধব সকলের কাছে পরিচিত হওয়ার আগে যে জায়গায় মানুষের পরিচয় হয়, তা বাবা-মা ও নিজের পরিবার । সাইকোলজিস্টরা বলেন যে, মানুষ বড় হয়ে যেরকমই হোক না কেন, তার অনেকটাই নির্ভর করে জীবনের প্রথম দশ বছরের উপর । সেই 10 বছরের অভিজ্ঞতা মানুষ বাবা-মায়ের থেকেই পায় । আমার ক্ষেত্রে সেই মানুষগুলি হলেন আমার মা এবং বাবা । তাঁরাই আমার প্রিয় শিক্ষক ।"

teachers day
ঋদ্বি সেন

অভিনেতা উজান গাঙ্গুলি মা চুর্ণী গঙ্গুলিকেই সেরা শিক্ষকের আসনে বসিয়েছেন । তিনি বলেন, "আমার প্রিয় শিক্ষক মা । বছরের পর বছর নিজের কাজ ত্যাগ করে আমার পড়াশোনার দিকটা সামলেছেন । আমার শিক্ষার ভিত তৈরি করেছেন । যেকোনও সাবজেক্টই হোক না কেন, ক্লাস 10 পর্যন্ত পড়িয়েছেন । কাজ থেকে ফিরে খুব টায়ার্ড হওয়া সত্ত্বেও মা আমাকে পড়াতেন । অঙ্ক থেকে শুরু করে ইংরেজি, সবকিছু পড়াতেন । যে কারণে আমার সাহিত্যের প্রতি ভালবাসা তৈরি হয়েছে । তাই মা আমার প্রিয় শিক্ষক ।"

teachers day
উজান গাঙ্গুলি
Intro:ভারতের দ্বিতীয় প্রেসিডেন্ট সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে ভারতে পালিত হয় শিক্ষক দিবস। সেই প্রথা চালু হয়েছে ১৯৬২ সাল থেকে। স্কুল-কলেজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শিক্ষক আরাধনার দিন। এমন একটি দিনে সেলিব্রিটিরাও স্মরণ করলেন তাঁদের প্রিয় শিক্ষককে। কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:অভিনেতা-পরিচালক অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর জীবনের প্রিয় দুই শিক্ষাগুরু স্কুল-কলেজের নন। তাঁরা তাঁকে শিখিয়েছেন অভিনয়- নাটক। তিনি বললেন, "বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি। নাটক, অভিনয়, সিনেমা নিয়েই আমার জীবন। অভিনেতা রাহুলের বাবা বিশ্বনাথ ব্যানার্জি এবং জয়তী বোস। এঁদের কাছে আমার থিয়েটারের শিক্ষা। তাই আমি এঁদের আমার থিয়েটারের শিক্ষক হিসেবে মানি। এবং বোধের দিক থেকে নোয়াম চমস্কিকে বিশ্ব শিক্ষক হিসেবে মানি।"

পরিচালক সৃজিত মুখার্জি কোন একজন শিক্ষকের নিতে চাননি। তবে তিনি মনে করেন জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তার উপর কেউ নেই। প্রিয় শিক্ষক সম্পর্কে জিজ্ঞেস করা হলে সৃজিত এক কথায় উত্তর দেন, "জীবন"।

অন্যদিকে অভিনেতা ঋদ্ধি সেন প্রিয় এবং সেরা শিক্ষক হিসেবে নাম নিলেন বাবা কৌশিক সেন এবং মা রেশমি সেনের। তিনি বললেন, "স্কুল-কলেজ বন্ধুবান্ধব সকলের কাছে পরিচিত হওয়ার আগে, যে জায়গায় মানুষের পরিচয় হয়, তা বাবা-মা ও নিজের পরিবার। সাইকোলজিস্টরা বলেন, যে জীবনের প্রথম ১০ বছরে মানুষ বড় হয়ে যেরকমই হোক না কেন, তার অনেকটাই নির্ভর করে জীবনের প্রথম দশ বছরের উপর। সেই ১০ বছরের অভিজ্ঞতা মানুষ বাবা-মায়ের থেকেই পায়। আমার ক্ষেত্রে সেই মানুষটি হলেন আমার মা এবং বাবা। তারাই আমার প্রিয় শিক্ষক।"




Conclusion:অভিনেতা উজান গাঙ্গুলি মা চুর্ণী গঙ্গুলিকেই সেরা শিক্ষকের আসনে বসিয়েছেন। বললেন, "আমার প্রিয় শিক্ষক মা। বছরের পর বছর নিজের কাজ ত্যাগ করে আমার পড়াশোনার দিকটা অনেকটা সামলেছেন। আমার শিক্ষার ভিত তৈরি করেছেন। যেকোনও সাবজেক্টই হোক না কেন, ক্লাস টেন পর্যন্ত পড়িয়েছেন। কাজ থেকে ফিরে খুব টায়ার্ড হওয়া সত্ত্বেও, মা আমাকে পড়াতেন। অঙ্ক থেকে শুরু করে ইংরেজি, সবকিছু পড়াতেন। যে কারণে আমার সাহিত্যের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তাই মা'ইয়া আমার প্রিয় শিক্ষক।"
Last Updated : Sep 5, 2019, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.