ETV Bharat / sitara

কনকনে ঠান্ডায় ফুটপাথবাসীদের 'উষ্ণতা' উপহার নুসরতের

কলকাতার একাধিক জায়গায় ফুটপাথে বসবাস করেন বহু মানুষ । এই কনকনে ঠান্ডায় কোনওভাবে ছেঁড়া কাঁথার মধ্যেই রাত কাটাতে হয় তাঁদের । সেই সব ফুটপাথবাসীর কথা মাথায় রেখেই এবার এগিয়ে এলেন নুসরত । তাঁদের হাতে তুলে দিলেন কম্বল ।

gfh
gh
author img

By

Published : Dec 22, 2019, 6:39 PM IST

Updated : Dec 23, 2019, 11:07 AM IST

কলকাতা : ক্রিসমাস আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি । আর ওই দিনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিলে তা আরও কিছুটা বেড়ে যায় । সেই কারণে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান । এই কনকনে ঠান্ডায় ফুটপাথবাসীদের এক টুকরো উষ্ণতাও উপহার দেন তিনি । তাঁদের হাতে তুলে দেন কম্বল ।

কলকাতার একাধিক জায়গায় ফুটপাথে বসবাস করেন বহু মানুষ । এই কনকনে ঠান্ডায় কোনওভাবে ছেঁড়া কাঁথার মধ্যেই রাত কাটাতে হয় তাঁদের । সেই সব ফুটপাথবাসীর কথা মাথায় রেখেই এবার এগিয়ে এলেন নুসরত । তাঁদের হাতে তুলে দিলেন কম্বল । শুধু হাতে তুলেই দেননি গায়ে জড়িয়ে দিয়েছেন । বহু যৌনকর্মীর হাতেও কম্বল তুলে দেন তিনি ও নিখিল জৈন । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নুসরত । আর কনকনে ঠান্ডায় তাঁর থেকে এই উষ্ণ ভালোবাসা পেয়ে খুবই খুশি ফুটপাথবাসীরা । অনেকের সঙ্গে হাসি মুখে ছবিও তোলেন অভিনেত্রী ।

তবে এটাই প্রথমবার নয় । ফুটপাথবাসীদের প্রতি একটা ভালোবাসা সব সময়ই দেখা যায় নুসরতের মধ্যে । দীপাবলির সময়ও গরিব মানুষদের হাতে নতুন শাড়ি তুলে দিয়েছিলেন নুসরত ও নিখিল । তাঁর ওই কাজের প্রশংসাও করেন নেটিজ়েনরা ।

এরপর দিল্লির রাস্তায় একরত্তি এক বেলুনওয়ালার সঙ্গে ছবি তোলেন তিনি । তাকে রীতিমতো কোলে তুলে জড়িয়ে ধরে ছবি তোলেন । এরপর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবি যা ভাইরাল হয়ে যায় ।

এত কিছুর পরও তাঁর জীবনে বিতর্কের শেষ নেই । চলতি বছরেই নিখিল জৈনকে বিয়ে করেন তিনি । তারপর স্বামীর সঙ্গে ধুমধাম করে দুর্গাপুজো কাটান । সিঁদুর খেলা থেকে শুরু করে ধুনিচি নাচ সবই চলে । আর তার কারণে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল তাঁকে । যদিও কোনও বিতর্কে কান দেননি নুসরত । নিজের মতো করে পুজো উপভোগ করেন তিনি ।

কলকাতা : ক্রিসমাস আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি । আর ওই দিনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিলে তা আরও কিছুটা বেড়ে যায় । সেই কারণে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান । এই কনকনে ঠান্ডায় ফুটপাথবাসীদের এক টুকরো উষ্ণতাও উপহার দেন তিনি । তাঁদের হাতে তুলে দেন কম্বল ।

কলকাতার একাধিক জায়গায় ফুটপাথে বসবাস করেন বহু মানুষ । এই কনকনে ঠান্ডায় কোনওভাবে ছেঁড়া কাঁথার মধ্যেই রাত কাটাতে হয় তাঁদের । সেই সব ফুটপাথবাসীর কথা মাথায় রেখেই এবার এগিয়ে এলেন নুসরত । তাঁদের হাতে তুলে দিলেন কম্বল । শুধু হাতে তুলেই দেননি গায়ে জড়িয়ে দিয়েছেন । বহু যৌনকর্মীর হাতেও কম্বল তুলে দেন তিনি ও নিখিল জৈন । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নুসরত । আর কনকনে ঠান্ডায় তাঁর থেকে এই উষ্ণ ভালোবাসা পেয়ে খুবই খুশি ফুটপাথবাসীরা । অনেকের সঙ্গে হাসি মুখে ছবিও তোলেন অভিনেত্রী ।

তবে এটাই প্রথমবার নয় । ফুটপাথবাসীদের প্রতি একটা ভালোবাসা সব সময়ই দেখা যায় নুসরতের মধ্যে । দীপাবলির সময়ও গরিব মানুষদের হাতে নতুন শাড়ি তুলে দিয়েছিলেন নুসরত ও নিখিল । তাঁর ওই কাজের প্রশংসাও করেন নেটিজ়েনরা ।

এরপর দিল্লির রাস্তায় একরত্তি এক বেলুনওয়ালার সঙ্গে ছবি তোলেন তিনি । তাকে রীতিমতো কোলে তুলে জড়িয়ে ধরে ছবি তোলেন । এরপর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবি যা ভাইরাল হয়ে যায় ।

এত কিছুর পরও তাঁর জীবনে বিতর্কের শেষ নেই । চলতি বছরেই নিখিল জৈনকে বিয়ে করেন তিনি । তারপর স্বামীর সঙ্গে ধুমধাম করে দুর্গাপুজো কাটান । সিঁদুর খেলা থেকে শুরু করে ধুনিচি নাচ সবই চলে । আর তার কারণে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল তাঁকে । যদিও কোনও বিতর্কে কান দেননি নুসরত । নিজের মতো করে পুজো উপভোগ করেন তিনি ।

Intro:Body:Conclusion:
Last Updated : Dec 23, 2019, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.