মুম্বই : মুক্তি পেল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'দা স্কাই ইজ় পিঙ্ক'-র ট্রেলার । ছবিতে রয়েছেন ফারহান আখতার, জ়ায়রা ওয়াসিম ও রোহিত সরফ । ট্রেলারটি আপনাকে একটা ক্রেজি পরিবারের অনুভূতিগুলির সঙ্গে আলাপ করাবে ।
টুইটারে ছবির ট্রেলার শেয়ার করেছেন প্রিয়াঙ্কা । ক্যাপশনে লেখেন, "দা স্কাই ইজ় পিঙ্কের ট্রেলার পেশ করছি । ভালোবাসা নিয়ে এই ছবি । অনেক ভালোবাসা নিয়ে তৈরি করা হয়েছে । আমার কাছে গর্বের মুহূর্ত । কারণ অভিনেত্রী ও সহ-প্রযোজক হিসেবে একসঙ্গে এটা আমার প্রথম কাজ । আশা করছি এটা আপনাকে অনুপ্রেরণা জোগাবে ।"
ট্রেলারে প্রিয়াঙ্কা ও ফারহানের কেমিস্ট্রি চোখে পড়ার মতো । পুরো ট্রেলারে জ়ায়রা তাঁর পছন্দের অথচ ট্র্যাজিক বাবা-মায়ের লাভ স্টোরিকে ন্যারেট করেছেন । তিনি নিজেকে এই লাভ স্টোরিতে ভিলেনের তকমা দিয়েছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গতকাল ছবির প্রথম পোস্টার শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । সোনালী বোসের পরিচালনায় ছবিতে আয়েসা চৌধুরি নামে একজন মোটিভেশনাল স্পিকারের জীবনকে তুলে ধরা হয়েছে । যার 13 বছর বয়সে পালমোনারি ফিব্রোসিস ধরা পড়ে ।
'দা স্কাই ইজ় পিঙ্ক' 13 সেপ্টেম্বর টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে স্ক্রিনিং হবে । 11 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ।
তিন বছর পর এই ছবির হাত ধরেই বলিউডে ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । এছাড়াও ছবির সহ-প্রযোজনাও করছেন তিনি ।