ETV Bharat / sitara

6 বছর পর ফের একসঙ্গে অঙ্কুশ-শুভশ্রী - অঙ্কুশ হাজরা

শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে । 6 বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন অঙ্কুশ হাজরা ও শুভশ্রী ।

gf
gh
author img

By

Published : Dec 6, 2019, 7:44 PM IST

কলকাতা : 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিটি মুক্তি পাওয়ার পর কেটে গেছে 6 বছর । সেই ছবিতে শেষবার দেখা গিয়েছিল অঙ্কুশ-শুভশ্রীকে । ফের একটি ছবিতে জুটি বেঁধেছেন এই দুই তারকা । ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব । এটি একটি সাইকোলজিকাল থ্রিলার । যাতে রয়েছে হরর কমেডি । ছবি নিয়ে ETV ভারত সিরাতার সঙ্গে একান্ত সাক্ষাৎকার অঙ্কুশ হাজরার ।

ছবির বিষয়বস্তু কী নিয়ে ?

অঙ্কুশ হাজরা : এটা একটা সুপারন্যাচারাল থ্রিলার । একটা হরর ফিল্ম । ছবির ঘোষণা করা হয়েছে । ছবির ফার্স্ট লুক পোস্টার আর ফিল একেবারে আলাদা । নতুন করে বের করা হবে । ছবিটা সাধারণ হরর ফিল্মের মতো নয় ।

ছবির গল্প লিখেছেন কে ?

অঙ্কুশ হাজরা : গল্পটা লিখেছেন সুমিত গরোডিয়া । উনি মুম্বইতে লেখেন । এটা ওনার চিত্রনাট্য । বাবা যাদব পরিচালনা করছেন ।

বাবা যাদবের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ?

অঙ্কুশ হাজরা : বাবা যাদবের সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে । কারণ, বাবা জেম অফ এ পার্সেন । খুব মাথা ঠান্ডা একজন মানুষ । অ্যাকটার্স ডিরেক্টর বলে একটা কথা হয়, বাবা সেটাই । কোনও দিন অভিনয় করা শেখাননি, শুধু ভরসা রেখে গেছেন । যেহেতু বাবা অনেক বছর ধরে কোরিওগ্রাফি করেছেন, অভিনেতাদের সঙ্গে ওঁর ভীষণ ভালো সম্পর্ক । আমার সঙ্গেও অনেকগুলো গানে কাজ করেছেন ।

শুভশ্রীর সঙ্গে তো 6 বছর পর কাজ করছেন ?

অঙ্কুশ হাজরা : হ্যাঁ একদমই । ওঁর সঙ্গে আমার ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়েছিল 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবি থেকে । তবে এই 6 বছরে ওঁর সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ হয়নি । কিন্তু, সেটে এসে মনেই হয়নি যে এতদিন সেভাবে যোগাযোগ ছিল না ।

ছবিতে আমরা আপনাকে কীভাবে দেখতে পাব ?

অঙ্কুশ হাজরা : আমার চরিত্রটা এখানে একজন ব্যর্থ ইনসিওরেন্স এজেন্ট । এক দুর্ঘটনায় সে তার দৃষ্টিশক্তি হারায়। সেখান থেকেই গল্প নতুন মোড় নিতে শুরু করে । শুরু হয় এই সুপারন্যাচারাল কাণ্ডকারখানাগুলো । তার পিছনেও কারণ রয়েছে ।

শুভশ্রীকে কীভাবে পাবে দর্শক ?

অঙ্কুশ হাজরা : শুভশ্রী এই ছবিতে একজন রিপোর্টার । ওঁর চরিত্রটা এখানে ভীষণ বিন্দাস । আমার চরিত্রটার সঙ্গে তুই তো কারি করে কথা বলে । আমিও সেই ভাবেই কথা বলি । আমাদের বন্ডিংটা এখানে অনেকটাই বন্ধুত্বের আকারে দেখানো হয়েছে । বলা ভালো, ভীষণই ফ্রেন্ডলি লাভ ।

এটাকে কী কমেডি ফিল্ম বলা যেতে পারে ?

অঙ্কুশ হাজরা : দেখুন, যে কোনও ছবিতে একটা লাইট হার্টেড কমেডি থাকেই, যার জন্য মনে না হয় নেটফ্লিক্সের মতো কোনও ছবি দেখছি । এটাকে হরর কমেডি এবং সুপারন্যাচারাল থ্রিলারের মিশ্রণ বলা যেতে পারে । হরর কমেডি দিয়ে শুরু করে সিরিয়াস হয়ে যায় ।

এখন তো আপনারা শুটিং করছেন ?

অঙ্কুশ হাজরা : হ্যাঁ, আমাদের এই ছবির শুটিং চলছে । এখন তো কলকাতায় হচ্ছে, তারপরে দার্জিলিং যাব । ডুয়ার্সেও শুটিং হবে ।

কলকাতা : 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিটি মুক্তি পাওয়ার পর কেটে গেছে 6 বছর । সেই ছবিতে শেষবার দেখা গিয়েছিল অঙ্কুশ-শুভশ্রীকে । ফের একটি ছবিতে জুটি বেঁধেছেন এই দুই তারকা । ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব । এটি একটি সাইকোলজিকাল থ্রিলার । যাতে রয়েছে হরর কমেডি । ছবি নিয়ে ETV ভারত সিরাতার সঙ্গে একান্ত সাক্ষাৎকার অঙ্কুশ হাজরার ।

ছবির বিষয়বস্তু কী নিয়ে ?

অঙ্কুশ হাজরা : এটা একটা সুপারন্যাচারাল থ্রিলার । একটা হরর ফিল্ম । ছবির ঘোষণা করা হয়েছে । ছবির ফার্স্ট লুক পোস্টার আর ফিল একেবারে আলাদা । নতুন করে বের করা হবে । ছবিটা সাধারণ হরর ফিল্মের মতো নয় ।

ছবির গল্প লিখেছেন কে ?

অঙ্কুশ হাজরা : গল্পটা লিখেছেন সুমিত গরোডিয়া । উনি মুম্বইতে লেখেন । এটা ওনার চিত্রনাট্য । বাবা যাদব পরিচালনা করছেন ।

বাবা যাদবের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ?

অঙ্কুশ হাজরা : বাবা যাদবের সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে । কারণ, বাবা জেম অফ এ পার্সেন । খুব মাথা ঠান্ডা একজন মানুষ । অ্যাকটার্স ডিরেক্টর বলে একটা কথা হয়, বাবা সেটাই । কোনও দিন অভিনয় করা শেখাননি, শুধু ভরসা রেখে গেছেন । যেহেতু বাবা অনেক বছর ধরে কোরিওগ্রাফি করেছেন, অভিনেতাদের সঙ্গে ওঁর ভীষণ ভালো সম্পর্ক । আমার সঙ্গেও অনেকগুলো গানে কাজ করেছেন ।

শুভশ্রীর সঙ্গে তো 6 বছর পর কাজ করছেন ?

অঙ্কুশ হাজরা : হ্যাঁ একদমই । ওঁর সঙ্গে আমার ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়েছিল 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবি থেকে । তবে এই 6 বছরে ওঁর সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ হয়নি । কিন্তু, সেটে এসে মনেই হয়নি যে এতদিন সেভাবে যোগাযোগ ছিল না ।

ছবিতে আমরা আপনাকে কীভাবে দেখতে পাব ?

অঙ্কুশ হাজরা : আমার চরিত্রটা এখানে একজন ব্যর্থ ইনসিওরেন্স এজেন্ট । এক দুর্ঘটনায় সে তার দৃষ্টিশক্তি হারায়। সেখান থেকেই গল্প নতুন মোড় নিতে শুরু করে । শুরু হয় এই সুপারন্যাচারাল কাণ্ডকারখানাগুলো । তার পিছনেও কারণ রয়েছে ।

শুভশ্রীকে কীভাবে পাবে দর্শক ?

অঙ্কুশ হাজরা : শুভশ্রী এই ছবিতে একজন রিপোর্টার । ওঁর চরিত্রটা এখানে ভীষণ বিন্দাস । আমার চরিত্রটার সঙ্গে তুই তো কারি করে কথা বলে । আমিও সেই ভাবেই কথা বলি । আমাদের বন্ডিংটা এখানে অনেকটাই বন্ধুত্বের আকারে দেখানো হয়েছে । বলা ভালো, ভীষণই ফ্রেন্ডলি লাভ ।

এটাকে কী কমেডি ফিল্ম বলা যেতে পারে ?

অঙ্কুশ হাজরা : দেখুন, যে কোনও ছবিতে একটা লাইট হার্টেড কমেডি থাকেই, যার জন্য মনে না হয় নেটফ্লিক্সের মতো কোনও ছবি দেখছি । এটাকে হরর কমেডি এবং সুপারন্যাচারাল থ্রিলারের মিশ্রণ বলা যেতে পারে । হরর কমেডি দিয়ে শুরু করে সিরিয়াস হয়ে যায় ।

এখন তো আপনারা শুটিং করছেন ?

অঙ্কুশ হাজরা : হ্যাঁ, আমাদের এই ছবির শুটিং চলছে । এখন তো কলকাতায় হচ্ছে, তারপরে দার্জিলিং যাব । ডুয়ার্সেও শুটিং হবে ।

Intro:'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিটি মুক্তি পাওয়ার পর কেটে গেছে ৬ বছর। সেই ছবিতে শেষবার দেখা গিয়েছিল অঙ্কুশ-শুভশ্রীকে। ফের একটি ছবিতে জুটি বেঁধেছেন এই দুই তারকা। ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব। অঙ্কুশের কথায় এটি একটি সাইকোলজিকাল থ্রিলার। যাতে রয়েছে হরর কমেডি। ছবি নিয়ে বিস্তারিতভাবে ETV ভারত সিতারার সঙ্গে আলোচনা করলেন অঙ্কুশ হাজরা।


Body:ETV ভারত সিতারা : ছবির বিষয়বস্তু কী নিয়ে?
অঙ্কুশ হাজরা : এটা একটা সুপারন্যাচারাল থ্রিলার। একটা হরর ফিল্ম। যেটা আপনারা জানতে পেরেছেন, সেটা ফাস্ট লুক নয়, শুধুই ছবির ঘোষণা। ছবির লুক, পোস্টার আর ফিল একেবারে আলাদা। নতুন করে বের করা হবে। ছবিটা টিপিক্যাল হরর ফিল্মের মতো নয়।

ETV ভারত সিতারা : ছবির গল্প লিখেছেন কে?
অঙ্কুশ হাজরা : গল্পটা লিখেছেন সুমিত গরোডিয়া। ওঁ মুম্বইতে লেখে। এটা ওঁরই চিত্রনাট্য। বাবা যাদব পরিচালনা করছেন।

ETV ভারত সিতারা : বাবা যাদবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
অঙ্কুশ হাজরা : আমার বাবার সঙ্গে কাজ করতে অলটাইম ভালো লাগে। কারণ, বাবা জেম অফ এ পার্সেন। খুব মাথা ঠান্ডা একজন মানুষ। অ্যাকটার্স ডিরেক্টর বলে একটা কথা হয়, বাবা সেটাই। কোনদিনও অভিনয় করা শেখায়নি, শুধু ভরসা রেখে গেছে। যেহেতু বাবা অনেক বছর ধরে কোরিওগ্রাফি করেছে, অভিনেতাদের সঙ্গে ওঁর ভীষণ ভালো জেলিং। আমার সঙ্গেও অনেকগুলো গানে কাজ করেছে। তাই ওই কামফর্ট জোনটা রয়েছে।

ETV ভারত সিতারা : শুভশ্রীর সঙ্গে তো ৬ বছর পর কাজ করছেন?
অঙ্কুশ হাজরা : হ্যাঁ একদমই। ওঁর সঙ্গে আমার ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়েছিল 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবি থেকে। তবেই ৬ বছরে ওঁর সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ হয়নি। কিন্তু সেটা এসে মনেই হয়নি যে এতদিন সেই ভাবে যোগাযোগ ছিল না।

ETV ভারত সিতারা : ছবিতে আমরা আপনাকে কীভাবে দেখতে পাব?
অঙ্কুশ হাজরা : আমার চরিত্রটা এখানে একজন ব্যর্থ ইন্সিওরেন্স এজেন্ট। এক দুর্ঘটনায় সে তার দৃষ্টিশক্তি হারায়। সেইখান থেকেই গল্প নতুন মোড় নিতে শুরু করে। শুরু হয় এই সুপারন্যাচারাল কাণ্ডকারখানাগুলো। তার পিছনেও কারণ রয়েছে।

ETV ভারত সিতারা : শুভশ্রীকে কীভাবে পাবে দর্শক?
অঙ্কুশ হাজরা : শুভশ্রী এই ছবিতে একজন মিডিয়ার রিপোর্টার। ওঁর ক্যারেক্টারটা এখানে ভীষণ বিন্দাস। আমার চরিত্রটার সঙ্গে তুইতাকারি করে কথা বলে। আমিও সেই ভাবেই কথা বলি। আমাদের বন্ডিংটা এখানে অনেকটাই বন্ধুত্বের আকারে দেখান হয়েছে। টিপিক্যাল জানু-বেবি টাইপের প্রেম। বলা ভালো, ভীষণই ফ্রেন্ডলি লাভ।

ETV ভারত সিতারা : এটাকে কি কমেডি ফিল্ম বলা যেতে পারে?
অঙ্কুশ হাজরা : দেখুন, যে কোনও ছবিতে একটা লাইট হার্টেড কমেডি থাকেই, জাতি মনে না হয় নেটফ্লিক্সের মতো কোনও ছবি দেখছি। এটাকে হরর কমেডি এবং সুপারন্যাচারাল থ্রিলারের মিশ্রণ বলা যেতে পারে। হরর কমিডি দিয়ে শুরু করে সিরিয়াস হয়ে যায়।

ETV ভারত সিতারা : এখন তো আপনারা শুটিং করছেন?
অঙ্কুশ হাজরা : হ্যাঁ, আমাদের এই ছবির শুটিং চলছে। এখন তো কলকাতায় হচ্ছে, তারপরে দার্জিলিং যাব। ডুয়ার্সেও শুটিং হবে।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.