মুম্বই : নিজের কষ্টের সময়গুলোর কথা মনে করলেন অভিনেতা অনিল কাপুর । তিনি জানান, মূলধারার নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি 'উয়ো 7 দিন'-র তাঁর জীবন পরিবর্তনে বিশেষ ভূমিকা ছিল ।
অনিল আজ টুইটারে 1983 সালের সিনেমার সেটের ছবি শেয়ার করেন ।
তিনি ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "1977 থেকে 1983 পর্যন্ত আমি কাজ করেছি... পরিশ্রম করে গেছি একটি সুযোগের জন্য যা সব কিছু বদলে দেবে এবং উয়ো 7 দিন সেই সুযোগটাই ছিল! একটি জীবন পরিবর্তনের মুহূর্ত ও রোল!"
62 বছর বয়সী এই অভিনেতা যিনি তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন, তিনি জানান যে, তারপর থেকেই তাঁর সব স্বপ্ন পূরণ হতে শুরু করে ।
-
From 1977 to 1983 I had been working ...struggling to get that one defining chance that would change everything and #Woh7Din was that chance! A life changing moment & role! And since then it’s all been a dream come true! Till date I feel so blessed to be doing what I do! https://t.co/XEBwYOP8t7
— Anil Kapoor (@AnilKapoor) September 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From 1977 to 1983 I had been working ...struggling to get that one defining chance that would change everything and #Woh7Din was that chance! A life changing moment & role! And since then it’s all been a dream come true! Till date I feel so blessed to be doing what I do! https://t.co/XEBwYOP8t7
— Anil Kapoor (@AnilKapoor) September 2, 2019From 1977 to 1983 I had been working ...struggling to get that one defining chance that would change everything and #Woh7Din was that chance! A life changing moment & role! And since then it’s all been a dream come true! Till date I feel so blessed to be doing what I do! https://t.co/XEBwYOP8t7
— Anil Kapoor (@AnilKapoor) September 2, 2019
"তারপর থেকে সব স্বপ্ন সত্যি হয়ে গেছে! এখনও পর্যন্ত আমি যা করি, তা করতে পারার জন্য আমি নিজেকে ধন্য মনে করি!"
বাপুর পরিচালনায় 'উয়ো 7 দিন'-র অনিলের সঙ্গে ছিলেন পদ্মিনী কোলহাপুরে ও নাসিরুদ্দিন শাহ । ছবিতে সংগীত পরিচালনা করেছিলেন লক্ষ্মীকান্ত- প্যায়ারেলাল । গানগুলি মুক্তির পর খুবই জনপ্রিয় হয়েছিল ।