মুম্বই : সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র তুলসি কুমার ৷ একের পর এক সুপারহিট গান গেয়ে নতুন প্রজন্মের মনে রাজত্ব করছেন তিনি ৷ সম্প্রতি তুলসির সোলো গান 'তনহাই' পার করেছে 100 মিলিয়ন ভিউজ় । তাছাড়া জ়ুবিন-তুলসির যুগলবন্দী গান 'ম্যায় দিন ভুলা দু' ও সুপারহিট । সব মিলিয়ে একটা দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন গায়িকা ।
বহুমুখী প্রতিভার অধিকারী এই গায়িকা গানের পাশাপাশি একজন উপস্থাপক ও রেডিও জকি হিসাবেও জনপ্রিয় ৷ 'ইন্ডি হ্যায় হাম সিজ়ন 2' এর জনপ্রিয়তাই তার প্রমাণ ৷
একটি সাক্ষাৎকারে তুলসী বলেন, এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে লুকিয়ে থাকা ট্যালেন্টকে বার করে আনতে চান তিনি ৷ ঠিক যেমন তাঁর বাবা শ্রী কৃষ্ণ কুমারজী করেছিলেন একসময় ৷ বাবার দেখানো পথেই ইন্ডাস্ট্রিকে নতুন কিছু প্রতিভা উপহার দিতে চান তুলসী ।
তবে আপাতত 'তনহাই'-র সাফল্য নিয়েই ব্যস্ত তুলসী । যদিও গানটির বিষয়বস্তুতে বিচ্ছেদের যন্ত্রণা রয়েছে, তবুও গানটি গেয়ে আনন্দের অন্ত নেই গায়িকার । স্যাচেত-পরম্পরার সুরে তৈরি এই গানে কথা লিখেছেন সৈয়দ কুয়াদ্রি । 'তনহাই' শুনেছেন কি ?
- " class="align-text-top noRightClick twitterSection" data="">