কলকাতা : অভিযুক্তরা এখনও পলাতক। এখন জিতুর অভিযোগ, "আমার ধারণা যদি ভুল না হয়, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। কালই যদি তাদের ধরত পুলিশ, আজ তারা পালানোর সুযোগ পেত না। তারা যে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল নারকোটিক টেস্টে সেটা ধরা পরত। আমার ধারণা, মদের চিহ্ন শরীর থেকে মুছে যাওয়ার পরই পুলিশ তাদের ধরতে পারবে।"
জিতু কমল পুলিশকে যোগাযোগ করেছিলেন ঘটনাস্থল থেকে। পুলিশ সেখানে আসে ৩০ মিনিটের মধ্যে। কিন্তু যে বাড়িতে গাড়িটি ঢুকে যায়, সেখানে নিরাপত্তারক্ষী থাকার কারণে পুলিশ ভিতরে ঢুকতে চায় না। পুলিশ জিতু কমলকে বলে পরদিন থানায় আসতে।
কথা মতো, জিতু কমল আজ সকালে পঞ্চসায়র থানায় যান। গিয়ে দেখেন, সেখানে সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ। বেলা ১১টায় জিতুর কলটাইম থাকার কারণে তিনি শুটিংয়ে বেরিয়ে যান। তারপর পুলিশ অভিযুক্তর বাড়িতে গিয়ে গাড়ি বাজেয়াপ্ত করতে পারলেও অভিযুক্তদের ধরতে পারেনি।