ETV Bharat / sitara

'অনুরূপ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে বলিউড তারকা অতুল - undefined

টলিউডের উঠতি প্রজন্মের মহিলা পরিচালকদের মধ্যে অন্যতম হলেন কঙ্কণা চক্রবর্তী। তাঁর কাজ ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সমাদৃত হয়েছে। তাঁর গল্পের অভিনবত্ব মুগ্ধ করেছে অমিতাভ বচ্চনকেও। তাই তিনি কঙ্কনার নতুন শর্টফিল্ম 'অনুরূপ'-এর ট্রেলার লঞ্চ করেছিলেন। আজ কলকাতায় সেই ছবিরই এক স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল।

অনুরূপ
author img

By

Published : May 19, 2019, 12:18 PM IST

Updated : May 21, 2019, 5:01 PM IST

কলকাতা: 'অনুরূপ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হয়েছিল তারকা সমাগম। উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, সাগরদ্বীপ দেব, আরাধ্যা রায় ও ছবির সংগীত পরিচালক জয় সরকার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউড তারকা অতুল কুলকার্ণী।

মুখ্য অভিনেতা সব্যসাচী বললেন, "আমি কোনও পরিচালকের USP দেখে কাজ করি না। আমি মানুষ দেখে কাজ করি। আমি দেখিনা আমার কতখানি রোল, কতক্ষণ স্ক্রিন প্রেজ়েন্স, কতটা এক্সপোজ়ার পাব আমি। আমি ঠিক ব্যবসার জন্য কাজ করি না।"

অতুল কুলকার্ণি বললেন, "আমার মনে হয় অনুরূপ খুব ভালোবেসে বানানো একটি ছবি। এর মধ্যে একটা খুব ভালো টিমওয়ার্ক রয়েছে। কঙ্কনার বিশেষত্ব হল এটা যে ওঁর গল্পগুলো খুব সহজ হয়। তবে খুব অনুভূতিপ্রবণ হয় সেগুলো। আর সেটাই দর্শককে ধরে রাখে। বেণুদার মতো অভিনেতার অভিনয় দেখে অনেক কিছু শিখতে পারলাম আমি।" অভিনেতা হিসেবে অতুল কুলকার্ণী ভীষণভাবে প্রসংশিত। তবে অন্য অভিনেতার প্রশংসা করতে একবারও পিছপা হন না অতুল।

শুনুন তারকাদের বক্তব্য

কলকাতা: 'অনুরূপ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হয়েছিল তারকা সমাগম। উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, সাগরদ্বীপ দেব, আরাধ্যা রায় ও ছবির সংগীত পরিচালক জয় সরকার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউড তারকা অতুল কুলকার্ণী।

মুখ্য অভিনেতা সব্যসাচী বললেন, "আমি কোনও পরিচালকের USP দেখে কাজ করি না। আমি মানুষ দেখে কাজ করি। আমি দেখিনা আমার কতখানি রোল, কতক্ষণ স্ক্রিন প্রেজ়েন্স, কতটা এক্সপোজ়ার পাব আমি। আমি ঠিক ব্যবসার জন্য কাজ করি না।"

অতুল কুলকার্ণি বললেন, "আমার মনে হয় অনুরূপ খুব ভালোবেসে বানানো একটি ছবি। এর মধ্যে একটা খুব ভালো টিমওয়ার্ক রয়েছে। কঙ্কনার বিশেষত্ব হল এটা যে ওঁর গল্পগুলো খুব সহজ হয়। তবে খুব অনুভূতিপ্রবণ হয় সেগুলো। আর সেটাই দর্শককে ধরে রাখে। বেণুদার মতো অভিনেতার অভিনয় দেখে অনেক কিছু শিখতে পারলাম আমি।" অভিনেতা হিসেবে অতুল কুলকার্ণী ভীষণভাবে প্রসংশিত। তবে অন্য অভিনেতার প্রশংসা করতে একবারও পিছপা হন না অতুল।

শুনুন তারকাদের বক্তব্য
Intro:কঙ্কনার দ্বিতীয় শর্ট ফিল্ম অনুরূপের স্পেশাল স্ক্রীনিং হাজির বলিউড অভিনেতা অতুল কুলকার্নি

অমিত চক্রবর্তী, কলকাতা: টলিউডের উঠতি প্রজন্মের মহিলা পরিচালকদের মধ্যে অন্যতম হলেন কঙ্কণা চক্রবর্তী। তার কাজ ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সমাদৃত হয়েছে। তার কাজের প্রতি নিষ্ঠা ও গল্পের অভিনবত্বের জন্য সম্প্রতি তার নতুন শর্ট ফিল্ম অনুরূপ এর ট্রেলার লঞ্চ করেছিলেন ভারতীয় ফিল্ম ইনডাস্ট্রি বিগ বি অমিতাভ বচ্চন। আজ কলকাতায় সেই ছবিরই এক স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, কঙ্গনা চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, সাগরদ্বীপ দেব, আরাধ্যা রায় ও ছবি সংগীত পরিচালক জয় সরকার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউডের অন্যতম স্বনামধন্য অভিনেতা আতুল কুলকর্ণী। যার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বছরের পর বছর।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : May 21, 2019, 5:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.