নয়া দিল্লি, 8 ফেব্রুয়ারি : সোমবার রাতে ইনস্টাগ্রামে আবেগি পোস্টের মাধ্য়মে প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ৷ রবিবার ইহলোকের মায়া কাটিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন সাক্ষাৎ সরস্বতীর বরকন্যা ৷ স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণে শোকাহত শিল্পীজগত ৷ দশকের পর দশক ধরে একের পর এক অভিনেত্রী এসেছেন, আবার হারিয়েও গিয়েছেন বলিউডের আকাশ থেকে ৷ তবে ধ্রুবতারার মতই এক এবং অদ্বিতীয় হয়ে থেকে গিয়েছেন তাঁদের কণ্ঠশিল্পী লতা ৷
কত অভিনেত্রীর গানের কণ্ঠ যে হয়ে উঠেছেন তিনি তা বলাই বাহুল্য ৷ তাঁদেরই একজন ঐশ্বর্য রাই বচ্চনও ৷ ঐশ্বর্যর জন্য়ও 'মহব্বতে' ছবিতে বেশ কিছু স্মরণীয় গান গেয়েছিলেন সুরের কোকিল ৷ 'হামকো হামিসে চুরালো', 'জিন্দা রহেতি হ্যায় উনকি মহব্বতে'-র গানগুলি আজও শ্রোতাদের কানে বাজে ৷ সোমবার সেই ভারতের নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জানাতে গিয়ে অভিনেত্রী লেখেন, "কথা হারিয়ে ফেলেছি...প্রার্থনা তাঁর স্বর্গীয় আত্মা চির শান্তি লাভ করুক, লতাজি ঈশ্বর পরম করুণায় আপনাকে আর্শীবাদ করুন ৷" (Aishwarya Rai Bachchan remembers the contribution of Lata)
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: লতা স্মরণে আবেগে ভাসলেন হেমা-মাধুরী
এর আগে একই ভাবে প্রিয় লতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন ঐশ্বর্যর স্বামী অভিষেক বচ্চনও ৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছিলেন, "আজ আমরা সর্বকালের শ্রেষ্ঠ একজনকে হারিয়েছি ৷ হৃদয় ভেঙে গিয়েছে, ভাষা হারিয়ে ফেলেছি ৷ এটি একটি অপূরণীয় ক্ষতি ৷ লতাজি আপনার চির বিশ্রামও গৌরবময় হোক ৷ আপনার কণ্ঠ, প্রতিভা এবং সহানুভূতি দিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । মহান লতা মঙ্গেশকরের একইসময়ে বাস করেছি, এর জন্য আমরা সৌভাগ্যবান।"
-
Today, we have lost the greatest of all time!
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We are all left heartbroken and speechless. An irreplaceable loss. Rest in glory Lata ji.
Thank you for blessing us with your voice, talent and compassion. We are privileged to have lived in the times of the great Lata Mangeshkar.
">Today, we have lost the greatest of all time!
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) February 6, 2022
We are all left heartbroken and speechless. An irreplaceable loss. Rest in glory Lata ji.
Thank you for blessing us with your voice, talent and compassion. We are privileged to have lived in the times of the great Lata Mangeshkar.Today, we have lost the greatest of all time!
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) February 6, 2022
We are all left heartbroken and speechless. An irreplaceable loss. Rest in glory Lata ji.
Thank you for blessing us with your voice, talent and compassion. We are privileged to have lived in the times of the great Lata Mangeshkar.