ETV Bharat / sitara

এক সময় ট্রেনে গান গেয়ে রোজগার করতেন আয়ুষ্মান !

এখন বলিউডের অন্যতম সফল অভিনেতাদের মধ্যে একজন আয়ুষ্মান খুরানা । ছকভাঙা ছবিতে কাজ করতেই বেশি পছন্দ করেন তিনি । তবে অভিনয়ে আসার আগে ট্রেনে গান গাইতেন আয়ুষ্মান । গান শেষে যাত্রীদের থেকে টাকাও তুলতেন । সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের জীবনের এসব কথা তুলে ধরেন তিনি ।

্িু
ি্ু
author img

By

Published : Feb 23, 2020, 1:04 PM IST

Updated : Feb 23, 2020, 3:12 PM IST

মুম্বই : আয়ুষ্মান খুরানা । বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে তিনি অন্যতম । ছকভাঙা ছবিতে কাজ করতে অত্যন্ত সাবলীল তিনি । বক্স অফিস থেকে ভালোই আয় করছে তাঁর ছবিগুলি । কখনও মহিলার চরিত্রে আবার কখন সমকামী প্রেমিকের চরিত্রে সিলভার স্ক্রিনে ধরা দিয়েছেন তিনি । যদিও অভিনয় জগতে পা রাখার আগে তাঁর দিনগুলি মোটেও সুখকর ছিল না । অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে । এক সময় ট্রেনে গান গেয়ে পয়সা রোজগার করতেন তিনি । সম্প্রতি একটি অনুষ্ঠান একথা জানান তিনি নিজেই ।

বলিউডে তাঁর পরিচিত বলে কেউই নেই । গানের প্রতি তাঁর ঝোঁক ছিল ছোটো থেকেই । সেখান থেকেই ট্রেনে গান গাওয়া শুরু করেন আয়ুষ্মান । সিনেমা দেখতে যাওয়ার সময় পশ্চিম এক্সপ্রেসে চড়তেন । ট্রেনের মধ্যেই শুরু করতেন গান । গানের শেষে যাত্রীদের থেকে পয়সা নিতেন । গন্তব্যে ট্রেন পৌঁছানোর আগে বেশ ভালোই টাকা উপার্জন করে ফেলতেন তিনি । আর এভাবে ট্রেনে গান গেয়ে নিজের গোয়া ঘোরার টাকাও সংগ্রহ করে ফেলেছিলেন । বলেন, "আমি একজন ট্রেন্ড সিংগার, কারণ ট্রেনে গান গাইতাম ।"

'ভিকি ডোনার' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি । যাকে ছকভাঙা ছবি বলা যেতেই পারে । যদিও ওই ছবিতে অভিনয়ের আগে অন্তত পাঁচ থেকে ছয়টি ছবির অফার এসেছিল তাঁর কাছে । ছবিগুলির বিষয়বস্তু ভালো লাগেনি তাঁর । তাই সেগুলি বাতিল করে দেন । চেয়েছিলেন এমন একটি ছবিতে অভিনয় করবেন যা সবার মন ছুঁয়ে যায় । আর সেটাই হয়েছিল 'ভিকি ডোনার' ছবির মাধ্যমে । এভাবেই নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেন তিনি ।

'নেপোটিজ়ম' বলিউডের একটা চর্চিত বিষয় । মাঝে মধ্যেই এর সমালোচনা করেন অনেক তারকা । এ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "যেসব স্টার কিড সফল হয়েছেন, তাঁরা সত্যিই ট্যালেন্টেড । তাঁরা প্রথম ব্রেক পেয়ে যান । আমি যদি কোনও ছবিতে নিজের 50 শতাংশ দিই তাহলে সাধারণ মানুষ বলবেন এটা আমি নিজের দ্বারা করেছি । আর সেই ছবি যদি একজন স্টার কিড করেন যাঁর 80 শতাংশ ট্যালেন্ট রয়েছে আর তিনি ছবিটি নিজের 100 শতাংশ দিয়ে করলেও দর্শকদের খুশি করা যাবে না । এই পার্থক্যই থেকে যায় ।"

এদিকে সফল হওয়ার পরও কাজ খুঁজতে পরিচালকের কাছে যান তিনি । 'আন্ধাধুন' ও 'আর্টিকেল ১৫'-এর ছবির জন্য পরিচালককে জিজ্ঞাসা করেছিলেন তিনি । তাতে অবশ্য তাঁর কোনও লজ্জা নেই বলেই জানিয়েছেন । বলেন, "কাজের জন্য জিজ্ঞাসা করতে যাওয়ায় লজ্জার কিছু নেই ।"

কাজের দিক থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মানের 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিটি । সমকামী সম্পর্ককে কেন্দ্র করে তৈরি ছবিটি । প্রথম দু'দিনেই বক্স অফিসে মোট 20.63 কোটির ব্যবসা করে ফেলেছে 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'।

মুম্বই : আয়ুষ্মান খুরানা । বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে তিনি অন্যতম । ছকভাঙা ছবিতে কাজ করতে অত্যন্ত সাবলীল তিনি । বক্স অফিস থেকে ভালোই আয় করছে তাঁর ছবিগুলি । কখনও মহিলার চরিত্রে আবার কখন সমকামী প্রেমিকের চরিত্রে সিলভার স্ক্রিনে ধরা দিয়েছেন তিনি । যদিও অভিনয় জগতে পা রাখার আগে তাঁর দিনগুলি মোটেও সুখকর ছিল না । অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে । এক সময় ট্রেনে গান গেয়ে পয়সা রোজগার করতেন তিনি । সম্প্রতি একটি অনুষ্ঠান একথা জানান তিনি নিজেই ।

বলিউডে তাঁর পরিচিত বলে কেউই নেই । গানের প্রতি তাঁর ঝোঁক ছিল ছোটো থেকেই । সেখান থেকেই ট্রেনে গান গাওয়া শুরু করেন আয়ুষ্মান । সিনেমা দেখতে যাওয়ার সময় পশ্চিম এক্সপ্রেসে চড়তেন । ট্রেনের মধ্যেই শুরু করতেন গান । গানের শেষে যাত্রীদের থেকে পয়সা নিতেন । গন্তব্যে ট্রেন পৌঁছানোর আগে বেশ ভালোই টাকা উপার্জন করে ফেলতেন তিনি । আর এভাবে ট্রেনে গান গেয়ে নিজের গোয়া ঘোরার টাকাও সংগ্রহ করে ফেলেছিলেন । বলেন, "আমি একজন ট্রেন্ড সিংগার, কারণ ট্রেনে গান গাইতাম ।"

'ভিকি ডোনার' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি । যাকে ছকভাঙা ছবি বলা যেতেই পারে । যদিও ওই ছবিতে অভিনয়ের আগে অন্তত পাঁচ থেকে ছয়টি ছবির অফার এসেছিল তাঁর কাছে । ছবিগুলির বিষয়বস্তু ভালো লাগেনি তাঁর । তাই সেগুলি বাতিল করে দেন । চেয়েছিলেন এমন একটি ছবিতে অভিনয় করবেন যা সবার মন ছুঁয়ে যায় । আর সেটাই হয়েছিল 'ভিকি ডোনার' ছবির মাধ্যমে । এভাবেই নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেন তিনি ।

'নেপোটিজ়ম' বলিউডের একটা চর্চিত বিষয় । মাঝে মধ্যেই এর সমালোচনা করেন অনেক তারকা । এ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "যেসব স্টার কিড সফল হয়েছেন, তাঁরা সত্যিই ট্যালেন্টেড । তাঁরা প্রথম ব্রেক পেয়ে যান । আমি যদি কোনও ছবিতে নিজের 50 শতাংশ দিই তাহলে সাধারণ মানুষ বলবেন এটা আমি নিজের দ্বারা করেছি । আর সেই ছবি যদি একজন স্টার কিড করেন যাঁর 80 শতাংশ ট্যালেন্ট রয়েছে আর তিনি ছবিটি নিজের 100 শতাংশ দিয়ে করলেও দর্শকদের খুশি করা যাবে না । এই পার্থক্যই থেকে যায় ।"

এদিকে সফল হওয়ার পরও কাজ খুঁজতে পরিচালকের কাছে যান তিনি । 'আন্ধাধুন' ও 'আর্টিকেল ১৫'-এর ছবির জন্য পরিচালককে জিজ্ঞাসা করেছিলেন তিনি । তাতে অবশ্য তাঁর কোনও লজ্জা নেই বলেই জানিয়েছেন । বলেন, "কাজের জন্য জিজ্ঞাসা করতে যাওয়ায় লজ্জার কিছু নেই ।"

কাজের দিক থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মানের 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিটি । সমকামী সম্পর্ককে কেন্দ্র করে তৈরি ছবিটি । প্রথম দু'দিনেই বক্স অফিসে মোট 20.63 কোটির ব্যবসা করে ফেলেছে 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'।

Last Updated : Feb 23, 2020, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.