ETV Bharat / state

পারিবারিক যত্নে চারাগাছ আজ মহীরূহ ! শতবর্ষে হালদার ভেঞ্চার লিমিটেডের নয়া অঙ্গীকার - 100 YEARS OF HALDER VENTURE

হালদার ভেঞ্চার লিমিটেডের এক শতাব্দীর সাফল্যের ইতিহাস যেন রূপকথা ৷ সাধারণ একটি চালকল থেকে আজ বিশ্ব বাজারে সমৃদ্ধ এই প্রতিষ্ঠান ৷

ETV BHARAT
ইনসেটে সিইও কেশবকুমার হালদার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 13 hours ago

কলকাতা, 24 ডিসেম্বর: পারবারিক যত্নে একটি ছোট্ট চারাগাছের মহীরূহ হয়ে ওঠার গল্প ৷ শুরুটা হয়েছিল সেই 1924 সালে ৷ একটি সাধারণ চাল কল দিয়ে যাত্রা শুরু হালদার ভেঞ্চার লিমিটেডের ৷ অধ্যাবসায় আর সদিচ্ছার জোরে শতবর্ষে এসে আজ তা পশ্চিমবঙ্গের চাল উৎপাদন শিল্পে একটি নির্ভরযোগ্য নাম ৷ 100 বছর পূর্তি উদযাপনে মানুষের পাতে সুস্বাদু এবং উৎকৃষ্ট মানের চাল ও ভোজ্য তেল পৌঁছে দেওয়ার শপথ নিয়েছে এই সংস্থা ৷

সংযুক্তিকরণে দ্রুত বিকাশ

দেশের পারবয়েলড রাইস এবং ভোজ্য তেল উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হালদার ভেঞ্চার লিমিটেড ৷ পাঁচটি সহযোগী সংস্থার সঙ্গে সফলভাবে তারা সংযুক্ত । এই সংস্থাগুলি হল জেডিএম কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড, পিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড, পিকে সিরিয়ালস প্রাইভেট লিমিটেড, রিলায়েবল অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড এবং শ্রী জটাধারী রাইস মিল প্রাইভেট লিমিটেড ।

ETV BHARAT
শ্রী জটাধারী রাইস প্রাইভেট লিমিটেড (নিজস্ব চিত্র)

এই সংযুক্তিকরণ হালদার ভেঞ্চার লিমিটেডকে আরও বিকশিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । কাজ আরও সহজতর করা, অতিরিক্ত ব্যয় কমানো এবং বাজারে উজ্জ্বল উপস্থিতি বৃদ্ধিতে সহায়তা করেছে এই সংযুক্তিকরণ ৷ এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি, সম্পদের আরও ভালো ব্যবহার এবং আর্থিক কার্যক্ষমতার উন্নতি আশা করা হচ্ছে, যা হালদার ভেঞ্চার লিমিটেডকে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সাহায্য করবে এবং নতুন সম্প্রসারণ ও উদ্ভাবনের সুযোগ তৈরি করবে ।

আন্তর্জাতিক বাজারে আধিপত্য

হালদার ভেঞ্চার লিমিটেড সম্প্রতি তাদের আন্তর্জাতিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে । গত বছরে, তারা ঘানা, বেনিন, ক্যামেরুন এবং টোগো-সহ চারটি নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে, যা পূর্ব ভারতের অন্যতম প্রধান পারবয়েলড চাল রফতানিকারক হিসেবে তাদের অবস্থানকে আরও সুসংহত করেছে । এই সম্প্রসারণমূলক পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে এই সংস্থার বৃদ্ধি ও গ্রহণযোগ্যতা বাড়ছে এবং তারা বিশ্বব্যাপী আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে তাদের পণ্য পৌঁছে দিতে পারছে ৷

সফল উত্তরাধিকারের কাহিনি

বাংলার মানুষের রান্নাঘরে সেরা মানের চাল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে 1924 সালে পশ্চিমবঙ্গে একটি চালকল প্রতিষ্ঠা করেন দূরদৃষ্টিসম্পন্ন প্রতিষ্ঠাতা মদনমোহন হালদার ৷ শুরু থেকেই এই প্রতিষ্ঠান চাল উৎপাদনে সর্বোচ্চ মান রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ । বিগত কয়েক দশকে হালদার ভেঞ্চার লিমিটেড সময়ের সঙ্গে সঙ্গে ক্রমে বিকশিত হয়েছে । প্রযুক্তির অগ্রগতির সঙ্গে প্রতিষ্ঠানটি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তাদের প্রক্রিয়াগুলোকে উন্নত করেছে ৷ পাশাপাশি ঐতিহ্যগত ও গুণগত মানও বজায় রেখেছে ।

প্রতিটি প্রজন্মের হালদার পরিবার নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছে, যা এই প্রতিষ্ঠানকে উচ্চতার শিখরে নিয়ে গিয়েছে ৷ তবে বিকাশের দিকে নজর দিলেও তারা তাদের মূল মূল্যবোধের প্রতি অটল থেকেছে । কোম্পানিটি তার কার্যক্রম বাড়িয়ে কেবল বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রতিবেশী রাজ্য এবং আন্তর্জাতিক বাজারেও তা ছড়িয়ে পড়েছে । তাদের উৎপাদিত সুস্বাদু ও উৎকৃষ্ট মানের পণ্য বিশ্বজুড়ে বহু ঘরের প্রধান খাদ্য হয়ে উঠেছে ।

এক শতাব্দীর উদযাপন

হালদার ভেঞ্চার লিমিটেড তাদের 100 বছরের গৌরবময় যাত্রা উদযাপনে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছে ৷ এই ঐতিহাসিক উপলক্ষ উদযাপনে তারা একাধিক ইভেন্টের আয়োজন করছে, যার মধ্যে রয়েছে কৃষকদের পুরস্কৃত করা, কমিউনিটি ভোজ এবং একটি বিশেষ প্রিমিয়াম চাল উৎপাদন পণ্য চালু করা । ভবিষ্যতে হালদার ভেঞ্চার লিমিটেড আরও উদ্ভাবন এবং প্রসারণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ৷ তাদের পরবর্তী শতাব্দীর যাত্রা শুরু করার সময় প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি পদ্ধতি, প্রযুক্তিগত উন্নতি এবং সমাজকল্যাণে অবিচল থাকবে ।

সামাজিক কর্মকাণ্ড

শুধু বাণিজ্যিক ক্ষেত্র নয়, সামাজিক কর্মকাণ্ডেও এই শতাব্দী প্রাচীন সংস্থা উদ্যোগী । গত 10 বছর ধরে হালদার ভেঞ্চার লিমিটেড মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে । 1990 সালে আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল । তারপর থেকে তা এখন এই অঞ্চলের বিখ্যাত ফুটবল উৎসবে পরিণত হয়েছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহী ।

এই টুর্নামেন্ট চলাকালীন একদিন একটি মেয়েদের ফুটবল প্রদর্শনী ম্যাচ হয় । এই ম্যাচ আয়োজনের মধ্যে দিয়ে আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মেয়েদের ফুটবল উন্নয়নের প্রতি আগ্রহ এবং উদ্যোগ তুলে ধরা হয় । প্রসঙ্গত, চলতি বছরটা আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তাদের 50তম বর্ষ পালন করছে । মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড পূর্বের তুলনায় এখন অনেকটা বদলেছে । কলেবরে বৃদ্ধি পেয়েছে ।

চেয়ারম্যানের কথা

এই টুর্নামেন্ট শুধু ফুটবল খেলারই উৎসব নয়, একইসঙ্গে কোম্পানির শতবর্ষের উত্তরাধিকারের পরিচায়ক, যা সামাজিক দায়বদ্ধতার প্রকাশও বটে । হালদার ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান প্রভাতকুমার হালদার বলেন, "হালদার ভেঞ্চার লিমিটেডের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি, সুস্থ এবং শক্তিশালী সমাজ গড়ে তুলতে খেলাধুলোর প্রয়োজন রয়েছে । মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, তার থেকেও বাড়তি কিছু । বীরভূমের যুবাদের শরীর চর্চার প্রতি আগ্রহ, দলগত সংহতি এবং খেলোয়ার সুলভ মানসিকতা গড়ে তোলার অনুপ্রেরণা জোগায় এই ফুটবল টুর্নামেন্ট । আমরা গর্বিত এই টুর্নামেন্টের পাশে সর্বতভাবে দাঁড়াতে পেরে, যা কেবলমাত্র আমার বাবার উত্তরাধিকারের প্রতি সম্মানই নয়, একইসঙ্গে যুবাদের মাঠ এবং মাঠের বাইরে এই পরম্পরাকে অনুসরণ করতে উৎসাহিত করা ।"

কলকাতা, 24 ডিসেম্বর: পারবারিক যত্নে একটি ছোট্ট চারাগাছের মহীরূহ হয়ে ওঠার গল্প ৷ শুরুটা হয়েছিল সেই 1924 সালে ৷ একটি সাধারণ চাল কল দিয়ে যাত্রা শুরু হালদার ভেঞ্চার লিমিটেডের ৷ অধ্যাবসায় আর সদিচ্ছার জোরে শতবর্ষে এসে আজ তা পশ্চিমবঙ্গের চাল উৎপাদন শিল্পে একটি নির্ভরযোগ্য নাম ৷ 100 বছর পূর্তি উদযাপনে মানুষের পাতে সুস্বাদু এবং উৎকৃষ্ট মানের চাল ও ভোজ্য তেল পৌঁছে দেওয়ার শপথ নিয়েছে এই সংস্থা ৷

সংযুক্তিকরণে দ্রুত বিকাশ

দেশের পারবয়েলড রাইস এবং ভোজ্য তেল উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হালদার ভেঞ্চার লিমিটেড ৷ পাঁচটি সহযোগী সংস্থার সঙ্গে সফলভাবে তারা সংযুক্ত । এই সংস্থাগুলি হল জেডিএম কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড, পিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড, পিকে সিরিয়ালস প্রাইভেট লিমিটেড, রিলায়েবল অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড এবং শ্রী জটাধারী রাইস মিল প্রাইভেট লিমিটেড ।

ETV BHARAT
শ্রী জটাধারী রাইস প্রাইভেট লিমিটেড (নিজস্ব চিত্র)

এই সংযুক্তিকরণ হালদার ভেঞ্চার লিমিটেডকে আরও বিকশিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । কাজ আরও সহজতর করা, অতিরিক্ত ব্যয় কমানো এবং বাজারে উজ্জ্বল উপস্থিতি বৃদ্ধিতে সহায়তা করেছে এই সংযুক্তিকরণ ৷ এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি, সম্পদের আরও ভালো ব্যবহার এবং আর্থিক কার্যক্ষমতার উন্নতি আশা করা হচ্ছে, যা হালদার ভেঞ্চার লিমিটেডকে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সাহায্য করবে এবং নতুন সম্প্রসারণ ও উদ্ভাবনের সুযোগ তৈরি করবে ।

আন্তর্জাতিক বাজারে আধিপত্য

হালদার ভেঞ্চার লিমিটেড সম্প্রতি তাদের আন্তর্জাতিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে । গত বছরে, তারা ঘানা, বেনিন, ক্যামেরুন এবং টোগো-সহ চারটি নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে, যা পূর্ব ভারতের অন্যতম প্রধান পারবয়েলড চাল রফতানিকারক হিসেবে তাদের অবস্থানকে আরও সুসংহত করেছে । এই সম্প্রসারণমূলক পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে এই সংস্থার বৃদ্ধি ও গ্রহণযোগ্যতা বাড়ছে এবং তারা বিশ্বব্যাপী আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে তাদের পণ্য পৌঁছে দিতে পারছে ৷

সফল উত্তরাধিকারের কাহিনি

বাংলার মানুষের রান্নাঘরে সেরা মানের চাল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে 1924 সালে পশ্চিমবঙ্গে একটি চালকল প্রতিষ্ঠা করেন দূরদৃষ্টিসম্পন্ন প্রতিষ্ঠাতা মদনমোহন হালদার ৷ শুরু থেকেই এই প্রতিষ্ঠান চাল উৎপাদনে সর্বোচ্চ মান রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ । বিগত কয়েক দশকে হালদার ভেঞ্চার লিমিটেড সময়ের সঙ্গে সঙ্গে ক্রমে বিকশিত হয়েছে । প্রযুক্তির অগ্রগতির সঙ্গে প্রতিষ্ঠানটি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তাদের প্রক্রিয়াগুলোকে উন্নত করেছে ৷ পাশাপাশি ঐতিহ্যগত ও গুণগত মানও বজায় রেখেছে ।

প্রতিটি প্রজন্মের হালদার পরিবার নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছে, যা এই প্রতিষ্ঠানকে উচ্চতার শিখরে নিয়ে গিয়েছে ৷ তবে বিকাশের দিকে নজর দিলেও তারা তাদের মূল মূল্যবোধের প্রতি অটল থেকেছে । কোম্পানিটি তার কার্যক্রম বাড়িয়ে কেবল বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রতিবেশী রাজ্য এবং আন্তর্জাতিক বাজারেও তা ছড়িয়ে পড়েছে । তাদের উৎপাদিত সুস্বাদু ও উৎকৃষ্ট মানের পণ্য বিশ্বজুড়ে বহু ঘরের প্রধান খাদ্য হয়ে উঠেছে ।

এক শতাব্দীর উদযাপন

হালদার ভেঞ্চার লিমিটেড তাদের 100 বছরের গৌরবময় যাত্রা উদযাপনে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছে ৷ এই ঐতিহাসিক উপলক্ষ উদযাপনে তারা একাধিক ইভেন্টের আয়োজন করছে, যার মধ্যে রয়েছে কৃষকদের পুরস্কৃত করা, কমিউনিটি ভোজ এবং একটি বিশেষ প্রিমিয়াম চাল উৎপাদন পণ্য চালু করা । ভবিষ্যতে হালদার ভেঞ্চার লিমিটেড আরও উদ্ভাবন এবং প্রসারণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ৷ তাদের পরবর্তী শতাব্দীর যাত্রা শুরু করার সময় প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি পদ্ধতি, প্রযুক্তিগত উন্নতি এবং সমাজকল্যাণে অবিচল থাকবে ।

সামাজিক কর্মকাণ্ড

শুধু বাণিজ্যিক ক্ষেত্র নয়, সামাজিক কর্মকাণ্ডেও এই শতাব্দী প্রাচীন সংস্থা উদ্যোগী । গত 10 বছর ধরে হালদার ভেঞ্চার লিমিটেড মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে । 1990 সালে আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল । তারপর থেকে তা এখন এই অঞ্চলের বিখ্যাত ফুটবল উৎসবে পরিণত হয়েছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহী ।

এই টুর্নামেন্ট চলাকালীন একদিন একটি মেয়েদের ফুটবল প্রদর্শনী ম্যাচ হয় । এই ম্যাচ আয়োজনের মধ্যে দিয়ে আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মেয়েদের ফুটবল উন্নয়নের প্রতি আগ্রহ এবং উদ্যোগ তুলে ধরা হয় । প্রসঙ্গত, চলতি বছরটা আহমদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তাদের 50তম বর্ষ পালন করছে । মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড পূর্বের তুলনায় এখন অনেকটা বদলেছে । কলেবরে বৃদ্ধি পেয়েছে ।

চেয়ারম্যানের কথা

এই টুর্নামেন্ট শুধু ফুটবল খেলারই উৎসব নয়, একইসঙ্গে কোম্পানির শতবর্ষের উত্তরাধিকারের পরিচায়ক, যা সামাজিক দায়বদ্ধতার প্রকাশও বটে । হালদার ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান প্রভাতকুমার হালদার বলেন, "হালদার ভেঞ্চার লিমিটেডের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি, সুস্থ এবং শক্তিশালী সমাজ গড়ে তুলতে খেলাধুলোর প্রয়োজন রয়েছে । মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, তার থেকেও বাড়তি কিছু । বীরভূমের যুবাদের শরীর চর্চার প্রতি আগ্রহ, দলগত সংহতি এবং খেলোয়ার সুলভ মানসিকতা গড়ে তোলার অনুপ্রেরণা জোগায় এই ফুটবল টুর্নামেন্ট । আমরা গর্বিত এই টুর্নামেন্টের পাশে সর্বতভাবে দাঁড়াতে পেরে, যা কেবলমাত্র আমার বাবার উত্তরাধিকারের প্রতি সম্মানই নয়, একইসঙ্গে যুবাদের মাঠ এবং মাঠের বাইরে এই পরম্পরাকে অনুসরণ করতে উৎসাহিত করা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.