ETV Bharat / sitara

IFFI-র শোভা বাড়াবেন AMPAS সভাপতি জন বেইলি

গোয়ায় 50 তম ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে অংশগ্রহণ নেবেন বলে জানালেন অ্যামেরিকান সিনেমাটোগ্রাফার-ফিল্ম ডিরেক্টর ।

author img

By

Published : Jul 15, 2019, 10:04 AM IST

জন বেইলি

দিল্লি : অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স (AMPAS)-র সভাপতি জন বেইলি সুনিশ্চিত করে জানালেন, তিনি 2019-র ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে (IFFI) অংশগ্রহণ করবেন । গোয়াতে এই ফেস্টিভালটি চলবে ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই খবরটি গতকাল জানিয়েছেন । ফিল্ম ফেস্টিভালটি 20 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত চলবে ।

পানাজিতে পরিচালনা কমিটির প্রথম মিটিময়ের পর জাভড়েকর জানান, এবছরে ফেস্টিভালের ফোকাসে থাকতে পারে রাশিয়া । সাংবাদিকদের তিনি বলেন, "দেশের গর্ব IFFI । গোল্ডেন জুবিলি এডিশন হওয়ায় এবছরের IFFI অনেক বেশি গুরুত্বপূর্ণ ।"

একটি বিবৃতিতে জানানো হয়েছে, সিনেমার মাধ্যমে সমধর্মিতা বজায় রাখতে দেশের সাতটি শহরজুড়ে রোডশো'র আয়োজন করা হবে । ফিল্ম ফেস্টিভালের পাশাপাশি ছবির জন্য প্রাসঙ্গিক প্রযুক্তির প্রদর্শনের ব্যবস্থাও করা হবে ।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII), পুণে এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI), কলকাতা সহ প্রিমিয়ার ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এবছরের ফেস্টিভালের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকবেন ।

কোন কোন ছবি ফেস্টিভালে দেখানো হবে তা সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট করে নেওয়া হবে বলে জানা গেছে ।

IFFI 2019-র প্রধান বিভাগগুলিতে থাকবে ইন্টারন্যাশানাল প্রতিযোগিতা, ফেস্টিভাল কালেইডোস্কোপ, ওয়ার্ল্ড প্যানোরমা, ইন্ডিয়ান প্যানোরমা, মাস্টারক্লাসেস, ইন-কনভারসেশন, স্পেশাল রেট্রোস্পেকটিভস, হোমেজেস, ওপেন এয়ার স্ক্রিনিংস, ফিল্ম বাজ়ার ।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পর্রিকরের প্রতিও শ্রদ্ধা জানাবে IFFI । অনুষ্ঠান চলাকালীন IFFI-র গোল্ডেন জুবিলি সংস্করণের পোস্টার রিলিজ় করবেন জাভড়েকর ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রোমদ সাওয়ান্ত ।

দিল্লি : অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স (AMPAS)-র সভাপতি জন বেইলি সুনিশ্চিত করে জানালেন, তিনি 2019-র ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে (IFFI) অংশগ্রহণ করবেন । গোয়াতে এই ফেস্টিভালটি চলবে ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই খবরটি গতকাল জানিয়েছেন । ফিল্ম ফেস্টিভালটি 20 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত চলবে ।

পানাজিতে পরিচালনা কমিটির প্রথম মিটিময়ের পর জাভড়েকর জানান, এবছরে ফেস্টিভালের ফোকাসে থাকতে পারে রাশিয়া । সাংবাদিকদের তিনি বলেন, "দেশের গর্ব IFFI । গোল্ডেন জুবিলি এডিশন হওয়ায় এবছরের IFFI অনেক বেশি গুরুত্বপূর্ণ ।"

একটি বিবৃতিতে জানানো হয়েছে, সিনেমার মাধ্যমে সমধর্মিতা বজায় রাখতে দেশের সাতটি শহরজুড়ে রোডশো'র আয়োজন করা হবে । ফিল্ম ফেস্টিভালের পাশাপাশি ছবির জন্য প্রাসঙ্গিক প্রযুক্তির প্রদর্শনের ব্যবস্থাও করা হবে ।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII), পুণে এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI), কলকাতা সহ প্রিমিয়ার ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এবছরের ফেস্টিভালের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকবেন ।

কোন কোন ছবি ফেস্টিভালে দেখানো হবে তা সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট করে নেওয়া হবে বলে জানা গেছে ।

IFFI 2019-র প্রধান বিভাগগুলিতে থাকবে ইন্টারন্যাশানাল প্রতিযোগিতা, ফেস্টিভাল কালেইডোস্কোপ, ওয়ার্ল্ড প্যানোরমা, ইন্ডিয়ান প্যানোরমা, মাস্টারক্লাসেস, ইন-কনভারসেশন, স্পেশাল রেট্রোস্পেকটিভস, হোমেজেস, ওপেন এয়ার স্ক্রিনিংস, ফিল্ম বাজ়ার ।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পর্রিকরের প্রতিও শ্রদ্ধা জানাবে IFFI । অনুষ্ঠান চলাকালীন IFFI-র গোল্ডেন জুবিলি সংস্করণের পোস্টার রিলিজ় করবেন জাভড়েকর ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রোমদ সাওয়ান্ত ।

Intro:Body:

iffi


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.