ETV Bharat / sitara

উত্তরাখণ্ড বিপর্যয়ে মৃতের 4 কন্যাকে দত্তক নিলেন সোনু সুদ - সোনু সুদ

উত্তরাখণ্ড বিপর্যয়ে আবার ত্রাতার ভূমিকায় বলিউডের অভিনেতা সোনু সুদ। মৃত এক ব্যক্তির চার মেয়েকে দত্তক নিলেন তিনি। সোনুকে ধন্যবাদ জানিয়েছে মৃতের পরিবার।

Bollywood Actor Sonu Sood adopts 4 daughters of Uttarakhand disaster victim
উত্তরাখণ্ড বিপর্যয়ে মৃতের 4 কন্যাকে দত্তক নিলেন সোনু সুদ
author img

By

Published : Feb 21, 2021, 2:04 PM IST

উত্তরাখণ্ড, 21 ফেব্রুয়ারি: লকডাউনের সময়ে বারবার গরিবদের পাশে দাঁড়িয়েছেন। রিল পেরিয়ে তিনি হয়ে উঠেছেন রিয়েল লাইফ হিরো। আবারও স্বমহিমায় বলিউডের অভিনেতা সোনু সুদ। এ বার তিনি উত্তরাখণ্ডের বিপর্যয়ে মৃত এক ব্যক্তির চার কন্যাকে দত্তক নিলেন।

উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে প্রবল বন্যায় মৃত্যু হয় 45 বছরের আলম সিং পুণ্ডিরের। ঘটনার সময় তপোবন জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে ইলেকট্রিসিয়ানের কাজ করছিলেন তিনি। তাঁর প্রয়াণে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর পরিবারের। স্ত্রী ও চার কন্যাকে রেখে গিয়েছেন আলম সিং। এই ঘটনা জানতে পেরে আলমের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সোনু সুদ। মৃতের চার কন্যা অঞ্চল (14), অন্তরা (11), কাজল (৮) ও অনন্যা (2)-কে দত্তক নেবেন বলে ঘোষণা করেছেন তিনি। এই চার কন্যার পড়াশোনা ও বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন অভিনেতা।

টুইটে তিনি জানান, এই পরিবার এখন থেকে তাঁর নিজের পরিবার। এ ভাবে তাঁদের পাশে এসে দাঁড়ানোর জন্য অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছে আলমের পরিবার।

আরও পড়ুন: ফের নজির গড়লেন সোনু

লকডাউনের সময়েও পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা থেকে শুরু করে নানাভাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। যেখানে মানুষ সমস্যায় পড়েছে, খবর পেয়েই ছুটে গিয়েছেন তিনি। সাধ্যমতো সাহায্য করেছেন। দিনকয়েক আগেই নিজের জন্মস্থান পঞ্জাবের মোগাতে 100টি ই-রিক্সা দান করন অভিনেতা । জানান, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ আরও অনেক রাজ্যে এই কাজ করার পরিকল্পনা রয়েছে সোনুর । আবারও প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতের পাশে মসিহা হয়ে দাঁড়ালেন তিনি। স্বাভাবিকভাবেই সোনুকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও।

উত্তরাখণ্ড, 21 ফেব্রুয়ারি: লকডাউনের সময়ে বারবার গরিবদের পাশে দাঁড়িয়েছেন। রিল পেরিয়ে তিনি হয়ে উঠেছেন রিয়েল লাইফ হিরো। আবারও স্বমহিমায় বলিউডের অভিনেতা সোনু সুদ। এ বার তিনি উত্তরাখণ্ডের বিপর্যয়ে মৃত এক ব্যক্তির চার কন্যাকে দত্তক নিলেন।

উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে প্রবল বন্যায় মৃত্যু হয় 45 বছরের আলম সিং পুণ্ডিরের। ঘটনার সময় তপোবন জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে ইলেকট্রিসিয়ানের কাজ করছিলেন তিনি। তাঁর প্রয়াণে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর পরিবারের। স্ত্রী ও চার কন্যাকে রেখে গিয়েছেন আলম সিং। এই ঘটনা জানতে পেরে আলমের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সোনু সুদ। মৃতের চার কন্যা অঞ্চল (14), অন্তরা (11), কাজল (৮) ও অনন্যা (2)-কে দত্তক নেবেন বলে ঘোষণা করেছেন তিনি। এই চার কন্যার পড়াশোনা ও বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন অভিনেতা।

টুইটে তিনি জানান, এই পরিবার এখন থেকে তাঁর নিজের পরিবার। এ ভাবে তাঁদের পাশে এসে দাঁড়ানোর জন্য অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছে আলমের পরিবার।

আরও পড়ুন: ফের নজির গড়লেন সোনু

লকডাউনের সময়েও পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা থেকে শুরু করে নানাভাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। যেখানে মানুষ সমস্যায় পড়েছে, খবর পেয়েই ছুটে গিয়েছেন তিনি। সাধ্যমতো সাহায্য করেছেন। দিনকয়েক আগেই নিজের জন্মস্থান পঞ্জাবের মোগাতে 100টি ই-রিক্সা দান করন অভিনেতা । জানান, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ আরও অনেক রাজ্যে এই কাজ করার পরিকল্পনা রয়েছে সোনুর । আবারও প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতের পাশে মসিহা হয়ে দাঁড়ালেন তিনি। স্বাভাবিকভাবেই সোনুকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.