কলকাতা, 24 ডিসেম্বর: পারবারিক যত্নে একটি ছোট্ট চারাগাছের মহীরূহ হয়ে ওঠার গল্প ৷ শুরুটা হয়েছিল সেই 1924 সালে ৷ একটি সাধারণ চাল কল দিয়ে যাত্রা শুরু হালদার ভেঞ্চার লিমিটেডের ৷ অধ্যাবসায় আর সদিচ্ছার জোরে শতবর্ষে এসে আজ তা পশ্চিমবঙ্গের চাল উৎপাদন শিল্পে একটি নির্ভরযোগ্য নাম ৷ 100 বছর পূর্তি উদযাপনে মানুষের পাতে সুস্বাদু এবং উৎকৃষ্ট মানের চাল ও ভোজ্য তেল পৌঁছে দেওয়ার শপথ নিয়েছে এই সংস্থা ৷
সংযুক্তিকরণে দ্রুত বিকাশ
দেশের পারবয়েলড রাইস এবং ভোজ্য তেল উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হালদার ভেঞ্চার লিমিটেড ৷ পাঁচটি সহযোগী সংস্থার সঙ্গে সফলভাবে তারা সংযুক্ত । এই সংস্থাগুলি হল জেডিএম কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড, পিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড, পিকে সিরিয়ালস প্রাইভেট লিমিটেড, রিলায়েবল অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড এবং শ্রী জটাধারী রাইস মিল প্রাইভেট লিমিটেড ।
এই সংযুক্তিকরণ হালদার ভেঞ্চার লিমিটেডকে আরও বিকশিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । কাজ আরও সহজতর করা, অতিরিক্ত ব্যয় কমানো এবং বাজারে উজ্জ্বল উপস্থিতি বৃদ্ধিতে সহায়তা করেছে এই সংযুক্তিকরণ ৷ এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি, সম্পদের আরও ভালো ব্যবহার এবং আর্থিক কার্যক্ষমতার উন্নতি আশা করা হচ্ছে, যা হালদার ভেঞ্চার লিমিটেডকে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সাহায্য করবে এবং নতুন সম্প্রসারণ ও উদ্ভাবনের সুযোগ তৈরি করবে ।
আন্তর্জাতিক বাজারে আধিপত্য
হালদার ভেঞ্চার লিমিটেড সম্প্রতি তাদের আন্তর্জাতিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে । গত বছরে, তারা ঘানা, বেনিন, ক্যামেরুন এবং টোগো-সহ চারটি নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে, যা পূর্ব ভারতের অন্যতম প্রধান পারবয়েলড চাল রফতানিকারক হিসেবে তাদের অবস্থানকে আরও সুসংহত করেছে । এই সম্প্রসারণমূলক পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে এই সংস্থার বৃদ্ধি ও গ্রহণযোগ্যতা বাড়ছে এবং তারা বিশ্বব্যাপী আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে তাদের পণ্য পৌঁছে দিতে পারছে ৷
সফল উত্তরাধিকারের কাহিনি
বাংলার মানুষের রান্নাঘরে সেরা মানের চাল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে 1924 সালে পশ্চিমবঙ্গে একটি চালকল প্রতিষ্ঠা করেন দূরদৃষ্টিসম্পন্ন প্রতিষ্ঠাতা মদনমোহন হালদার ৷ শুরু থেকেই এই প্রতিষ্ঠান চাল উৎপাদনে সর্বোচ্চ মান রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ । বিগত কয়েক দশকে হালদার ভেঞ্চার লিমিটেড সময়ের সঙ্গে সঙ্গে ক্রমে বিকশিত হয়েছে । প্রযুক্তির অগ্রগতির সঙ্গে প্রতিষ্ঠানটি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তাদের প্রক্রিয়াগুলোকে উন্নত করেছে ৷ পাশাপাশি ঐতিহ্যগত ও গুণগত মানও বজায় রেখেছে ।
প্রতিটি প্রজন্মের হালদার পরিবার নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছে, যা এই প্রতিষ্ঠানকে উচ্চতার শিখরে নিয়ে গিয়েছে ৷ তবে বিকাশের দিকে নজর দিলেও তারা তাদের মূল মূল্যবোধের প্রতি অটল থেকেছে । কোম্পানিটি তার কার্যক্রম বাড়িয়ে কেবল বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রতিবেশী রাজ্য এবং আন্তর্জাতিক বাজারেও তা ছড়িয়ে পড়েছে । তাদের উৎপাদিত সুস্বাদু ও উৎকৃষ্ট মানের পণ্য বিশ্বজুড়ে বহু ঘরের প্রধান খাদ্য হয়ে উঠেছে ।
এক শতাব্দীর উদযাপন
হালদার ভেঞ্চার লিমিটেড তাদের 100 বছরের গৌরবময় যাত্রা উদযাপনে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছে ৷ এই ঐতিহাসিক উপলক্ষ উদযাপনে তারা একাধিক ইভেন্টের আয়োজন করছে, যার মধ্যে রয়েছে কৃষকদের পুরস্কৃত করা, কমিউনিটি ভোজ এবং একটি বিশেষ প্রিমিয়াম চাল উৎপাদন পণ্য চালু করা । ভবিষ্যতে হালদার ভেঞ্চার লিমিটেড আরও উদ্ভাবন এবং প্রসারণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ৷ তাদের পরবর্তী শতাব্দীর যাত্রা শুরু করার সময় প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি পদ্ধতি, প্রযুক্তিগত উন্নতি এবং সমাজকল্যাণে অবিচল থাকবে ।
সামাজিক কর্মকাণ্ড
শুধু বাণিজ্যিক ক্ষেত্র নয়, সামাজিক কর্মকাণ্ডেও এই শতাব্দী প্রাচীন সংস্থা উদ্যোগী । গত 10 বছর ধরে হালদার ভেঞ্চার লিমিটেড মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে । 1990 সালে আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল । তারপর থেকে তা এখন এই অঞ্চলের বিখ্যাত ফুটবল উৎসবে পরিণত হয়েছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহী ।
এই টুর্নামেন্ট চলাকালীন একদিন একটি মেয়েদের ফুটবল প্রদর্শনী ম্যাচ হয় । এই ম্যাচ আয়োজনের মধ্যে দিয়ে আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মেয়েদের ফুটবল উন্নয়নের প্রতি আগ্রহ এবং উদ্যোগ তুলে ধরা হয় । প্রসঙ্গত, চলতি বছরটা আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তাদের 50তম বর্ষ পালন করছে । মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড পূর্বের তুলনায় এখন অনেকটা বদলেছে । কলেবরে বৃদ্ধি পেয়েছে ।
চেয়ারম্যানের কথা
এই টুর্নামেন্ট শুধু ফুটবল খেলারই উৎসব নয়, একইসঙ্গে কোম্পানির শতবর্ষের উত্তরাধিকারের পরিচায়ক, যা সামাজিক দায়বদ্ধতার প্রকাশও বটে । হালদার ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান প্রভাতকুমার হালদার বলেন, "হালদার ভেঞ্চার লিমিটেডের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি, সুস্থ এবং শক্তিশালী সমাজ গড়ে তুলতে খেলাধুলোর প্রয়োজন রয়েছে । মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, তার থেকেও বাড়তি কিছু । বীরভূমের যুবাদের শরীর চর্চার প্রতি আগ্রহ, দলগত সংহতি এবং খেলোয়ার সুলভ মানসিকতা গড়ে তোলার অনুপ্রেরণা জোগায় এই ফুটবল টুর্নামেন্ট । আমরা গর্বিত এই টুর্নামেন্টের পাশে সর্বতভাবে দাঁড়াতে পেরে, যা কেবলমাত্র আমার বাবার উত্তরাধিকারের প্রতি সম্মানই নয়, একইসঙ্গে যুবাদের মাঠ এবং মাঠের বাইরে এই পরম্পরাকে অনুসরণ করতে উৎসাহিত করা ।"