কলকাতা: 'অনুরূপ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হয়েছিল তারকা সমাগম। উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, সাগরদ্বীপ দেব, আরাধ্যা রায় ও ছবির সংগীত পরিচালক জয় সরকার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউড তারকা অতুল কুলকার্ণী।
মুখ্য অভিনেতা সব্যসাচী বললেন, "আমি কোনও পরিচালকের USP দেখে কাজ করি না। আমি মানুষ দেখে কাজ করি। আমি দেখিনা আমার কতখানি রোল, কতক্ষণ স্ক্রিন প্রেজ়েন্স, কতটা এক্সপোজ়ার পাব আমি। আমি ঠিক ব্যবসার জন্য কাজ করি না।"
অতুল কুলকার্ণি বললেন, "আমার মনে হয় অনুরূপ খুব ভালোবেসে বানানো একটি ছবি। এর মধ্যে একটা খুব ভালো টিমওয়ার্ক রয়েছে। কঙ্কনার বিশেষত্ব হল এটা যে ওঁর গল্পগুলো খুব সহজ হয়। তবে খুব অনুভূতিপ্রবণ হয় সেগুলো। আর সেটাই দর্শককে ধরে রাখে। বেণুদার মতো অভিনেতার অভিনয় দেখে অনেক কিছু শিখতে পারলাম আমি।" অভিনেতা হিসেবে অতুল কুলকার্ণী ভীষণভাবে প্রসংশিত। তবে অন্য অভিনেতার প্রশংসা করতে একবারও পিছপা হন না অতুল।